দেশটার নাম ভারতবর্ষ - রবি রাম হালদার || কবিতা || Poem || Kobita
দেশটার নাম ভারতবর্ষ
রবি রাম হালদার
দেশটার নাম ভারত বর্ষ , স্পষ্ট দুটি ভাগে ,
কেউ থাকে অট্টালিকায় , কেউ ভিক্ষা মাগে।
একটি ছেলের দল আজও কাগজ কুড়ায় ,
একটি দল সেজেগুজে বেশ ঘুরে বেড়ায় ।
কত শত মহিলারা রোজ সকালে বাসন মাজে ,
বাবুদের বাড়িতে সবাই যায় ঝি-এর কাজে ।
এক শ্রেনির বাড়ি - ঘর নেই, ফুটপাতে যাপন ,
ফুটপাতকে করেছে তারা যেন কত আপন।
এক দল ইটের ভাটায় কাজ করে সারাদিন ,
আবালবৃদ্ধবনিতা নদীতে ডুবে ডুবে ধরে মীন।
একশ্রেনি টাকার জোরে ঘুরে বেড়ায় বিদেশ,
একশ্রেনি থাকে অনাহারে,ছিন্ন বস্ত্র মলিন বেশ।
একটি দল কাঁকড়া ধরে সুন্দরবনের গাঙে,
বাঘে ধরার ভয় আছে জেনেও তারা মধু ভাঙে।
কেউ দেখি ঠাণ্ডা ঘরে বসে আপন মনে লেখে ,
দেশের সম্পদ চুরি করার ফন্দি ফিকির শেখে।
দেশটার নাম ভারতবর্ষ, দুটি ভাগ স্পষ্ট দৃশ্যমান ,
স্বাধীনতা- সমানাধিকার - কেতাবে বিদ্যমান।
Comments