Sunday, December 19, 2021

কবিতা || শীত || আশীষ কুন্ডু

 শীত




শীত- উত্তর দাও- হিম পাহাড়ের 

তুষার ছৌ নাচছে যে শৃঙ্গ 

ভৈরবের পায়ের তলায় 

পরিযায়ী হাওয়ায় উড়ছে মিহি তুহিন 

ধ্যানমগ্ন মহাকাল আবছায়া আলোবনে! 

ভেসে আসে শীতল বাতাস ,

ধারাস্রোতে -সভ্যতার জনপদে!


শীত- উত্তর দাও- ঝরাপাতায় 

বৃক্ষেরা অবগুণ্ঠন খোঁজে 

একটু রোদের আশিয়ানায়!

রাতের আকাশ বেয়ে নামে কুয়াশা ,

মাটির বুকে শুয়ে থাকা শব্দেরা ঘুমোয়

ঘাসের গালিচায় জেগে থাকে-- 

তবু জীবনের স্পন্দন ।

কবিতা || মধুচন্দ্রিমা || অরবিন্দ সরকার

 মধুচন্দ্রিমা

        


অমাবস্যাপূর্ণিমা মুক্ত যাত্রাপথ

          এ স্বপ্নের উড়ান,

ভ্রমর ভ্রমরী চকিতে মধু চয়নে,

       ছোটাছুটি অবিরাম।

বিধবার বিচ্ছিন্নের পুনর্বিবাহ,

         মধুচন্দ্রিমা আবার,

জন্মদিন বর্ষ পালন একবার ,

        এটা হোক বারম্বার।

নক্ষত্রের আজন্ম নক্ষত্র পতন

     অর্থের সঙ্গে মোলাকাৎ,

বৈরাগী বোষ্টুমীর দ্বারে ভিক্ষা,

      মধুচন্দ্রিমা কুপোকাত।

ময়দানে ক্রিকেটে হাঁকে ছক্কা,

     বোষ্টুমীর ছক্কা লুডোয়,

গরীবের প্রতিদিনই একাদশী,

     উপোষে প্রাণ জুড়োয়।

গরীব মেয়ের তার পুনর্বিবাহে,

      চারিত্রিক বদনাম নষ্টা,

ধনীর রাণী আমদানি রপ্তানি

       উচ্ছিষ্ট মধুপানে ভ্রষ্টা।

টাকায় ঢাকা যায় মানসম্মান

       পাওয়া যায় আদর,

নির্ধন গরীবের স্বপ্ন মধুচন্দ্রিমা,

     আছে ইজ্জতের কদর।

কবিতা || দহন || মহীতোষ গায়েন

 দহন



দখিনা দুয়ারে আমি 

অম্লান যাযাবর এক,

মনের নক্ষত্র ঝরার পর 

সবুজ ঘাসের মাঝে অথবা 

জীবন সমুদ্রের মাঝে 

আমাকে খুঁজে নিও,

মেপে নিও হৃদয়ের ঢেউ 

বন্ধু বা শত্রু কেউ...।


সময় হারিয়ে গেলে

মরে যায় ভালোবাসা প্রেম,

চেনা সব পাখিরা অচেনা গান ধরে...

রাত্রি গাঢ় হলে আবারো ডুবে মরি

গভীর স্মৃতির দহন হ্রদে।

কবিতা || বিষ || তৈমুর খান

 বিষ




 সাপের চোখে চোখ রাখলে যেমন হয়

 তোমাকে বুঝেছি তেমনি।

 দূরে কোনো বিষণ্ণ সাঁতারে

 ডুবে যেতে যেতে

 পৃথিবী অন্ধকার!



