20,000 টাকা বেতনে পোস্ট অফিসে গ্রুপ সি কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ || Post Office Recruitment 2023 || GDS Recruitment 2023


 


পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পোস্ট তথা ডাক বিভাগের তরফে থেকে নতুন কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গ্রুপ সি পদে। আপনারা যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এই পদে আবেদন করার সুযোগ পাবেন। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।




আবেদন পদ্ধতি: শুধু মাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। তার জন্য কয়েকটি ধাপে আবেদন করতে পারবেন। 

1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।

2. এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, ডাউনলোড করে বের করে নিন।

3. আপনার নিজস্ব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করুন ফর্মটি।

4. আপনার একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে ফর্মের মধ্যে নিজের সিগনেচার করে দিন।

5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।


প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,

1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট

2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট বিশেষ করে

3. অষ্টম শ্রেণী পাশের মার্কশিট এবং সার্টিফিকেট

4. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড

5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে

6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে

7. ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি


পদের নাম: গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ হতে চলেছে। সেক্ষেত্রে দুই ধরনের পদ রয়েছে। যথা, মোটর ভেহিকেল ইলেকট্রিশিয়ান এবং মোটর ভেহিকেল মেকানিক।


শিক্ষাগত যোগ্যতা: শুধু মাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ কর্ম অভিজ্ঞতা তথা দক্ষতা থাকা আবশ্যক।


প্রার্থীর বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


মাসিক বেতন: প্রতিমাসে 19,900/- টাকা বেতন দেওয়া হবে শুরুতে। 


আবেদনের সময়সীমা: আগামী 11 মার্চ, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।


OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORMAT: 


OFFICIAL WEBSITE: 


 

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