Saturday, February 19, 2022

২৭ তম সংখ্যার সূচিপত্র (৪০জন)


                          অঙ্কন শিল্পী- মৌসুমী চন্দ্র



সম্পূর্ণ সূচিপত্র:





বাংলা কবিতা ও ছড়া---


তৈমুর খান, মহীতোষ গায়েন, অরবিন্দ সরকার, সুব্রত মিত্র, দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ, রানা জামান, সত্যেন্দ্রনাথ পাইন, রবীন বসু, রথীন পার্থ মণ্ডল, আশীষ কুন্ডু, নীতা কবি মুখার্জী, মঞ্জুলা বর, চাতক পাখি, সত্যেন্দ্রনাথ পাইন, সামসুজ জামান, রঞ্জিত মল্লিক, অশেষ গাঙ্গুলী, জয়িতা চট্টোপাধ্যায়, উদয়ন চক্রবর্তী, শ্যামল চক্রবর্ত্তী, রানু রায়, বন্দনা বিশ্বাস, দিলীপ কুমার মধু, চিরঞ্জিত ভাণ্ডারী,

আব্দুস সাত্তার বিশ্বাস।

 

 


বাংলা গল্প---


সিদ্ধার্থ সিংহ, ড: রমলা মুখার্জী, রঞ্জিত মল্লিক।



 


বাংলা গদ্য তথা রম্য রচনা---


সত্যেন্দ্রনাথ পাইন, সামসুজ জামান।




 


Composition---


Kunal Roy


 


Poem---


Pavel Rahman.



 


Photography---


Amit pal, Nilanjan de, Sohini Shabnam, Dr Atef kheir, Moushumi chandra.



_______________________________________


বিজ্ঞাপন-




Thursday, February 17, 2022

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ || Punjab National Bank Recruitment 2022 || www.pnbindia.in

 


পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পার্টটাইম সুইপার নিয়োগ:---

----------------------------------------------


পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কলকাতার উত্তর সার্কেলে পার্টটাইম সুইপার পদে 28 জন কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কড়াকড়ি নেই। মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন।


এমনকি নিরক্ষর প্রার্থীরাও আবেদনের যোগ্য।

বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে ০১.০১.২০২২ এর হিসেবে।

তপশিলি জাতির প্রার্থীরা পাঁচ বছরের আর ওবিসিরা তিন বছরের বয়সের ছাড় পাবেন।


মূল বেতন 14500 টাকা -- 28145 টাকা । এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। হাওড়া ও কলকাতার স্থায়ী বাসিন্দা   হতেহবে প্রার্থীদের।


মোট শূন্যপদ 28 টির মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য বারোটি, তপশিলি জাতির প্রার্থীদের জন্য 6টি,তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য একটি, ওবিসি প্রার্থীদের জন্য 6টি,ইডব্লুএস প্রার্থীদের জন্য তিনটি পদ।


প্রাথমিকভাবে দরখাস্ত বাছাইয়ে মনোনীত হলে প্রার্থীদের জানানো হবে। প্রার্থী বাছাইয়ের জন্য কোন ইন্টারভিউ হবে না, লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নিরিখে ও বয়স দেখে প্রার্থী বাছাই হবে।


প্রার্থীদের দরখাস্ত করতে হবে সাদা কাগজে ।অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।

www.pnbindia.in


আবেদনকারীরা দরখাস্তের সাথে দেবেন বয়স , শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল।


স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল , প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যয়িত নকল, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড থেকে থাকলে তার  প্রত্যয়িত নকল, এখনকার তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো দরখাস্তের সাথে নির্দিষ্ট জায়গায় জুড়ে দেবেন, নিজের নাম ঠিকানা লেখা ডাকটিকিট সাটা একটি খাম দরখাস্তের সাথে জুড়ে দেবেন।


________________________________________________


বিজ্ঞাপন-




Wednesday, February 16, 2022

ছানার ভালনা রেসিপি || Chanar dalna Recipe by by Saptatirtha Mondal || cooking || রান্নার রেসিপি || Bengali cooking Recipes


 