 তোমার দ্বি-ফলা জিভ বেরিয়ে আসে জিভে

 শরীরে রতিক্লান্ত জ্বর…


 এই এতদিন পর বিষে-বিষে আমার নীলাভ সমাজ।

২১ তম সংখ্যার সম্পাদকীয়








সম্পাদকীয়:




ভালোলাগা এবং ভালোবাসা-এর মধ্যে যেমন অন্তর আছে, ঠিক তেমনি পত্রিকার লেখাগুলো পড়েছি এবং পড়ি কিংবা পড়ি তো এরমধ্যে যথেষ্ট অন্তর আছে কারণটা বলি World sahitya adda পত্রিকার আটটি সংখ্যা আটটি সপ্তাহে প্রকাশিত হয়ে গেছে কিন্তু পাঠক সংখ্যা বাড়ছে কই ? যদি সত্যিই সকলে পড়ছেন তাহলে মন্তব্য কোথায় হচ্ছে ? লেখা যে পড়েন তিনিই আসল সমালোচক এবং পর্যালোচনা কারি পাঠক। তাই সত্যতা এই, শুধু মুখে বলা আপনার পত্রিকা পড়ি আমার ভালো লাগে, সেটা শুধু বলা থেকে প্রতিটি লেখার নিচে মন্তব্য করায় ভালো, এতে বুঝবো হ্যাঁ আপনি সত্যি কারের পাঠক। তাই ভাল থাকুন। সুস্থ থাকুন। পড়তে থাকুন World sahitya adda এবং আমাদের পাশে থেকে একসাথে এগিয়ে চলুন।





                                  ধন্যবাদান্তে

              World sahitya adda সম্পাদকীয়

__________________________________________________

##Advertisement (বিজ্ঞাপন):


১)


___________________________________________________


২)





বইটি সরাসরি পেতে-- 6291121319


___________________________________________________

৩)




##উত্তরপাড়া,সিঙ্গুর এবং কোলকাতার বেহালায় এছাড়াও যে কোনো প্রান্ত থেকেই যেকোনো ক্লাসই অনলাইনে করতে পারবেন। 



এছাড়া কেউ যদি সরাসরি অফলাইন এ ভর্তি হতে চান যোগাযোগ করুন এই নাম্বারে-- 9330924937



__________________________________________________


৪)




___________________________________________________

৫)



##বইটি পাবেন- National Book house, Soma Book Store, Amor pustakaloy, Tarama Book Store , The Elegant publications(16B Sitaram Ghosh Street, kol 9.), 63no Saha book stall. এবং Amazon and Flipkart -এ।



##বইটি সরাসরি পেতে-- 9831533582 / 9433925262 দেবে।


________________________________________________

___________________________________________________


৬)


##ছাপানো জীবনী গ্রন্থের জন্য-লেখকের জীবনী সংগ্রহ করা হচ্ছে।




" লেখকদের আত্মজীবনী" গ্রন্থ তৃতীয় খন্ডের জন্য, লেখকদের কাছে থেকে জীবনী সংগ্রহ করা হচ্ছে। আপনার মূল্যবান জীবনী 300 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দেন। বইটি ছাপানো অক্ষরে প্রকাশ করা হবে। কিন্তু কোন সৌজন্য কপি দিতে পারবে না।



বইটির সাথে সম্মানিক হিসাবে দেওয়া হবে।




1/ সাম্মানিক সার্টিফিকেট।* (বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।)



2/ "লেখক পরিচয়পত্র কার্ড"। লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচয় বহন করবে। (বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।)




3/ সম্মানিত পদক (মেডেল)* {বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।}



বইটির বুকিং মূল্য 300 টাকা দিয়ে কিনে, বাঙালি লেখক সংসদ কে অর্থনৈতিক ভাবে সাহায্য করতে হবে। ডেলিভারি সার্ভিস চার্জ আলাদাভাবে দিতে হবে না।




গ্রন্থের কভার পৃষ্ঠায় আপনার ছবি দিতে আগ্রহী হলে, যোগাযোগ করুন।


টাকা পাঠানোর একাউন্ট


শংকর হালদার


(1) ফোন পে 8926200021


(2) পেটিএম 8926200021


( 3) ব্যাংক একাউন্টের মাধ্যমে। 





স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( S.B.I.)


