আবদুস সালামের দুটি কবিতা
চাঁদ সওদাগর এবং লোনা সময়, তরী ডুবে যাচ্ছে সমুদ্রে সীমাহীন ঔধত্য টালমাটাল অসমর্থিত অস্তিত্ব ভেঙে পড়ছে ক্রমশঃ অস্তিত্বের স্বরলিপি কেড়ে নিচ্ছে মনসা প্রেমের প্রশ্রয় পেতে প্রযুক্তিগত প্রকৌশল প্রস্তুত বাতাসে মিশে যায় লবনাক্ত নিঃশ্বাস একটু একটু করে লুন্ঠিত হচ্ছে বিনিদ্র অস্তিত্ব অস্তিত্বের লড়াই চলছে বিনম্র রজনী তে সন্তান সন্ততি আজ জটিল আবর্তে মূহ্যমান দৃঢ়চেতা চাঁদ সওদাগরের আকাশে নেমে আসছে অমাবস্যা জটিল অস্তিত্বের সংবেদনশীল ঘুমের নাম সাদা মেঘ অনবদ্য আক্রোশে ঢেলে দেয় সংবেদনশীল বিষ একমুঠো পূজা পেতে অসম লড়াইয়ের মাঠে বুনে দিলাম আক্রোশ ________________________________ দৃশ্য পট শূন্যতার ধূসর পথ দীর্ঘ সময় যাপনে পূর্বপুরুষেরা কাব্যিক হয় আরব্য রজনীর নাবিকেরা বাজায় বিচ্ছেদের সুর করোনার ঢেউয়ে ভাসছে মূল্যবোধ সংঘাত মেনে হাত ধুয়ে নিয়ে সমুদ্রের ঘাটে অসহায় মা বাবা আজ প্রবন্ধ যাপনে বাধ্য স্মৃতির প্রত্নপ্রান্তরে লিখে রাখি ধ্রুপদের স্বরলিপি ভালোবাসার বাগানে শোভা পায় কুয়াশার ফুল পলিথিনের বিছানায় শুয়ে আছে ছাদহীন শহর রাত ঘুমিয়ে পড়ে শূন্যতার বালিশে শূন্যতা ডুগডুগি বাজায় সার্...