**ছানার ভালনা রেসিপি:




উপকরণ : দেড় কেজি দুধ, ছানা কাটা পাওডার কিংবা লেবু সামান্য একটু নুন, চিনি এবং হাফ চা চামচ বেকিং পাউডার, সিদ্ধ করে রাখা কয়েকটি আলু, আদা- জিরে বাটা এলাচ, দারচিনি,লবঙ্গ এবং কোঁচানো টমেটো আর কাঁচা লঙ্কা, খাঁটি ঘি।


 প্রস্তুতি : প্রথমে দেড় কেজি দুধ ভালো করে ফুটিয়ে নেবো, ফোটানো দুধের মধ্যে কিছু পরিমাণ ছানা কাটা পাওডার কিংবা পাতি লেবু দিয়ে ছানা কেটে নেবো।  ছানা কাটা হয়ে গেলে সেই ছানার জল ভালো করে ঝড়িয়ে শুকনো করে নেবো।   তারপর তার মধ্যে 1 চামচ চিনি এবং হাফ চামচ নুন এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে সেটিকে আলতো হাতে ভালো করে মেখে নেব। (অবশ্যই চিনি দেওয়াটা নিজের টেস্ট অনুযায়ী  ডিপেন্ড করে।) ছানা মাখা হয়ে গেলে একটি চওড়া  থালায় মাখা ছানাটি নিয়ে একটি বড় সাইজের বল তৈরি করে নেব এবং সেটিকে হাতের সাহায্যে ভালো করে চ্যাপ্টা করে একটি ছুরি দিয়ে প্রত্যেক টা  চৌকো আকারে পিস পিস করে কেটে নেব।


  রন্ধনপ্রণালী : একটা কড়াইয়ে বেশ কিছু পরিমাণ তেল গরম হতে দেবো। তেল গরম হয়ে এলে তার মধ্যে পিস করা ছানা গুলি হালকা আঁচে ভেজে তুলে নেবো। ভাজার সময় অবশ্যই আপনারা কিছু পরিমাণ নুন দিতে পারেন তবে স্বাদমতো। এরপর সেই তেলেই ফোড়ন হিসাবে দু'টো দারচিনি, লবঙ্গ এবং একটা এলাচ গুঁড়ো  করে দিয়ে দেব। এরপর তাতে মিশিয়ে দেব আদা জিরে বাটা এবং টমেটো কুচি। যে মশলা হবে সেটা খুব ভাল করে কষিয়ে নেবো। মসলা কষানো হয়ে গেলে পরে ভেজে রাখা ছানা এবং আগে থেকে সেদ্ধ করে রাখা আলু কড়াইয়ে দিয়ে দেবো। আলু এবং ছানা ভাজার মধ্যে মসলা ভালো করে মাখানো হয়ে গেলে তাতে আমরা কিছুটা জল দিয়ে দেবো। এরপরে আমরা যে জিনিসটি এতে অ্যাড করব সেটি হল খাঁটি ঘি এই ঘি আমাদের ছানার দালার জন্য অনবদ্য খাদ্যের গুনাগুন এবং টেস্ট দুটোই বহুগুণে বাড়িয়ে দেয়।


 এবারে  আমরা স্বাদমতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো।   আমাদের রান্না প্রায় শেষের দিকে চার থেকে ছটা কাঁচালঙ্কা চিরে রান্নায় দিয়ে দেবো।এরপরে আমরা  কড়াই এর মধ্যে একটা পাত্র ঢাকা দিয়ে সেটিকে ফুল ফ্লেমে ফুটিয়ে নেব।  আমাদের ছানার ডালনা রেডি। নিরামিষ রান্না হিসেবে আমরা এটি কে গরম ভাত কিংবা পরোটার সাথেও ভালোভাবে পরিবেশন করতে পারি।

_________________________________________________

বিজ্ঞাপন-



Monday, February 14, 2022

পশ্চিমবঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর কর্মী নিয়োগ || পূর্ব বর্ধমান জেলায় বেঞ্চ ক্লার্ক এ নিয়োগ || WB government jobs news


 

পশ্চিমবঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর কর্মী নিয়োগ:




পশ্চিমবঙ্গে 'বেঞ্চ ক্লার্ক' পদে নারী ও শিশু উন্নয়ন এবং সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অধীনে কর্মী নিয়োগ হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার চালনায় ক্ষেত্রে  যথেষ্ট জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২১থেকে ৪০বছরের মধ্যে ০১.০১.২০২২ তারিখ অনুসারে।

চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। শূন্যপদ একটি। তবে চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও কাজের সময়সীমা বাড়ানো হতে পারে।


নিয়োগের স্থল পূর্ব বর্ধমান জেলা।


চাকরিপ্রার্থীদের ৮০ নাম্বারের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার টেস্ট 10 নম্বরের নেয়া হবে এবং ইন্টারভিউ 10 নম্বরের মোট 100 নম্বরের একটি চাকরি পরীক্ষা নেওয়া হবে। অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে।


আবেদনকারীরা অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবে। অফিশিয়াল ওয়েবসাইটে যেটা দেওয়া আছে তার ডাউনলোড করতে হবে তারপর নোটিশের 4 নাম্বার পেইজে দেওয়া আবেদন করার ফরম টি এ ফোর সাইজের পেজে প্রিন্ট করতে হবে এবং তা সঠিকভাবে পূরণ করতে হবে।


এরপর পূরণ করা আবেদন পত্র এবং সমস্ত গুরুত্বপূর্ণ দরকারি নথিপত্র গুলি স্ক্যান করে নিয়ে একটি পিডিএফ ফাইল বানাতে হবে। তারপর ওই পিডিএফটি কে 

 jjbpbdnrecruitment22@gmail.com এই ইমেইলে পাঠাতে হবে।


আবেদনের শেষ তারিখ 15 ফেব্রুয়ারি 2022


Official website link-

https://purbabardhaman.nic.in/bn/


ফর্ম সহ নোটিশ টি ডাউনলোড করতে নিচের লিঙ্ক টি ক্লিক করুন--


https://cdn.s3waas.gov.in/s3cf67355a3333e6e143439161adc2d82e/uploads/2022/01/2022013164.pdf



________________________________________________

বিজ্ঞাপন-



Sunday, February 13, 2022

স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিতে কর্মী নিয়োগ || State Urban Development Agency Recruitment 2022


 

স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিতে কর্মী নিয়োগ--




রাজ্যে ট্রপিক্যাল মেডিসিনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগ করা হবে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। রিসার্চ' অ্যাসিস্ট্যান্ট, ইনসেক্ট কালেক্টর এই সমস্ত পদে নিয়োগ করা হবে।


রির্সাচ অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে যে কোন ইউনিভার্সিটি থেকে প্রাণিবিদ্যা বা এই সম্পর্কিত কোন বিষয় নিয়ে এম .এস .সি তে ফার্স্ট ক্লাস  পেতে  হবে । তার সাথে এক বছরের গবেষণা করার অভিজ্ঞতা থাকতে হবে।


মাসিক বেতন 30000 টাকা শূন্যপদ একটি।


ইনসেট কালেক্টর পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে বি.এস.সি পাশ হতে হবে। শূন্যপদ একটি। মাসিক বেতন 15000 টাকা।

চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।


আবেদন করতে হবে অফলাইনে, ফর্ম ফিলাপ করে তা ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা টি হল --

ডাইরেক্টর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা, 108, সি আর এভিনিউ, কলকাতা  700073


আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 15 ই ফেব্রুয়ারি 2022



প্রার্থীদের প্রথমে অফিশিয়াল নোটিশের তিন নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া আছে। সেটি এ ফোর পেজে প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্ম ফিলাপ করা হয়ে গেলে তার সাথে দরকারি নথিপত্র জেরক্স করে জুড়ে দিয়ে একটি খামে ভোরে ডাকযোগে পাঠাতে হবে।

________________________________________________


বিজ্ঞাপন-



Thursday, February 10, 2022

বনদপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে || পশ্চিমবঙ্গে বনদপ্তেরে নতুন নিয়োগ || IFS Recruitment 2022 || WB Forest guard Recruitment 2022


 

** বনদপ্তরে কর্মী নিয়োগ**


ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে বনদপ্তর এ কর্মী নিয়োগ হবে। কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে চাকরি এটি। যে কোন ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারবেন।

