Friday, May 3, 2024

ছায়া - অভিষেক ঘোষ || Chaya - Abhishek Ghosh || Story || Short Story || Bengali Story || Bengali Short Story || গল্প || ছোট গল্প || অনুগল্প

 ছায়া

অভিষেক ঘোষ



তমালিকা গত কয়েক মাসে ছায়ায় পরিণত হয়েছে, অন্তত তার বন্ধু-বান্ধব, কলিগদের তাই বক্তব্য । তমালিকা আর মানুষ নেই, শুধুই ছায়া !


কিছুকাল আগের কথা । দীঘায় অফিস ট্যুরে গিয়েছিল সে । সেদিন সৈকতে দেদার হাওয়া ছিল । ভেজা বালি উড়ছিল বাতাসে । একটা হেলে থাকা নৌকার আড়ালে দাঁড়িয়েও, মুখের উপর এলোমেলো চুলগুলো সামলাতে পারছিল না তমালিকা । তার মনে পড়ে যায়, বছর তিনেক আগে শৈবালের সঙ্গে এমনই একটা অফিস ট্যুরে এসে দীঘায় কাটানো মুহূর্তগুলি । তখুনি তার ভীষণ কান্না পায় । অফিস ট্যুরটা শৈবাল ইচ্ছে করে এড়িয়ে গেল এবার, তমালিকার ছায়া মাড়াবে না বলে । একলা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আনমনে কেঁপে কেঁপে ওঠে সে - তখনই খেয়াল করে, তার ছায়াটাও কাঁপছে !


সেদিন অপরিসীম দুঃখে তমালিকা স্থির করেছিল, এই ছায়াটাকে সে ত্যাগ করবে, নিজের ছায়াটাকেও এখন সে ঘেন্না করে ।


কিন্তু দু-দিন পর, রাতে বাড়ি ফেরার পথে সে দেখেছিল পাড়ার একটা তেতলা বাড়ির বন্ধ গেটের দুই পারে দুটি বিড়ালের বসে থাকা । দুজনের মাঝে ওই ব্যবধানটুকু তুচ্ছ করে তারা একে অপরকে ছুঁয়ে ছিল পরস্পরের ছায়া দিয়ে, বাড়ির আলো আর পথের আলো একটা অদ্ভুত জ্যামিতিতে বিড়ালদুটির ছায়া-রেখা মিলিয়ে দিয়েছে একটি বিন্দুতে, তৈরি হয়েছে একটা ছায়া-কোণ !


তমালিকা সেদিন শিখেছিল, বুঝেছিল তার ছায়ার গুরুত্ব । এরপর থেকে প্রায়ই সে গোটা অফিসে শৈবালের ছায়া খুঁজে বেড়াতো, ওর ছায়ায় নিজেকে মিলিয়ে দেবে বলে । তমালিকা নিজেকে নয়, ছায়াটাকে ভালোবাসতে শিখেছিল ।


মেঘের গর্জন - নীল মিত্র || Megher Garjan - Nil Mitra || Story || Short Story || Bengali Story || Bengali Short Story || গল্প || ছোট গল্প || অনুগল্প

 মেঘের গর্জন 

      নীল মিত্র 



অমিত সরকার ডাক্তার, রাচীর মানসিক হাসপাতালে পোস্টিং। আজ ট্রেন ধরে কলকাতা থেকে ফিরছে। ওর পাশের সীটে অসিতবাবু, ওনার স্ত্রী শুক্লাদেবী আর ১৮ বছরের মেয়ে তনিমা যাচ্ছে। বাইরে ভীষণ মেঘলা করে রয়েছে, কাল থেকেই মেঘলা দিন বলা যায়। বৃষ্টির সম্ভাবনা আছে।


তনিমা খুব প্রাণবন্ত মেয়ে, হাসিখুশি স্বভাবের। কিছুক্ষণের মধ্যেই অমিত এর সাথে বন্ধুত্ব হয়ে গেল। অনেক রকমের গল্প করতে লাগল। বাইরে মেঘলা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, হঠাৎ গর্জন করে উঠলো। মেঘের গর্জনে তনিমা চিৎকার করে উঠলো। অমিত দেখলো তনিমার সারা শরীর কাঁপছে। ও মাকে জড়িয়ে ধরলো ভয়ে।