SANKAR HALDER


Account No : 34681068289


IFSC :SBIN 0015960




টাকা পাঠানোর পর রশিদের স্ক্রিনশট কপি করুন এবং জীবনী লেখা পাঠিয়ে দেবেন।


হোয়াইট অ্যাপস নম্বরে :-


 8926200021




যে কোন বিষয়ে যোগাযোগ :- শংকর হালদার শৈলবালা।  


মোবাইল :- 8926200021


বাঙালি লেখক সংসদ, দত্তপুলিয়া, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত।


______________________________________________



**বি.দ্র- বিজ্ঞাপন এর সব দায়িত্ব বিজ্ঞাপন দাতার।

Saturday, December 18, 2021

২১ তম সংখ্যার সূচিপত্র (৫২ জন)

সম্পূর্ণ সূচিপত্র:-





বাংলা কবিতা ও ছড়া---



তৈমুর খান, মহীতোষ গায়েন, অরবিন্দ সরকার, আশীষ কুন্ডু, চাতক পাখি, আবদুস সালাম, সুব্রত মিত্র, বিশ্বেশ্বর মহাপাত্র, নবকুমার, হরিহর বৈদ্য, সোনালী মীর, সৌমেন্দ্র দত্ত ভৌমিক, বিমান প্রামানিক, নীতা কবি মুখার্জী, নার্গিস পারভিন, নিমাই জানা, জাহির আব্বাস মল্লিক, কাজী রিয়াজউদ্দিন আহমেদ, ফরমান সেখ, অভিজিৎ দত্ত ।




বাংলা গল্প---


শ্যামল চক্রবর্ত্তী, আব্দুস সাত্তার বিশ্বাস, সিদ্ধার্থ সিংহ, বর্ণা গঙ্গোপাধ্যায়, ইন্দিরা গাঙ্গুলি, সত্যেন্দ্রনাথ পাইন, রথীন পার্থ মণ্ডল, রঞ্জিত মল্লিক, বাহাউদ্দিন সেখ, সামসুজ জামান, ডঃ রমলা মুখার্জী।



বাংলা গদ্য তথা রম্য রচনা---

তৈমুর খান, সুজিত চট্টোপাধ্যায়, অরবিন্দ সরকার, প্রদীপ কুমার লাহিড়ী।



ইংরেজি কবিতা--

Sourav Bagchi, 
Namita Basu, Pavel Rahman.


Prose--

Kunal Roy


Photography---


Amit pal, Nilanjan de, Moushumi chandra, Sohini Shabnam, Dr Atef kheir.

Friday, December 17, 2021

স্টেট ব্যাঙ্কে ১,২২৬ অফিসার নিয়োগ || SBI new Recruitment 2022 || State Bank of India recruitment

 