শর্তসাপেক্ষে নেপাল ও ভুটানের বাসিন্দারা এই পদে আবেদন করতে পারবেন।

এই পদে মোট শূন্যপদ--১৫১ টি।



এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা (SC/ST/OBC) সরকারি নিয়ম অনুসারে বয়স সীমায় ছাড় পাবেন।


নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে যেকোনো একটি বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি এগ্রিকালচার ,ফরেস্ট্রি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে। বিষয় গুলি হল--botany, physics, mathematics, chemistry, geology , zoology, statistics, animal husbandry and veterinary science


অফিসিয়াল ওয়েবসাইট লিংক--

https://upsconline.nic.in/mainmenu2.php



অনলাইনে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। ইউনিয়ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীদের প্রথমেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 22 শে ফেব্রুয়ারি 2022


প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে  

তারপর মেন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।

তপশিলি জাতি, উপজাতি ,মহিলা প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী বাদে অন্যান্যদের ক্ষেত্রে  আবেদন  ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে।

পশ্চিমবঙ্গের কলকাতাতেও পরীক্ষা কেন্দ্র আছে।


_________________________________________________




Wednesday, February 9, 2022

ছানার নিমকি রেসিপি || ছানার নিমকি কীভাবে বানাবেন || Chanar Nimki Recipe || Chanar Nimki Recipe made by Saptatirtha Mondal || cooking || রান্নার রেসিপি || Bengali cooking Recipes


 


বিভাগ- রান্না টাও শিল্প



**ছানার নিমকি রেসিপি



উপকরণ : 1 লিটার দুধ চিনি, ময়দা, নুন এবং সুজি, আর সাদা তেল.

 


  রান্নার প্রণালী : 1 লিটার মতন দুধ নিয়ে তাতে প্রথমে লেবু অথবা ছানা কাটা পাওডার দিয়ে দুধ ছানা কেটে নিতে হবে।


 ছানা কাটা হয়ে গেলে খুব ভাল করে জল ঝরিয়ে নিতে হবে এবং  হাতে করে চেপে কিছুটা শুকনো করে নিতে হবে।


 এরপর একটি পাত্রে  হাফ কাপ পরিমাণ সুজি এবং এক কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার এবং এক চামচ চিনি ও কিছু পরিমাণ নুন   মিশিয়ে নিতে হবে।


 শুকনো উপকরণ গুলি ভালো করে মেশান হয়ে গেলে তারপর জল ঝড়িয়ে রাখা ছানাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে।


 পরবর্তী ধাপে আমরা কড়াইয়ে তেল গরম করতে দেব এবং  তেল গরম হয়ে গেলে সেই তেলের কিছু পরিমাণ তুলে নিয়ে ভালো করে ময়ান দিতে হবে।

 এরপর বেলুন চাকতির সাহায্যে পরোটার মতো করে বেলে একটি ছুঁড়ি দিয়ে নিমকি আকারে কেটে নিতে হবে।

  নিমকি আকারে কাটা হয়ে গেলে ছোট ছোট  টুকরোগুলি আমরা গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ধীরে-ধীরে  ভাজবো।


  ভাজা হয়ে গেলে লালচে রঙ বা বাদামি বর্ণ ধারণ করলে সেটি একটি পাত্রে আমরা তুলে নেব।

 আমাদের বিকেলের জল খাবার রেডি যা আমরা চা বা কফির সাথে পরিবেশন করতে পারি।



হেলথ টিপস: পুরুষের সুস্থতা, তারুণ্য আর বয়স লুকাতে কিছু খাবার খেতে পারেন।


  কিছু খাবারে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টে ভরপুর। এ ছাড়া তারুণ্য ধরে রাখতে ওমেগা-৩ ফ্যাট, লাইকোপেন, ভিটামিন-‘সি’ নিয়মিত খাদ্য তালিকায় রাখা জরুরি।তারুণ্য ধরে রাখতে গ্রিন টি বা সবুজ চায়ের কদর দিন দিন বাড়ছে। সবুজ চায়ে রয়েছে একাধিক পুষ্টি উপাদান ও খনিজ পদার্থ।  


সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন বাদাম খেতে পারেন। বাদমে দরকারি ভিটামিন ও পুষ্টি আছে।


দইয়ে থাকা ব্যাকটেরিয়া শরীরের জন্য বেশ উপকারী এবং বয়সের কারণে হওয়া রোগগুলো প্রতিরোধে দই বিশেষভাবে কাজ করে।


ক্ষতিকর বিষাক্ত পদার্থ থেকে টমেটো শরীরকে সুরক্ষা দেয়। টমেটো ত্বকে কোলাজেন তৈরি করে এবং ত্বকে প্রোটিনের সরবরাহ বজায় রাখে।


________________________________________________



Tuesday, February 8, 2022

স্কুলে শিক্ষকও শিক্ষাকর্মী নিয়োগ || Teacher Recruitment 2022 || Ssc recruitment 2022 || রাজ্যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ


 

 ##স্কুলে শিক্ষকও শিক্ষাকর্মী নিয়োগ



যে কোন ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলায় চাকরি প্রার্থীরা ক্লার্ক ,গ্রুপ-ডি সহ বিভিন্ন ননটিচি়ং ও শিক্ষক পদে আবেদন করতে পারবেন।


 টিজিটি শিক্ষক পদে ইংরেজি ,গনিত, হিন্দি, সংস্কৃত কম্পিউটার প্রভৃত্তি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।


এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে 50 শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট পাশ হতে হবে। তার সাথে প্রার্থীকে সি টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


পিআরটি (প্রাইমারি) শূন্যপদ একটি। এই পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই 50 শতাংশ নম্বর সহ গ্রাজুয়েট পাস হতে হবে আর তার সাথে দু'বছরের ডি. এল.ইডি  ট্রেনিং থাকতে হবে।



ক্লার্ক পদে আবেদনের জন্য প্রার্থীদের গ্রাজুয়েট পাস হতে হবে। এবং কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে। ক্লার্ক পদে শূন্য পদ হল একটি।


##জলপাইগুড়ি জেলার আর্মি পাবলিক স্কুলে শিক্ষকও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে।


কাউন্সিলর পদের জন্য প্রার্থীকে অবশ্যই সাইকোলজি বিষয় নিয়ে গ্রাজুয়েট পাস হতে হবে। তার সাথে কাউন্সেলিং বিষয়ে দু বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এছাড়াও ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তবেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। কাউন্সিলর পদে শূন্যপদ হল একটি।


এছাড়াও অন্যান্য  পিওন, আয়া ,সুইপার, মালি ,ওয়াচম্যান, ড্রাইভার প্রভৃত্তি পদে নিয়োগ করা হবে। এই পদগুলির শিক্ষাগত যোগ্যতা এখনো অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। পিওন পদে শূন্য পদ হল একটি, ওয়াচম্যান পদের শূন্যপদ হল একটি, মালি পদে শূন্যপদ হল একটি, সুইপার পদে শূন্য পদ হল দুটি, ড্রাইভার পদে শূন্যপদ হল দুটি।


প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে ইমেইলের মাধ্যমে আবেদনপত্রটি জমা করতে হবে 

apsbagrakote@awesindia.edu.in এই মেইলে।


আবেদনপত্রের সাথে আবেদন ফি হিসেবে 100 টাকার ডিমান্ড ড্রাফ্ট জমা দিতে হবে । আবেদনের শেষ তারিখ 8ই ফেব্রুয়ারি 2022


__________________________________________________

__________________________________________________


_______________________________________________





পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য ও সাহিত্যরস পিপাসু পাঠক-পাঠিকাদের জন্য রচিত লোকসাহিত্য বিষয়ক নির্ভরযোগ্য গ্রন্থ----------


'লোকসাহিত্যের স্বরূপ ও বাংলার লোকসংস্কৃতি চর্চা' -----

সংকলন ও সম্পাদনা ---- বরুণ রায়


বইটির প্রাপ্তিস্থান:---

বুড়োরাজ পুস্তকালয় , বর্ধমান

অনলাইনেও বইটি সংগ্রহ করতে পারেন।

মো-8167426365

_______________________________________________

Monday, February 7, 2022

Photography || Nilanjan de


 

Photography || Sohini Shabnam


 