সকাল হতেই ট্রেন পৌঁছালো, যে যার গন্তব্যে রওনা দিল। অমিত হাসপাতালে গিয়ে শুনলো একটি নতুন মানসিক রুগী এসেছে। কেবিনে গিয়ে দেখলো আরে এ তো কালকের ট্রেনের তনিমা। তারপর কেস স্টাডি করে জানতে পারলো যে তনিমা ছোটবেলায় একটা মেঘলা দিনে স্কুল থেকে ফিরছিল, তখন রাস্তায় দুটি যুবক তাকে তুলে নিয়ে যায় আর ওর শ্লীলতাহানি করে। তখন থেকেই ও মানসিক ভারসাম্যহীন হয়েছে। মেঘের গর্জন শুনলেই তনিমার সেই ঘটনাটা মনে পড়ে যায় আর ও পাগলামি শুরু করে।

আস্থা যখন ভাঙে - পার্থ প্রতিম দাস || Aastha jokhon Vange - Partha pratim das || Story || Short Story || Bengali Story || Bengali Short Story || গল্প || ছোট গল্প || অনুগল্প

   আস্থা যখন ভাঙে 
                 পার্থ প্রতিম দাস 


রুক্ষ লাল মাটির দেশ হলো সতেড়গড়। আশেপাশের ছয়টি ছোটো ছোটো গ্রাম নিয়ে এই সতেড়গড় গঠিত। এই সতেড়গড়ের মধ্যে সামন্ত পরিবারের নাম ডাক সবচে বেশী। বীর সামন্তের এখন তাঁর পাঁচ ছেলে আনন্দ, বলরাম, শ্রীদেব, অর্ণব ও ধনঞ্জয় বিয়ে করে আলাদা আলাদা আছে। তবে বীর সামন্তের বৌ অলকাসুন্দরী এখনও বেঁচে আছেন। 
    তাদের পুরাতন ঐতিহ্যের মধ্যে পাথর বাঁধানো ঘাট আর তার পাশের প্রকান্ড বকুল গাছ। বিরাট খামারটা শূন্য পড়ে আছে। বসন্ত পূর্ণিমার দুদিন আগে, ফুটফুটে জোছনা উঠেছে। বলরাম অনেক রাত করে বাড়ি ফিরে দেখে, বকুল গাছ থেকে একটা সাদা জামা পরা লম্বা লোক মাটিতে নেমে ঘাটে পা ধুয়ে আবার গাছে উঠে মিলিয়ে গেল। 
     বলরাম সকালে উঠে ভয়ে ভয়ে অলকাসুন্দরীকে বলল। অলকাসুন্দরী বললেন, "এতো ঘোর অমঙ্গলকর কথা। বাড়িতে অমঙ্গল দেখা দিলে এভাবে মহাপুরুষ বের হয়।"
    তখন সবাই বলল, "তাহলে উপায় কি!!"
অলকাসুন্দরী বললেন, "পুজো করতে হবে ওই বকুল তলায়।"
     কথা শুনে আনন্দ বকুল তলা পাকা দিয়ে বাঁধিয়ে দিল। অর্ণব রেলে চাকরী করে। তাই স্ত্রী সন্তান নিয়ে বাইরে থাকে। তাকেও ডেকে পাঠালো। 
      বসন্ত পূর্ণিমার দিন সকাল থেকে বিরাট আয়োজন করে পুজো আরম্ভ হয়ে গেল। সমস্ত সতেড়গড়কে খাওয়ানোর ব্যবস্থা হলো। দেখতে দেখতে বিকেল হয়ে সন্ধ্যা নামতেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। 
     মাঝ রাতে ঝড়ের হাওয়া সহ্য করতে না পেরে বকুল গাছ ভেঙে পড়লো। সবাই সকালের অপেক্ষায় আছে। 
     ভোর থেকে শুরু হয়ে গেলো বকুল গাছের ভাগ নিয়ে পাঁচ ভাইর মধ্যে ভীষন ঝগড়া। অলকাসুন্দরী ঘাট থেকে বললেন, "ওরে, তোরা একটু থাম।"
     কথাটা শুনে অর্ণবের স্ত্রী রেগে ছুটে এসে অলকাসুন্দরীকে পাথর বাঁধানো ঘাটে ঠেলে ফেলে দিল।

সেই রাত - প্রদীপ সেনগুপ্ত || Sei Rat - Pradip Sengupta || Story || Short Story || Bengali Story || Bengali Short Story || গল্প || ছোট গল্প || অনুগল্প

