কালো জগৎ করিবে আলো - পাভেল রহমান || কবিতা || Poem || Kobita
কালো জগৎ করিবে আলো
পাভেল রহমান
হে বন্ধু, কি হয়েছে তোমার বর্ণ কালো বলে!
কালো, জগৎ আলো করিবে তোমরাই দলে দলে।
বন্ধু, তাই তো কখনো ভুলে
কোরো না চিন্তে ফাঁস দিতে গলে
তোমার বর্ণ কালো বলে;
কর্ম দ্বারা হলে অজেয় জগৎ বলিবে , “কালোভাই”
-আমি তোমাদেরে বারে বারে এইই কথা বলে যাই।
Comments