মানসী ঘোষের একটি কবিতা
পুরুষত্ব
নারীজাতিকে নিজের পায়ের নীচে দমিয়ে রাখাই যদি পুরুষের পুরুষত্ব !
তবে এমন পুরুষত্ব ধূলোয় মিশুক।
নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে পাওয়ার নামই যদি পুরুষত্ব হয়!
তবে এমন পুরুষত্ব নিশ্চিহ্ন হোক।
নারীর দেহে তোমার দেওয়া কালশিটে দাগ যদি তোমার পুরুষত্বের প্রমাণ হয়!
তবে পুড়ে ছাই হোক তোমার পুরুষত্ব।
এমন পুরুষত্বের চেয়ে, হে পুরুষ!
তুমি বরং পুরুষত্বহীন হও। তুমি বরং পুরুষত্বহীন হও
Comments