রাক্ষসী - মিঠু বিশ্বাস || কবিতা || Poem || Kobita
রাক্ষসী
মিঠু বিশ্বাস
প্রতিরাতে ফিরে আসে এক নারী আমার মোবাইলে
আমার আঙ্গুল ছুঁয়ে গড়িয়ে পড়ে শরীরে
চুষে নেয় আগুন-
চুলের আড়ালে চুমু খেতে খেতে টেনে নিয়ে যায় তার দেশে
রাত জেগে বসে থাকি তার কোলে মাথা রেখে
সকাল হলে উড়তে থাকে আমার রক্তাক্ত দেহ সীমান্তের কাঁটাতারে।
Comments