পদ্ম মধু - সবুজ জানা || কবিতা || Poem || Kobita

 পদ্ম মধু

সবুজ জানা



আগুনে ফেনার ভেতর আবহমান শুয়ে আছে রৌদ্রপায়ী সৈকত

সাংসারিক বিষে নীল হয়ে আসা নাবিকের চোখ  

তাকিয়ে আছে জলে

ক্রমাগত বৈষ্ণব বিনয়ী ঘরানার ঢেউ উঠে 

আর ধুয়িয়ে দেয় নরনারায়নের পা...

অখণ্ড ভারতবর্ষ পবিত্র হয়ে ওঠে

জগন্নাথ ঘাটে ডুবে যায় আমাদের চৈতন্যদেব

এমন করে ডুবলে যুগে যুগে ভেসে ওঠা যায়।


আমরাও এক একজন লোটাস ইটারেরই অবতার

স্ত্রীর দেওেয়া কমলালেবু আছে অফিস ব‍্যাগের ভেতর  

জিভের স্বাদ নিম্ন মধ‍্যপন্থার পদ্ম মধু।




Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024