মুহা আকমাল হোসেনের একটি কবিতা

 ভাঙন


 পাহাড়ী ময়াল নদী নেমে আসছে,

 নড় বড়ে কাঠের সেতু। 

আকাশ মুখি গাছ চিৎকার-

 ভাঙবে! ভাঙবে! 



ভাঙন সমর্থিত একটি রাগী আকাশের নিচে

 একটি সন্ত্রস্ত মিকচার বস্তি! 


 অসংখ্য গণকবরের দাগ

 আজ অলিখিত ইতিহাস!

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