তীর্থঙ্কর সুমিতের একটি কবিতা

 

চাঁদ কথা


গভীর রাত ...

টুপ করে তারা খসে গেলে

প্রেমিক হওয়া যায়না

যেমন ভাবে বেঁকে গেছে নদীর পথ

তেমনই আমার রাস্তা ___

তুমি বলেছিলে কথারা পাল্টায়

আমি চাঁদকে দেখেছি একান্তে কাঁদতে

পরিবর্তন শুধু সময়ের


মুখ ফেরাও

চাঁদ বিলীন হচ্ছে ভোরের সাথে সাথে।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র