মোঃ নাঈম হাসানের একটি কবিতা
এই শহর
আজ নতুন করে একটি শহর দেখার প্রতিক্ষায়
বড্ড ভালো লাগে এই শহরে...
ভালো লাগে শহরে প্রতিটি মুহূর্তে চলাচল করতে
নতুন করে নতুন রুপে শিখি সবসময় এই শহরে...
প্রতিটি পদক্ষেপ নতুন নতুন শিক্ষা দেয় আমায়....
কখনো কাঁদায়, কখনো হাসায়, কখনো বা আবেগময় করে তুলে...
এই শহর,বড় নিষ্ঠুর শহর
এখনে কেউ কারো নয়..
সবাই তার নিজ স্বার্থে চলে..
এখানে গরিব না খেয়ে মরে
বিত্তশালী টাকার পাহাড় গড়ে....
রজনী এখানে দিবার মতো
খুন ধর্ষণ, রাহাজানি লন্ঠন প্রতিনিয়ত চলে
এখানে কেউ কারো জন্য না,,
সবাই তার পরিবার, সংসার নিয়ে নিজে নিজে ব্যস্ত....!!
এই শহরে, টাকা থাকলে বন্ধুর অভাব হয় না
সকাল থেকে রাত্রি কখনো অযত্নে থাকতে হয় না তাকে
এই শহরে সেই অসহায় যার মাথা গুজানোর মতো শেষ সম্বল টুকু নেই.. .
তাকে শিকার হতে হয় নানা লালচনা- বঞ্চনা
এই শহরে, কেউ সুখী নয়
সবাই নিজ নিজ জায়গা থেকে অসুখী
সবাই নতুন জীবনের প্রত্যয়ে ছুটে চলে নিজের গতিতে
তাতে কার কি হলো, কে কোথায় কিভাবে থাকল সেটা মুখ্য নয়
নিজেকে সাজিয়ে গুছিয়ে নতুন দিগন্তে পৌঁছানোর দৃঢ় প্রত্যয়ই এই শহরের লক্ষ্য....!!
Comments