অনন্ত অপেক্ষা - আনন্দ গোপাল গরাই || কবিতা || Poem || Kobita
অনন্ত অপেক্ষা
আনন্দ গোপাল গরাই
দিনদুপুর রাত্রে কানে ভেসে আসে
পিশাচের নির্মম উল্লাস। অন্যায়ের
রক্ত নিশান হাতে ঘুরে বেড়ায় স্বার্থান্ধ পশুর দল,
অবিচারের চোরাবালিতে ডুবে যায় ন্যায্য অধিকার।
ক্ষমতার দম্ভ কেড়ে নেয় প্রতিবাদের ভাষা।
এর শেষ কোথায়!
যে আকাশে সার দিয়ে উড়ে যায়
বুনোহাঁসের দল, সেই আকাশ হতেই
নেমে আসে হিংস্র শকুন - খুবলে খুবলে খায়
পচন ধরা সমাজের অঙ্গ-প্রত্যঙ্গগুলো---
উপড়ে নেয় দয়া মায়া মমতার স্নেহময় চোখ,
দেখা যায় কঙ্কালসার চেহারাটা শুধু।
এর শেষ কোথায়!
সমাজবৃক্ষের মরা পাতাগুলো ঝরে গিয়ে
আবার গজাবে কবে নব কিশলয়---
বসে আছি চেয়ে আছি সেই অপেক্ষায়।
Comments