রম্যরচনা || একান্নবর্তী নাকি অনু পরিবার || সত্যেন্দ্রনাথ পাইন

 একান্নবর্তী নাকি অনু পরিবার



   

      পরিবার যদি যৌথ হয় অনেক কিছুই সহজলভ্য হয়। তাতে হয়তো কাউকে সামান্য আত্মকেন্দ্রিকতাকে বিসর্জন দিতে হয় কিন্তু লাভ হয় মানসিকতার এবং অনেক যৌথ প্রকল্পের। 

   অনু পরিবারে যেটা কখনোই সম্ভব নয়। ফলে অনু পরিবারের মানুষদের সন্তানেরা বেশি মাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। নিজের স্বার্থ সিদ্ধি করতে পারে সহজেই-- অন্যজনের তাতে কতটা ক্ষতি হলো তাদের কিছু যায় আসে না। 

ভীষণভাবে স্বার্থপর জীবন যাপন করতে ব্যস্ত হয়ে পড়ে। বাবা মা জীবিত থাকলে তাদেরকে বোঝা মনে করে সবকিছুই ব্যাঙ্কের দোরগোড়ায় জমা দিয়ে বাবা মাকে ঠকিয়ে কাজ হাসিল করতে চায়। কতটা সম্পত্তি তার হিসাব করে নিজের দখলে আনতে বাবা মাকে নির্বিচারে মানসিক চাপ দিতে ব্যস্ত হয়।। এরা অবশ্যই বেশিরভাগই "শিক্ষিত সম্প্রদায়ের। যার জন্যে বাবা মা অনেক জটিল পরিস্থিতিতেও তাকে শিক্ষিত করলো তার হিসেব না রেখে বাবা মাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত ঠেলে দিতেও কুণ্ঠা করেনা বরং আনন্দই পায়। এরা বর্তমানে সামাজিক স্বীকৃতি পেয়ে বড় লিডার ( নেতা) সেজে বুক চিতিয়ে ঘুরে বেড়ায়। বাবা বা মা কী খেল এবং আদৌ খেল কিনা তাদের খবর নেবার সময়ই হয় না তাদের। অনেক বিদ্বজ্জন অবশ্য বলেন তারাও পরবর্তী জীবনে একই জ্বালা যন্ত্রনা ভোগ করবে। এব্যাপারে আমার ব্যক্তিগত মত হলো কাউকে শাস্তি দিতে কানমূলে দিলে সেই ব্যক্তি যদি অন্যজনের কানের দেয় সেটা কি প্রথমজন বুঝতে পারলো কানমূলে দেবার যন্ত্রনা বা জ্বালা! অতএব এ পরম্পরা না থাকাই ভালো। বরং ছেলে একান্নবর্তী থেকে অন্যান্য ফ্যামিলি মেম্বারের খেয়াল রাখুক; একান্নবর্তী হোক্। বর্তমানে দেখা যাচ্ছে পুত্র সন্তানের মোহে মানুষ কন্যা ভ্রুণ হত্যা করছে। কিন্তু ভেবে দেখুন--- মেয়েরা সম্পত্তির লোভে এতটা নৃশংস হয়না বোধহয়। 

    

 একান্নবর্তী পরিবারের সদস্যদের হাসি ঠাট্টা খুবই মজার বিষয় হয়ে আনন্দ বৃদ্ধি করে। তুচ্ছতাচ্ছিল্য করেনা কেউ কাউকেই। হ্যাঁ, একান্নবর্তী থাকার সুবাদে কেউ হয়তো শারীরিক ভাবে ততটা শ্রম দিতে পারে না। কিন্তু সেটাও ধর্তব্যের মধ্যে ধরা হয় না। দাদা দিদি কাকা কাকীমা, জ্যেঠা জ্যাঠাইমা, ঠাকুমা, দাদুর আদর থেকে বঞ্চিত হয় না বরং লাভবান হয়। সামান্য তম স্বার্থ বিসর্জন দিয়ে পরম প্রাপ্তি হয়। যৌথ পরিবার এখন যদিও দুঃস্বপ্নের -- তবুও ক্ষমতাহীন নয়। অনুসারে পরিবারের ঢেউ অবশ্যম্ভাবী ভাবে একদিন নষ্ট হবেই হবে। নদীর স্রোত বাধা পেলে যেমন সে গতিপথ খুঁজে আরও জোরালো হতে চায় তেমনি এই যুগের অনুসারে পরিবারের স্রোত গতি পথ বদলাবে -- এ ব্যাপারে আমি খুবই আশাবাদী।

