গ্রাম - সোহেল রানা || কবিতা || Poem || Kobita
গ্রাম
সোহেল রানা
১.
ছায়ার ভিতর দিয়ে উঠে আসছে মায়া!
মায়ায় আঁচল হাওয়ায়, হলুদ গন্ধে
টুনটুনির টুনটুন ভরা দুপুর... ভরদুপুর!
কুটুম পাখি ডেকে ডেকে আগাম অনুষঙ্গ জানান
গৃহস্তবাড়ি,
মাঝি পাল বেয়ে ফিরছে, গোধূলি গোধুম...
চাঁদনি রাতে কবিগান-পালাগানের আসার বসেছে
প্রতিদিন নবান্ন; পিঠাপুলি সাজিয়ে হাত বাড়িয়ে ডাকছে
আমার মায়াভরা সেই চিরসবুজ কায়া!
২.
এই ছায়া মায়া কায়া-
ধুলোমাটি, ঘাস, শিশির-
দোয়েলের শিস, ঘাসের বুকে ফড়িং নিবিড়!
খালে- বিলে- ঝিলে।
আমি মাছরাঙা মন, হড়াই নদীর হাঁটুজলে
উড়ছি উড়ছি বাঁকে বাঁকে-
মাছ মাছ মাছ মাছ।
শারদ-সুন্দর কাশফুলের আকাশ!
ডানা মেলেছে শাদা-শাদা বকের পাল!
আর এখানে দক্ষিণা বাতাস!
আর যদিও তুমি গাছ
এখানে তার অটুট বন্ধনে শেকড়।
Comments