বিচ্ছিন্ন ঘটনা - ইমতিয়াজ কবির || কবিতা || Poem || Kobita
বিচ্ছিন্ন ঘটনা
-ইমতিয়াজ কবির
যে কঙ্কাল-হাত সযত্নে
চা পাতা তুলতে ব্যাস্ত;
নদী খাতের পাথর, ইট-ভাটায়, ক্ষেত মজুরিতে নিযুক্ত
প্রসূতির অপুষ্টি দেহ শুন্য রক্ত !
অজুহাত সার, শিক্ষা-সচেতন
বিলম্ব"রেফার'প্রশ্ন -ই বীমা-পরিবহণ
মৃত্যু রটনা শুধু-ই "বিচ্ছিন্ন ঘটনা '?
যে দেশ তোমার
সে দেশ-ও আমার !
রাজার রাজা নির্বাচিত
সবাই প্রজা জন্মগত
সংখ্যাগুরু-সংখ্যালঘু
তত্ত্ব বড়ো-ই ভুল
ভিন্ন মেঘের বর্ষণে তাই
ভরে নদীর কূল !
দেহের মিলন রং দেখে না
মনের মিলন জাত !
শুন্য জঠর দুর্বল পানি কষ্ঠে জুটায় ভাত ।
বন্দী পাখির মুক্ত আকাশ
পশুর সীমানা.......!
মন-মণ্ডপে মানুষ পূজো
বিধি মেলাক ডানা...?
Comments