সম্রাট দের একটি কবিতা
বর্ষাহীন বৃষ্টি
বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি...
বিগত বছরগুলোতে অনেক,
অনেক বৃষ্টি দেখেছি।
শুধু বর্ষায় বৃষ্টি নয়,
বছরভর বৃষ্টি দেখেছি।
ছোট থেকে দু'রকমের বৃষ্টি দেখেছি,
দুঃখের আর আনন্দের।
কোনও বৃষ্টিফোঁটাকেই
কখনও মুক্তোদানা নয়, বরং
'মুক্ত' মনে হয়েছে বারবার।
এখনও বৃষ্টি দেখি,
মূলতঃ সেই দু’প্রকারের।
দু’প্রকারের মাঝে হাজার রকমফের...
দূর থেকে বৃষ্টি দেখি এখন।
এখন আর কোনও বৃষ্টিই
আমায় ভেজায় না,
আমিও বৃষ্টি মাখিনা আর।
এখন শুধু বর্ষা ভেজায় কখনও
বড়সড় মেঘ মাথার ওপর এলে...
Comments