সেই রাত 

প্রদীপ সেনগুপ্ত



বিছানায় শুয়ে ছটফট করছিল বীতশোক, কিছুতেই ঘুম আসছিল না। সকাল থেকেই একটা অস্বস্তি ওকে চেপে ধরেছে -- কিছুতেই ভুলতে পারছে না লোকটার কথা। 

সকালে বীতশোক বাড়ির পিছনের পুকুর পাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিল, উদ্দেশ্য তাড়াতাড়ি বাজারে পৌঁছানো। আজ বহুদিন পর ওর বড় শালা বিক্রম আসছে সপরিবারে, দুপুরে খাওয়া দাওয়া করবে। বাজারে যেতে বেশ দেরি হয়ে গেছে বলেই ওই রাস্তায় যাওয়া। ওই রাস্তা পারতপক্ষে সবাই এড়িয়ে যায়, কারন - রাস্তাটা আদপেই চলার যোগ্য নয়। ফলে, চারিদিকে পরিত্যক্ত জঞ্জাল। তবে দিনের বেলায় তবু স্থানীয় দু'একজন যাতায়াত করে। 

বীতশোক রাস্তায় যেতে যেতে টের পেল  

পিছনে কেউ যেন আসছে। পিছনে তাকিয়ে দেখল, একটা রোগা লোক কেমন হন হন করে এগিয়ে আসছে। লোকটাকে আগে কখনো দেখে নি বীতশোক।

লোকটা কাছে এসে বিশ্রী রকম হেসে বলল, 

' বাড়িতে অতিথি আসছে বুঝি? '

এ' রকম গায়ে পরা লোক ও দেখে নি কখনো। বীতশোক বেশ ঝাঁঝিয়ে উত্তর দিল, 

' আপনি কে বলুন তো? আগে কখনো দেখিনি তো! আর, আপনার দরকার কি জানার আমার বাড়িতে কে আসছে বা না আসছে? '

লোকটা আবার দেঁতো হাসি হেসে বলল, 

' আমাকে আগে দেখেছেন, বিলক্ষণ দেখেছেন -- মনে করতে পারছেন না। আমি বলছিলাম, সব মানুষই তো একবার না একবার চলতে চলতে পিছন ফিরে তাকায়। আজকে কিন্তু আপনার সামনে বিরাট সুযোগ আসবে, আপনার ভিতরের কুঁকড়ে থাকা মানুষটাকে মুক্তি দিন। '

বীতশোক এবার সত্যিই রেগে গেল, 

' কি যা তা বলছেন বলুন তো? '

লোকটা বীতশোককে অতিক্রম করে এগিয়ে গেল, জোরে নিশ্বাস ছেড়ে বলল, 

' ভালোর জন্যই বলেছিলাম, আপনার শ্বশুরমশায়ের গচ্ছিত জিনিস আসল লোককে ফিরিয়ে দিন। উপর থেকে কিন্তু একজন সব দেখে রাখেন, প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েও যদি আপনি তার সঠিক ব্যবহার না করেন তবে... '

' তবে কি? '

লোকটা আকাশের দিকে আঙুল তুলে বলল, 

' সে'টা তো তিনিই জানেন! আর একটা কথা, আজই কিন্তু শেষ সুযোগ, না হলে কালকের সকাল দেখবেন কি না কে জানে! '

এই বলেই লোকটা অসম্ভব দ্রুত বেগে রাস্তার মুখে পৌঁছে যেন হাওয়ায় মিলিয়ে গেল। 

বীতশোকের গলা কেমন শুকিয়ে এল। লোকটা এত গোপন একটা কথা কি করে জানল? ওর শ্বশুর মশায়ের সাথে বিক্রমের যোগাযোগ ছিল না বহুকাল, বলা যায় মুখ দেখাদেখি বন্ধই ছিল। বিক্রম বাবার উপর অভিমান করেই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু বাবা ছেলের বিরোধ কি নিয়ে তৃতীয় ব্যক্তি কেউ কখনো জানতে পারে নি। বীতশোকের বৌ জয়া বাবার বিশাল সম্পত্তির মালিকানা পাবে, এ'কথা সবাই জানতো। কিন্তু জয়ার বাবা ব্রজলাল বাবু একদিন বীতশোককে বাড়িতে ডেকে পাঠালেন। তিনি বললেন, 

