অন্ধকারেরা - মহা রফিক শেখ || কবিতা || Poem || Kobita
অন্ধকারেরা
মহা রফিক শেখ
ক্লান্ত রাতের অন্ধকারেরা হা- পিত্যেশ করে বসে আছে।
সবে অমাবস্যা লেগেছে।
তবুও ভোরের আলোকে একবার ছুঁতে চাই।
গভীর গুহায় কিলবিল করছে বন্দী অন্ধকারেরা....
মুক্তি পেতে চাই।
বারবার আঘাত করে বদ্ধ পাথরে ।
যদি ফিনকি দিয়ে আগুনের রশ্মি বেরোয়।
গুমটি মেরে বসে থাকে - জমাট অন্ধকারে রা ।
শ্যাওলা হয়ে জমতে থাকে বুকের খাঁচায়।
সবুজ হতে চাই প্রাণের ভিতর প্রাণ পেয়ে।
Comments