আবদুস সালামের দুটি কবিতা

 চাঁদ সওদাগর এবং


লোনা সময়, তরী ডুবে যাচ্ছে সমুদ্রে

সীমাহীন ঔধত্য টালমাটাল

অসমর্থিত অস্তিত্ব ভেঙে পড়ছে ক্রমশঃ


অস্তিত্বের স্বরলিপি কেড়ে নিচ্ছে মনসা

প্রেমের প্রশ্রয় পেতে প্রযুক্তিগত প্রকৌশল প্রস্তুত

বাতাসে মিশে যায় লবনাক্ত নিঃশ্বাস

একটু একটু করে লুন্ঠিত হচ্ছে বিনিদ্র অস্তিত্ব


অস্তিত্বের লড়াই চলছে বিনম্র রজনী তে

সন্তান সন্ততি আজ জটিল আবর্তে মূহ্যমান

দৃঢ়চেতা চাঁদ সওদাগরের আকাশে নেমে আসছে অমাবস্যা


জটিল অস্তিত্বের সংবেদনশীল ঘুমের নাম সাদা মেঘ

অনবদ্য আক্রোশে ঢেলে দেয় সংবেদনশীল বিষ

একমুঠো পূজা পেতে অসম লড়াইয়ের মাঠে বুনে দিলাম আক্রোশ

________________________________


দৃশ্য পট


শূন্যতার ধূসর পথ

দীর্ঘ সময় যাপনে পূর্বপুরুষেরা কাব্যিক হয়

আরব্য রজনীর নাবিকেরা বাজায় বিচ্ছেদের সুর

করোনার ঢেউয়ে ভাসছে মূল্যবোধ সংঘাত মেনে হাত ধুয়ে নিয়ে সমুদ্রের ঘাটে


অসহায় মা বাবা আজ প্রবন্ধ যাপনে বাধ্য স্মৃতির প্রত্নপ্রান্তরে লিখে রাখি ধ্রুপদের স্বরলিপি

ভালোবাসার বাগানে শোভা পায় কুয়াশার ফুল


পলিথিনের বিছানায় শুয়ে আছে ছাদহীন শহর

রাত ঘুমিয়ে পড়ে শূন্যতার বালিশে

  শূন্যতা ডুগডুগি বাজায়


সার্কাসের জোকার সেজে মাতিয়ে রাখি আসর

বিদায়ের ঘন্টা বাজে

শহর জুড়ে পড়ে থাকে অসম্পর্কের রোদ বুক পকেটে সাজিয়ে রাখি চৈত্রের দুপুর

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