' দেখো বাবাজীবন, বিক্রম আমার বংশের প্রদীপ। ও যদি অভিমান ভুলে কখনো ফিরে আসে তবে এই উইলটা ওকে দেখিও, ভাইবোনকে সব সমান ভাগ করে দিয়েছি '। 

এরপর বেশি দিন বাঁচেন নি ব্রজবাবু। বীতশোক সেই কাগজটা রাতারাতি নষ্ট করে ফেলে। 

এরপর বিক্রম আর ফিরে আসে নি। আজ দীর্ঘ কাল পর ও আসছে। 

বিক্রম বিকেলেই চলে গেল। জয়ার বেশ খুশি খুশি ভাব। ওরা যতক্ষণ ছিল - বীতশোকের সেই লোকটার কথা মনে হয় নি। কিন্তু বাড়ি খালি হতেই ওর মনে পরে গেলো সেই লোকটার কথা। একটা অজানা ভয় ওকে কেমন ঘিরে ধরল। রাতটা বীতশোকের কাছে একটা অভিশাপ মনে হতে লাগল। আর ভাবতে পারছে না ও। বুকের ভিতরটা ভারি হয়ে আসছে, দম বন্ধ হয়ে আসছে। 

ডাক্তার মুখার্জী সব দেখে বললেন, 

' একটা ম্যাসিভ এট্যাক হয়েছিল, নিতে পারেন নি বীতশোক বাবু। ভোরের দিকেই মারা গেছেন। '





মার - দর্পণা গঙ্গোপাধ্যায় || Mar - Darpana Gangapadhyay || Story || Short Story || Bengali Story || Bengali Short Story || গল্প || ছোট গল্প || অনুগল্প

 মার

  দর্পণা গঙ্গোপাধ্যায়



আধুনিক যুগে সবাই সবাইকে এত মারতে ব্যস্ত হাতে,--- ভাতে, --

বলার কথা নয়। একদিন পাঁচু ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ,--- 

দেখে অবাক বিস্ময়ে চেয়ে থাকে ! পাঁচু একজন খেতাবি ব্যারিস্টার। তাঁর বাবা একজন গরুর গাড়ির কোচোয়ান ছিলেন। তিনি গরুকে জোর জোর পেটাতেন, গরু যন্ত্রণায় ছটফট করে ছুটে পালাতে চাইত, গরুর গাড়ি তত দ্রুত ছুটত।


 এভাবেই তিনি মাইলের পর মাইল ভারী জিনিসপত্র আনা নেওয়া করে টাকা রোজগার করতেন। ঘরে ফিরে গরুদের খাবার দিতেন, আদর করতেন, ফাঁকা মাঠে ছেড়ে আসতেন, সন্ধ্যেবেলা সময় মতো ঘরে তুলতেন ,স্নান করাাতেন ,পরিচ্ছন্ন জায়গায় থাকতে দিতেন ,----কিন্তু গাড়ি চালানোর সময় মানুষটা এমন আচরণ করতেন। 


আমি ছোটবেলায় পড়াশোনা করতে চাইতাম না। পড়া মুখস্ত হতো না। উনি সন্ধ্যেবেলা বাড়ি ফিরে পড়া ধরতেন না পারলে প্রচুর মার পিঠে পড়তো। খাওয়া বন্ধ, অবশেষে পড়া দিয়ে তবেই মুক্তি। এভাবেই উনি আমার লেখাপড়ার নেগেটিভিটি কাটিয়ে পজিটিভিটি এনে মানুষ তৈরি করে গেছেন।


 আমি ভয়ের চোটে ওই গরুটার মতন পালাতে চেয়ে ব্যারিস্টার হয়েছি এবং গ্রামের বাড়ি ছেড়ে শহরে বিশাল একখানা বাড়ি হাঁকিয়ে ঝি চাকর ছেলে বউ নিয়ে বসবাস করি। 


আজ হঠাৎ আমার নাতি যখন কিছুতেই লেখাপড়া করতে রাজি নয় ওর মা মানে বৌমা চিৎকারে বাড়ির মাথায় করে তুলছে তখন হালটা ধরতে আমি অগ্রসর হলাম। অপরপক্ষে মারার পর সেই মার সহ্য করার ক্ষমতা তার আছে কিনা , সে অন্য পথ অবলম্বন করবে কিনা ,---তা নিয়ে আমার স্ত্রী বেশ চিন্তিত কিন্তু আমি নাছোড়।