*স্টেট ব্যাঙ্কে ১,২২৬ অফিসার*



কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 'সার্কেল

বেসড অফিসার' পদে ১,২২৬ জন ছেলে মেয়ে নিচ্ছে।


যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে

পারেন। মাধ্যমিক পাশ প্রাক্তন সমরকর্মীরা আর্মি স্পেশাল

 সার্টিফিকেট অফ এডুকেশন বা, নেভি কিংবা এয়ারফোর্সের

 করেসপন্ডেন্স সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অন্তত ১৫

 বছর আর্মড ফোর্সে চাকরি করে থাকলেও যোগ্য। ইংরিজিতে

 লিখতে ও বলতে পারা দরকার। যে রাজ্যের শূন্যপদের জন্য

 দরখাস্ত করবেন, সেখানকার স্থানীয় ভাষায় লিখতে ও

 কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে।

 কোনো বাণিজ্যিক ব্যাঙ্ক বা, গ্রামীণ ব্যাঙ্কে অফিসার হিসাবে

 অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।




বয়স:-  ১-১২-২০২১'র হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে,

 অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২-১২-১৯৯১ থেকে ১

 ৪১২-২০০০'এর মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.'রা ৩

 বছর আর প্রতিবন্ধীরা ১০ (ও.বি.সি. হলে ১৩, তপশিলী হলে

 ১৫) বছর বয়সে ছাড় পাবেন। শুরুতে ৬ মাসের প্রবেশন। মূল



 মাইনে:-  ৩৬,০০০-৬৩, ৮৪০ টাকা।


মোট শূন্যপদ:-  ১.২২৬টি। এর মধ্যে আহমেদাবাদ

 সার্কেলে গুজরাট রাজ্যে ৩৫৪টি (জেনা: ১২২,

 ই.ডব্লু.এস. ৩০, ৩ঃজাঃ ৩৭, তঃউঃজাঃ ২৪, ও.বি.সি. ৮৭,

 ব্যাকলগ ৫৪)। এর মধ্যে প্রতিবন্ধী ১২)। 


বেঙ্গালুরু সার্কেলে কর্ণাটকে ২৭৮টি (জেনা: ১০০, ই.ডব্লু.

 এস.২৫, তঃজাঃ ৩৭, তঃউঃজাঃ ১১, ও.বি.সি. ৬৯,

 ব্যাকলগ ২৮)। এর মধ্যে প্রতিবন্ধী ১০)। ভূপাল সার্কেলে

 মধ্যপ্রদেশে ১৬২টি (জেনা: ৬০, ই.ডব্লু.এস. ১৫, তঃজাঃ

 ২৪, তঃউঃজাঃ ১১, ও.বি.সি. ৪০, ব্যাকলগ ১২)। এর

 মধ্যে প্রতিবন্ধী ৬)। ছত্তিশগড় ৫২টি (জেনা: ২৯, ই.ডব্লু.

 এস. ৫, তঃজাঃ ৮,তঃউঃজাঃ ৪, ও.বি.সি. ৪, ব্যাকলগ ২)।

 এর মধ্যে প্রতিবন্ধী

 ২)। চেন্নাই সার্কেলে তামিলনাড়ু ২৭৬টি (জেনা: ১০০,

 ই.ডব্লু.এস. ২৫, তঃজাঃ ৩৩, তঃউঃজাঃ ৪৪, ও.বি.সি. ৪৮,

 ব্যাকলগ ২৬)। এর মধ্যে প্রতিবন্ধী ১০)। জয়পুর সার্কেলে

 রাজস্থানে ১০৪টি (জেনা: ৪২, ই.ডব্লু.এস. ১০, তঃজাঃ ১৯, তউঃজাঃ ৫, ও.বি.সি. ২৪, ব্যাকলগ ৪)। এর মধ্যে প্রতিবন্ধী ৪।


এই পদের বিজ্ঞপ্তি নং: CRPD / CBO/2021-22/19. 


প্রার্থী বাছাই:-  প্রথমে অনলাইনে পরীক্ষা হবে জানুয়ারি মাস

 নাগাদ। তাতে সফল হলে স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ। এই

 পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে ২ ঘন্টার ১২০ নম্বরের

 ১২০টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে: (১) ইংলিশ ল্যাঙ্গোয়েজ

 ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন। সময় ৩০ মিনিট, (২) ব্যাঙ্কিং নলেজ

 ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন। সময় ৪০ মিনিট, (৩) জেনারেল

 অ্যাওয়ারনেস বা, ইকনমি ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন। সময় ৩০

 মিনিট। (৪) কম্পিউটার অ্যাপ্টিটিউট-২০ নম্বরের ২০টি প্রশ্ন।

 সময় ২০ মিনিট। এরপর ডেসক্রিপিটিভ টাইপের পার্টে ৩০

 মিনিটের ৫০ নম্বরের পরীক্ষা।


##লিখিত পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে :

 পশ্চিমবঙ্গে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি,

 কল্যাণী, শিলিগুড়ি। বিহার : আড়া, ঔরঙ্গাবাদ (বিহার),

 ভাগলপুর, দ্বারভাঙা, গয়া, মজঃফরপুর, পটনা, পূর্ণিয়া।

 ওড়িশা বালাসোর, বেরহামপুর (গঞ্জাম), ভুবনেশ্বর, কটক,

 ঢেঙ্কানল, রৌরকেলা, সম্বলপুর। অসমের ডিব্ৰুগড়, গুয়াহাটি,

 জোড়হাট, শিলচর, তেজপুর। ত্রিপুরার আগরতলা।

 মেঘালয়ের শিলং। মিজোরামের আইজল। ঝাড়খন্ডের

 বোকারো স্টিল সিটি, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর,

 রাঁচী।



##দরখাস্ত করবেন অনলাইনে, ২৯ ডিসেম্বর পর্যন্ত। 

এই ওয়েবসাইটে :

https://bank.sbi/careers

 https://sbi.co.in /careers 


এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। দরখাস্ত

 করার আগে প্রার্থীদের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নিতে

 হবে : (ক) পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার, (খ)

