পশ্চিমবঙ্গ আবাস যোজনায় একাধিক পদে কর্মী নিয়োগ, বেতন -18,000 || WB Job Recruitment || WB PMAY-G Job Recruitment 2023
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে এক জেলা শাসক প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাজের জন্য নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ। জেলা পরিষদের সরকারি অফিসে চাকরির পোস্টিং দেওয়া হবে সঙ্গে প্রচুর মাসিক বেতনও থাকবে। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
কী কী পদে নিয়োগ করা হবে :
১- টেকনিক্যাল এসিস্ট্যান্ট
২- ডাটা এন্ট্রি অপারেটর
কীভাবে আবেদন করবেন : শুধু মাত্র অফলাইনের মাধ্যমে।
অফলাইন আবেদন পত্র পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন পত্র প্রিন্ট আউট বের করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন :
১- মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র
২-শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
৩- পাসপোর্ট সাইজের ছবি
৪- আধার বা ভোটার কার্ড
৫- জাতিগত সংশয় পত্র
৬- অন্যান্য ডকুমেন্টস
নিচে শূন্য পদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল -
১- টেকনিক্যাল এসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট পদে আবেদন করতে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সিভিল ইন্জিনিয়ারিং পাশ করতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স 37 বছরের মধ্যে হওয়া আবশ্যক।
নিয়োগ প্রক্রিয়া : প্রথমে হবে লিখিত পরীক্ষা।
যদি প্রার্থী লিখিত পরীক্ষায় সফল হয় তাহলে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
মাসিক বেতন : প্রতিমাসে 18,000 টাকা ।
২- ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন পাশ ( যে কোনো সঙ্গে কমপক্ষে 6 মাসের কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও থাকতে হবে টাইপিং দক্ষতা।
নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ সঙ্গে কম্পিউটার টেস্ট নিয়ে নিয়োগ করা হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স 37 বছরের মধ্যে হওয়া আবশ্যক।
মাসিক বেতন : 11,000 টাকা
আবেদনের শেষ তারিখ : 10-03-2023
আবেদন পাঠানোর ঠিকানা : Jhargram Zilla Parishad
Official Notice :
Comments