 আদরের নাতি গোপালকে সকালে নিজেই পড়াতে বসলাম আর শাস্তি দিয়ে একই কথা বলতে বললাম ,-----কেঁদে কেঁদে বলে যেতেই লাগলো তারপর ঘুম আসছে দেখে ,---এক ঘা কষিয়ে দিলাম! তারপর খাতা পেন্সিল দিয়ে বললাম লিখে যাও ,

থামবে না ---থামলেই আবার ----

প্রথমবারেই গোপাল না দেখে লিখে ফেলল। যা দেখে বৌমা অবাক হয়ে গেল! 


হায়রে পোড়া কপাল !এসব মিথ্যে স্বপ্ন! বাস্তবে এমনটা কিছুই হলো না, যৎপরনাস্তি সকালে উঠেই টিফিন খেয়ে কাঁধে ব্যাগ তুলে স্কুলের দিকে হাঁটা দেবে গোপাল, এমন সময় বললাম ব্যাগটাই ভারি। লেখাপড়া টা বড় হালকা হয়ে গেছে। গোপাল উত্তরে বলল তুমি আমার বয়সে কত কি পারতে ? হাউ টু ডেল ইউ ! স্পিক অ্যাবাউট মি ! বউমা নিরুত্তর ,ছেলেও নিরুত্তর, গিন্নি বললে আজকালকার ছেলে, কেন ওদের সঙ্গে মুখ লাগাতে যাও,--- 

আমি গুটিয়ে কাঁচুমাচু হয়ে লজ্জিত অপমানিত হয়ে নীরব হলাম। তারপর ঘরে চলে গেলাম! এইটাই কি শিক্ষা !

টাই কি সংস্কৃতি---।।

সাগরবেলায় - সমর আচার্য্য || Sagorbelai - Samar Acharya || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 সাগরবেলায়

সমর আচার্য্য



সাগরবেলায় ঝিনুক খোঁজার ছলে
ঘুরছি যে মরে তোমায় দেখবো বলে
তোমার ঐ অপরূপ রূপখানি হেরি
মন মাঝে বাজে প্রেমের দুন্দুভি ভেরি।

একের পর এক ঢেউ আসছে ধেয়ে
উত্তাল বারিধি  সবেগে উঠছে গেয়ে
নিয়েছিল যা নিজের বক্ষ মাঝে ধরে
দিচ্ছে ফিরিয়ে সবকিছু শোধিত করে।

ঝিনুকের বুকে যেমন মুকুতা থাকে
মাতা যেমন সন্তানকে আগলে রাখে
তেমনই করে ভালোবাসবো তোমায়
এই সাধটুকু ছিল  মনের কোণায়।

এসো হে প্রিয় এসো আমার বাহুপাশে
বাঁধি সুখ নীড় আছি এই মনো আশে
তোমার ঐ প্রসারিত নীল বক্ষ পরে
থাকতে পারি যেন চির জনম ধরে।

জীবনের এই শেষের বেলায় এসে
দাঁড়িয়েছি তোমার পদপ্রান্তেতে হেসে
পার করে দাও ওগো  প্রভু কৃপাময়
ঠাঁই দিয়ে আমায় তোমার রাঙা পা'য়।

যাযাবরি কথায় আশাবরী সুর - গৌতম ঘোষ-দস্তিদার || Jajabari kothay Asabori surr - Goutam Ghosh dastidar || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 যাযাবরি কথায় আশাবরী সুর

        গৌতম ঘোষ-দস্তিদার


 


নদির বুকে ভিজবো ভেবে গেলাম,


নদিতো আমায় সিক্ত করেনি


পাহাড়ের কাছে মাথা নিচু করেছিলাম,


কই সে-ও তো আমায় রিক্ত করেনি


 


অরণ্য যেদিন ডেকে নিয়ে গ্যালো


মুখ জুড়ে টোল এঁকে দিয়ে গ্যালো


সিক্ত শরীর ঢেকে দিয়ে গ্যালো


চুমুতে দুগাল মেখে দিয়ে গ্যালো…  


 


কথা তো কতো না বলার ছিলো


যাযাবর আমি কইতে পারিনি


ভাঙা ফ্রেম জুড়ে প্রেম পড়েছিলো,



আশাবরী তবু গাইতে পারিনি...