 বুড়ো আঙুলের ছাপ (লেফট থাম্ব ইমপ্রেশন)। প্রথমে

 ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে

 সাবমিট করবেন। তারপর ফটো ও সিগনেচার আপলোড

 করবেন। 




##পরীক্ষা ফী --  ৭৫০ (তপশিলী ও প্রতিবন্ধীদের ফী

 লাগবে না) টাকা অনলাইনে জমা দিতে হবে। অনলাইনে

 টাকা জমা দিতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা,

 ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে। টাকা জমা দেওয়ার আগে

 অনলাইনে টাকা জমা দেওয়ার পর ই-রিসিপ্ট প্রিন্ট করে

 নেবেন।


___________________________________________________






সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পেতে নিচের লিংকে ক্লিক করুন--


https://worldsahityaadda.blogspot.com/2021/12/aiims-c-kalyani-aiims-recruitment-2022.html



_______________________________________________




সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পেতে নিচের লিঙ্কটি ক্লিক করুন---

Thursday, December 16, 2021

Merit cum Means Scholarship 2022 || Swami Vivekananda scholarship Form fill up || বিকাশ ভবন স্কলারশিপ 2022

 




##রাজ্যের স্কুল ও কলেজের পড়ুয়াদের পড়াশোনার

সুবিধার্থে স্কলারশিপ ঘোষণা রাজ্য সরকারের। wb 

swami vivekananda scholarship। পশ্চিমবঙ্গ 

সরকারের এই স্কলারশিপের (WB Scholarship) আর 

এক নাম হল বিকাশ ভবন স্কলারশিপ। মাধ্যমিক, 

উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী 

ক্লাসে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁরা এই স্কলারশিপে 

আবেদন করতে পারেন। পেতে পারেন ১০০০ টাকা 

থেকে ৫০০০ টাকা পর্যন্ত।

প্রতিবারই এই স্কলারশিপ পেয়ে থাকে স্কুল কলেজের 

ছাত্র- ছাত্রীরা। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন করা যাবে।




কারা পাবেন এই স্কলারশিপ ?


 এই স্কলারশিপ পেতে হলে আগে মাধ্যমিক, উচ্চ 

মাধ্যমিক থেকে শুরু করে যে কোনও পরীক্ষায় ৭৫ 

শতাংশ নম্বর পেলে এই বৃত্তির জন্য আবেদন করা যেত। 

এ বার থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই পাওয়া যাবে এই 

বৃত্তি। স্নাতকোত্তর শ্রেণীর জন্য ৫৩% নম্বর পেলেই এই 

বৃত্তি পেতে পারেন। 



মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ 

করে পরবর্তী ক্লাসে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁরা এই 

স্কলারশিপে আবেদন করতে পারেন। তাহলে ১০০০ 

টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

যেমন, উচ্চমাধ্যমিকে ভর্তি হয়ে থাকলে মাধ্যমিকে ৬০ 

শতাংশ নম্বর থাকতে হবে। স্নাতক স্তরে (অনার্স/নার্সিং/ 

প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা) ভর্তি হয়ে 

থাকলে উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পাওয়া 

প্রয়োজন। পোস্ট গ্র্যাজুয়েশন যাঁরা ভর্তি হয়েছেন 

তাঁদের গ্র্যাজুয়েশনে ৫৩ শতাংশ নম্বর থাকতে হবে।

এছাড়া আবেদনকারীকে রাজ্যের বাসিন্দা হতে হবে।

এছাড়াও আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 

আড়াই লক্ষ টাকার কম হতে হবে।


 
 

কীভাবে আবেদন করবেন ?



