Friday, May 3, 2024

হাইফেন - গোবিন্দ মোদক || Hifen - Gobinda modak || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 হাইফেন!

গোবিন্দ মোদক



প্রেম ও ভালোবাসার মধ্যে কতোটুকু দূরত্ব থাকলে 


সম্পর্কের রসায়নে বালি চিকচিক করে, 


তার কোনও সর্বজনগ্রাহ্য হিসাব হয় না।


তবুও যখন ফুলদানির বাসিফুল পরিবর্তনের অছিলায় 


ঘরে নিয়ে আসা হয় কৃত্রিম ফুলসম্ভার,


তখন কাঁটার আঁচড়ের গায়েও অভিমান জাগে,


আর তাজা ফুল শুকিয়ে যাবার অবকাশে 


তৈরি হয় যোজন-দূরত্ব ....!


তখন নৈঃশব্দের প্রহর শুধু মালা জপে যায় —


এক .... দুই .... তিন .... চার ….


শত .... সহস্র .... অযুত .... নিযুত বার ....;


সম্পর্কের ফাটল ক্রমশ: বলশালী হতে থাকে 


সময়ের সঙ্গে সঙ্গে।


অথচ হে প্রেমের ঈশ্বর!


তুমি রচনা করেছো সমূহ সম্ভাবনা 


যেখানে প্রেম-ভালোবাসার মধ্যে


চিরকাল অবস্থান করে অনিবার্য একটি হাইফেন!

অনন্ত - পূর্বিতা পুরকায়স্থ || Ononta - Purbita Purakaystha || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

   অনন্ত

          পূর্বিতা পুরকায়স্থ


পূর্ণিমার চাঁদ দেখে

জীবনের ঢেউ । আমি দেখি,

ঢেউ মেশে সাগরের জলে ।

এক একটা ঢেউ যেন এক একটা জীবন।

হর্ষ বিষাদ, সুখ দুঃখের নুন ছড়িয়ে

পাড়ি দেয় অনন্তের দিকে।

জল শেখায় কি করে 

ব্যক্তি থেকে নৈর্ব্যক্তিক হতে হয়। কি করে

মাটী থেকে আকাশ।

জীবন চলে মহাজীবনের দিকে।

নববর্ষের সূর্য - তপন মাইতি || Noboborser Surya - Tapan maiti || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 নববর্ষের সূর্য 

      তপন মাইতি


জীর্ণ পাতা ঝরিয়ে উঁকি দেবে কিশলয় 

নিশুতি রাতের পর যেমন আসে কাঙ্খিত ভোর 

হাত পাখায় সামলাচ্ছে না লোডশেডিংএর অস্বস্তি...

দরদর ঘামে ডুবে যাচ্ছে চোখ মুখে গাল চুল শরীর।

কতরকম ব্যঞ্জন রেঁধেছে মা, বাবার ছুটি...

নীম-হলুদ-তেল গায়ে জেল্লা বাড়ায় ভীষণ 

পুদিনা মেহেন্দি সজীব হচ্ছে নতুন ভাবে 

স্বপ্নের বিনুনি বাঁধছে লক্ষ্যবস্তুর আখরে।

রীতিমত ঈশান কোণে আগুন জ্বালালো কে...

লাল সাদা শাড়িতে আলতা পায়ে আঁকছে 

পুজোর স্বস্তিক চিহ্ন হালখাতা আমপাতার দড়ি 

মুছে দিচ্ছে জীবনের দুঃখ হতাশা গ্লানি। 

অরুণালোক মুছিয়ে দেয় রাতের সব ব্যর্থতা

পয়লা বৈশাখ বুঁদ হয় ভালোবাসাযর গীতবিতানে

বাংলার ঘরে ঘরে বেজে ওঠে শঙ্খ উলু 

জগৎ মুখে হাসি ফোটার নববর্ষের সূর্য। 

কবিতার চুপিসার - অমিত কুমার সাহা || Kobitar chupisar - Amit Kumar Saha || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 কবিতার চুপিসার

       অমিত কুমার সাহা


একলা ঘরের কোণ

যে সব কবিতার জন্ম দেয়

তাদের এক একটি শব্দে

মিশে থাকে, সময়ের নোনা জল!


প্রতিটি লাইনের মধ‍্যবর্তী

ব‍্যবধান জুড়ে ভেসে বেড়ায়

চুপপাখিরা,দুডানায় ছুঁয়ে আসে

দুটি লাইনের আপাত সীমারেখা।


কবিতার শেষে যে শব্দটি টিকে থাকে,

তার সাথেই হয়ত গোটা একটা কবিতা

গায়ে মাখতে চায় রোদ্দুর;

বোবা দেওয়াল পেরিয়ে,

কোনো এক অন্ধকার ছাপাখানায়!

কে জানে - নীলমাধব প্রামাণিক || ke jane - Nilmadhab pramanik || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

     কে জানে

   নীলমাধব প্রামাণিক



কথারা নির্দ্বিধায় হেঁটে যায় কানে

কারণ জানিনা

বলতে পারিনা, ঠিক তা কে জানে ।


হয়তো বলতে পারে  

জানলে জানতে পারে কথার মালিক ।


সেই তো ভাসায় কথা

সেই তো সাজায় কথা রাঙিয়ে খানিক ।


তারপর সেই কথা

খুঁজে নেয় কান, কান থেকে কান এ

হাঁটবার কায়দাটা সে দারুণ জানে ।


এরপর সেই কথা কানের মালিক

না পেরে বইতে তাকে ছড়াবেই ঠিক ।


ছড়াতে ছড়াতে কথা ছাড়ালে সীমানা  

গজায় তখনই তার আজগুবি ডানা ।


ডানা মেলে উড়ে যায় এ কানে ও কানে

বলতে পারি

না ভাই কে জানে কে জানে!


এদেশ - মুহা আকমাল হোসেন || Edesh - Muha akmal hossain || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 এদেশ

   মুহা আকমাল হোসেন



এদেশে গরুর গন্ধ আছে 

শুয়োরের গন্ধ আছে


কেবল মানুষের গন্ধ নেই 

মানুষ পুড়ল! মানুষের শহর গ্রাম পুড়ল 

মানুষের পেট থেকে বার করে নেওয়া হল মানুষের ভ্রুন

কেবল মানুষের গন্ধ নেই! 

Thursday, May 2, 2024

শোণিত-শোষণ - অনুপম বিশ্বাস || Sonito soson - Anupam biswas || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 শোণিত-শোষণ

   অনুপম বিশ্বাস 


সাইরেনের তীব্র‌‌ ধ্বনি বেজে উঠতেই 

সাধারনেরা ক্রন্দনে নিজেকে লুকিয়ে রাখে,

বোম-গুলির আঘাতে একজনের পর একজন

অনেক সুখের জীবন হারাতে থাকে।

ধ্বংস লীলায় বাসভূমি

রক্ত মাখা শশানে পরিনত হয়,

‌মানুষের মনে গনগনে চিতার আগুন

তাজা রক্তের গঙ্গা বয়।

হিংসা-ক্ষোভ-লালসার

বশে মানুষ আজ‌ পাথর,

গঙ্গায় হারিয়ে যায় শঙ্খ ধ্বনি

কৃপা লাভের আশায় কাতর।

জল হীন সমুদ্র ভরে ওঠে চোখের জলে

মাথাধরা,আবছা স্মৃতিপটে লেগে থাকা ১৯৯৩ সাল,

যুদ্ধ!যুদ্ধ!যুদ্ধ!ফুটন্ত রক্ত ছিটকে ওঠে,

জীবনের সংকেত আজও লাল।