রম্যরচনা || সংকল্প এবং আমরা || সামসুজ জামান

 সংকল্প এবং আমরা

                             




সেই ছোট্ট বেলায় স্কুলের প্রার্থনার সময় থেকে আমরা সংকল্প করার নামে এর এত অপব্যবহার করি যে শেষ পর্যন্ত সংকল্পের মাধুর্যতাই আর আমাদের আকৃষ্ট করেনা । শব্দটা এলোমেলো ব্যবহারে ক্লিষ্ট হয়ে বোধহয় তার ব্যঞ্জনাটুকুও হারিয়ে ফেলে। অথচ তা হওয়ার কথা নয়। মণিমাণিক্যের থেকেও দামী এই শব্দবন্ধ আমাদের শ্বাস-প্রশ্বাসের মতই অপরিহার্য হয়ে থাকার কথা। 

স্বামী বিবেকানন্দ এই সংকল্পের কথাটাই আমাদের মনে করিয়ে দিয়েছেন তাঁর বাণীর মাধ্যমে - "Arise! Awake! and stop not until the goal is reached ". স্বপ্নের বাস্তবতা প্রাপ্তি না হওয়া পর্যন্ত কোনক্রমেই না থামার এই ইঙ্গিত সংকল্পের আদর্শ পন্থা। মহাত্মা গান্ধী বলেছিলেন, না শুধু বলেননি, একেবারে জীবন দিয়ে করে দেখিয়েছিলেন যে “ আমাদের প্রত্যেকটি ছোট ছোট কাজের জন্যেও সংকল্প থাকা উচিত”। এই সংকল্প কি তিনি অন্য নামে বলেছেন-"করেঙ্গে ইয়া মরেঙ্গে"। ভারতবর্ষের নারী শক্তির প্রকৃত ধারাবাহিক প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী একেই অন্য ভাষায় বলেছেন -"কঠোর পরিশ্রমের কোন বিকল্প নাই"। "কথা কম, কাজ বেশি" এই মন্ত্রের মাধ্যমেও ইন্দিরা গান্ধী সেই সংকল্পের ই পুনর্ঘোষণা করেছেন। মুখ থেকে যে বাক্যটি নির্গত হয়েছে, যে কোন মূল্যে তাকে পরিপূরণ করতেই হবে এই ছিল তাঁর বাণী। কিন্তু সে কথার মর্যাদারক্ষার ভাবনা কি আমাদের মর্মেও স্থান পায়? প্রতিদিন তাই সংকল্প আর বিশ্বাসভঙ্গের হাজার হাজার ফুলঝুরি।  

সংকল্পরক্ষার আদর্শে আমার বাবা তাঁর নিজের কাকার জীবনাদর্শে দীক্ষিত ছিলেন। নিজের ছাত্রাবস্থাতে দেশমায়ের শৃঙ্খল মোচনের সংকল্পরক্ষায় বিদ্যাশিক্ষা বিসর্জন দিয়েও নিজের পথে অটুট ছিলেন এবং এর জন্যে তাঁকে মূল্যও কিছু কম চোকাতে হয়নি। কেস চালাতে বিক্রী হয়ে যাওয়া জমিজমার শোকে শিক্ষায় অনগ্রসর ঠাকুমা , বাবাকে চোর-ডাকাতের মতই দেখতেন। তবে বাবার সেই সংকল্পকে আমি শ্রদ্ধা করি। তাইতো কাউকে কথা দিলে কথার খেলাপ করতে মন ছিঁড়ে যায় আজও। এইজন্যেই শিক্ষকতার পেশা নিয়ে চেষ্টা করেছি সংকল্পে অটুট থাকার। এই সংকল্পের গুণেই ছাত্র-ছাত্রীদের মণিকোঠায় আজও এত সমাদর!! সংকল্প কথাটি বড় ছোট্ট কিন্তু তার ব্যঞ্জনা বড় সুদূরপ্রসারী।



গল্প || তৃতীয় নয়ন || ডঃ রমলা মুখার্জী

  তৃতীয় নয়ন

 



জন্মান্ধ অর্কর জন্যে ওর গরীব বাবা-মায়ের চিন্তার শেষ নেই। তাঁদের অবর্তমানে পরাধীন হয়ে অর্ককে জীবন কাটাতে হবে। হয় তো ভিক্ষা করেই খাবার জোটাতে হবে তাকে! 


