বদরুদ্দোজা শেখুর একটি গান
সোনার পাখি
আমার সোনার পাখি ময়না
আজ কোনোই কথা কয়না,
পাখি গেছে উড়ে
দূরে বহু দূরে ।।
পাখি তোরে দিয়েছিলাম কতোই আদর যতন
তোরে করেছিলাম আমার নয়ন- মণিরতন
সমস্ত আজ ভুলে গেলি
মায়ার বাঁধন ছিঁড়ে গেলি
শূণ্য আমার বাগান এখন বেদনে যায় পুড়ে।।
পাখি তোরে পুষেছিলাম হৃদয়-মন দিয়ে
গেলি সে সব তুচ্ছ ক'রে অনন্তে হারিয়ে ,
ভালবাসার মিছে মায়া
যায় না তারে খুঁজে পাওয়া
যে দিয়েছে একবার পাড়ি ধাঁধাঁর অচিনপুরে ।।
Comments