আবেদন করতে হবে অনলাইনে--


এই ওয়েবসাইটে সরাসরি আবেদন করতে পারবেন।
 



স্কলারশিপ পেতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা আবেদন করার 

সময় যে কোর্সের জন্য স্কলারশিপ চাইছেন তা বেছে 

নিতে পারবেন। আবেদন করার সময় জন্মের শংসাপত্র, 

পরীক্ষার অ্যাডমিট, আধার কার্ড এবং মার্কশিটের  

স্ক্যান কপি দিতে হবে। সেই সাথে পারিবারিক আয়ের 

শংসাপত্র দিতে হবে। স্কলারশিপ পাওয়ার যোগ্য হলে 

তার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

 ___________________________________________





 
 সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--




________________________________________________



সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন ---

Wednesday, December 15, 2021

কল্যানী AIIMS এ গ্রুপ- c পদে নিয়োগ || Kalyani AIIMS Recruitment 2022 group-c post


 


##রাজ্যের চাকরির নতুন নিয়োগ। পশ্চিমবঙ্গের নদীয়া

জেলার কল্যানীতে AIIMS এ বিভিন্ন গ্রুপ-সি কর্মী 

নিয়োগ করা হবে। বেসিল (BECIL) সংস্থা এই নিয়োগের 

অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । অনলাইনে 

আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এই নিয়োগ 

বিষয়ক সমস্ত তথ্য নীচে দেওয়া হল।


নোটিশ ফাইল নম্বরঃ  BECIL/HR/AIIMS-Kalyani/Advt.2021/97



যেসমস্ত পদে নিয়োগ হবেঃ

(1) স্টোর কিপার কাম ক্লার্ক (Store Keeper Cum Clerk)।

(2)ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator-DEO)।   

(3) ফার্মাসিস্ট (Pharmacist)।


(4) ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)।

(5) মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান (Medical Record Technician)।

(6) গ্যাস স্টিওয়ার্ড (Gas Steward)।

(7) লাইব্রেরিয়ান গ্রেড-III (Librarian Grade-III)



শিক্ষাগত যোগ্যতা, শুন্যপদ, বেতনঃ


(1) পদের নাম- স্টোর কিপার কাম ক্লার্ক


বেতন- প্রতি মাসে 23,100 টাকা 


বয়সসীমা-  ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 


শিক্ষাগত যোগ্যতা- যেকোনো ইউনিভার্সিটি থেকে

গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং এক বছরের

হ্যান্ডলিং কাজের অভিজ্ঞতা। 

শুন্যপদ- 3 টি 




(2) পদের নাম- ফার্মাসিস্ট

বেতন- প্রতি মাসে 26,100 টাকা

বয়সসীমা- ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 


 
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান

থেকে ফার্মেসিতে ডিপ্লোমা করা থাকতে হবে। 

শুন্যপদ- 2 টি


(3) পদের নাম- ডাটা এনট্রি অপারেটর

বেতন- প্রতি মাসে 24,800 টাকা 

বয়সসীমা- ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং

কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করতে 

পারতে হবে। 

শুন্যপদ- 36 টি


(4) পদের নাম- গ্যাস স্টিওয়ার্ড

বেতন- প্রতি মাসে 26,100 টাকা

বয়সসীমা- ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান এর বিষয় নিয়ে

উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে ২০০ বেডের

হাসপাতালে গ্যাস পাইপ লাইন সিস্টেমে সাত বছরের 

কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 1 টি



(5) পদের নাম- মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান

বেতন- প্রতি মাসে 24,800 টাকা

বয়সসীমা-  ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 


শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে নিয়ে উচ্চমাধ্যমিক 

পাশ হতে হবে। মেডিক্যাল রেকর্ডস এর সার্টিফিকেট 

থাকতে হবে। 

শুন্যপদ- 2 টি



(6) পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান

বেতন- প্রতি মাসে 26,100 টাকা

বয়সসীমা- ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো ইউনিভার্সিটি থেকে
 