অর্ক কিন্তু হারে না। বহু লড়াই করে, অন্ধবিদ‍্যালয়ে পড়াশোনা শিখে অবশেষে সে প্রতিবন্ধী কোটায় একটি স্কুলে চাকরি পায়। 

    নিজের পায়ে দাঁড়িয়ে তার মত অন্ধ গরীব বাচ্চাদেরও চোখে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আঁকার চেষ্টা করে চলে অর্ক অবিরত। বাড়িতে টেপ রেকর্ডার ও অন‍্যান‍্য শিক্ষণ-সহায়ক যন্ত্রপাতির সাহায্যে অন্ধ ও অন‍্যান‍্য পিছিয়ে পড়া গরীব ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে পড়ায় সে, আবৃত্তিও শেখায়।

      গ্রামের সবাই গর্ব করে অর্ককে নিয়ে। মায়েরা তাদের সন্তানদের অর্ককে উপমা দিয়ে বলে, "দেখ তোরা চোখ থাকতেও অন্ধ, আর অর্ককে দেখ মনের আলোয় ও সবকিছু কত বেশি দেখে।"

      অর্ক আবৃত্তিও করে ভারি চমৎকার! বিভিন্ন প্রতিযোগিতায় সে কিন্তু ছোট থেকেই আবৃত্তিতে প্রথম হয়ে আসছে। অর্কর বাবা বীরেণবাবু নাটকপাগল মানুষ, তিনি ছোট থেকেই ছেলেকে বহু কবির কবিতার ক‍্যাসেট নাটকের দল থেকে এনে তাঁর ছোট্ট টেপ রেকর্ডারে ছেলেকে শোনাতেন। অসম্ভব শ্রুতিধর অর্ক সেগুলি শুনে শুনেই মুখস্হ করে ফেলত। বীরেণবাবু ছেলেকে আবৃত্তিগুলি সুন্দর করে শিখিয়ে দিতেন। নাটক নাটক করে বীরেণবাবু কোনদিন কোন চাকরিতে যোগদান করেন নি। ফলে বৃদ্ধ বয়সে এখন তিনি প্রায় কপর্দকশূন‍্য।


     বৃদ্ধ বাবা-মাকেও অর্ক মাথায় করে রেখেছে। অর্কের ছোট্ট সুন্দর বাড়িতে অর্কের ছেলে বুম্বাকে নিয়ে অর্কের বাবা-মায়ের শেষ জীবনটা পরম প্রশান্তিতে ভরে উঠেছে। বুম্বা ও পাড়ার আরও কয়েকটি কচি-কাঁচাকে নিয়ে বীরেণবাবু ইদানীং একটি শিশু-নাট‍্য দল "ক্ষুদে পালোয়ান" গড়ে তুলেছেন। টিভি, রেডিও, বিভিন্ন জনবহুল জায়গায় তারা ছোটদের উপযোগী নানা শিক্ষামূলক নাটিকা প্রদর্শন করে।  

  অন্ধ বলে অর্কের স্ত্রী সুতপার মনেও প্রথমে একটা কিন্তু ছিল। গরীবের মেয়ে সুতপা, চার বোন তারা, সুতপাই সবার বড়। তার বাবা যখন দাবীহীন অন্ধ সুউপায়ী পাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক করলেন উপায়ান্তর না দেখেই বিয়েতে মত দিয়েছিল সুতপা। এখন কিন্তু সুতপার অর্ককে পেয়ে নিজেকে খুব ভাগ‍্যবতী মনে হয়। দৃষ্টি না থাকলে কি হবে তৃতীয় নয়নের আলোয় অর্ক যে একজন মহামানব!