নৃপেন্দ্রনাথ মহন্তর একটি ছড়া

 সুফলা বৃষ্টি 


আজ দিনভর বর্ষণ ঝমঝম 

স্বাভাবিক।এ যে বৃষ্টির মরশুম। 

শহরে বাজারে লোক চলাচল কম

জলজদের শুধু উৎসবের ধুম।


পড়ন্ত বিকেলে ক্ষণিক অবসরে 

রোদ হয়েছিল সোনালি ডানার চিল

সে-ই বুঝি এঁকেছিল মেঘের শরীরে 

প্রেমিক রংধনুর উঁচু পাচিল। 


ভিজে যাওয়া প্রেম শুকোবার ছলে

উনুনের ধারে কাটছে যাদের দিন

তারা তো জানে আছে প্রতিটি আঁচলে 

খরা ও বন্যা সইবার ভ্যাক্সিন। 


গ্রামে গঞ্জে যুব ভেকদের ডাকে

জাগে কি জাগে না কিশোরী কণ্ঠে গান 

সুফলা বৃষ্টি যতদিন হতে থাকে

মাঠে মাঠে রোয় তুলাইপাঞ্জি ধান।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