বিজ্ঞানের বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে অথবা 

বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, 

স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি 

টেকনিক্স এর ডিপ্লোমা করা থাকতে হবে। সেইসাথে 

মেডিক্যাল ল্যাবরেটরির এক বছরের কাজের 

অভিজ্ঞতা।

শুন্যপদ- 33 টি



(7) পদের নাম- লাইব্রেরিয়ান গ্রেড-III

বেতন- প্রতি মাসে 43,900 টাকা

বয়সসীমা- ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো ইউনিভার্সিটি থেকে B.Sc. ডিগ্রি করা থাকতে হবে। লাইব্রেরি সায়েন্স বিষয়ে 

ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে। 

শুন্যপদ- 3 টি


 
মোট শুন্যপদঃ ৮০ টি 



আবেদন প্রক্রিয়াঃ-

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বেসিল (BECIL) সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (www.becil.com) থেকে। 



আবেদন ফিঃ-

>General- Rs.750/- 
>OBC- Rs.750/-
>SC/ST- Rs.450/-
>Ex-Serviceman- Rs.750/-
>Women- Rs.750/-
>EWS/PH- Rs.450/-



আবেদনের তারিখঃ-

আবেদন শুরু--   09.12.2021
আবেদন শেষ তারিখ-- 18.12.2021


____________________________________________





সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--

Tuesday, December 14, 2021

রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ || কয়েক হাজার নতুন আশা কর্মী নিয়োগ || asha karmi recruitment 2022




##রাজ্যের মহিলাদের জন্য একটা বড় সুখবর রাজ্যের প্রতিটি জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ হতে চলেছে প্রায় 13 হাজার, মুখ্যমন্ত্রীর নিজে ঘোষণা করেছেন বর্তমানে দুটি ব্লকে আশা কর্মী নিয়োগ হতে চলেছে যার বিবরণ নিচে দেয়া হল।


মোট শূন্যপদ--- ১২ টি।



শিক্ষাগত যোগ্যতা--- মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ

 ব্যক্তি আবেদন করতে পারেন। আবার উচ্চতর যোগ্যতার

 ব্যক্তিরাও আবেদন করতে পারবেন তবে মাধ্যমিকের

 প্রাপ্ত নম্বর দেখে বিবেচনা করা হবে। 


বয়স--- বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে

 সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।

 01/01/ 2021 তারিখ হিসেবে বয়স গুনতে হবে।


আবেদন পদ্ধতি--- অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ

 করে সঙ্গে সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে BDO অফিসে

 জমা করতে হবে আবার ডাকযোগে পাঠাতে পারেন।


কি কি ডকুমেন্ট লাগবে---


1) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।


2) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র রেশন কার্ড ভোটার কার্ড।


3) বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের এডমিট কার্ড)।


4) বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেট সার্টিফিকেট।


5) বিবাহিতদের ম্যারেজ সার্টিফিকেট।


6) ডিভোর্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট।


8) দুটি পাসপোর্ট ছবি।


আবেদনের শেষ তারিখ--- 24/12/2021 বিকেল ৫টা পর্যন্ত।


নিয়োগের স্থান--- পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লক

 (মোট শূন্যপদ ৬টি) ও সুতাহাটা ব্লক (মোট শূন্যপদ ৬টি)

 এলাকায় নিয়োগ হবে । প্রার্থী যে গ্রামে আশা কর্মী পদে

 নিয়োগের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই

 সেখানকার বাসিন্দা হতে হবে।



**এগরা-১ ব্লক এর ফর্ম ডাউনলোড করুন এই লিংক টি ক্লিক করুন-- 

https://drive.google.com/file/d/1vVCsca6SKvIHuOWn_xDtHHZW_q4iEb7O/view?usp=drivesdk



**সুতাহাটা ব্লক এর ফর্ম ডাউনলোড করুন এই লিংক টি ক্লিক করুন- 

https://drive.google.com/file/d/1vZpeBc3kQDiBuuvdGJViqCNj8PnA4CI6/view?usp=drivesdk