বসন্ত পরামাণিকের একটি গান

 তুমি এলে ব'লে


তুমি এলে তাই আকাশ বাতাস খুশিতেই মেতে ওঠে,

তুমি এলে তাই শাখে শাখে এত ফুলের কুঁড়িরা ফোটে ।


ফুলেরা লিখেছে শত অক্ষরে প্রেমময় কথামালা,

পাখিরা সাজালো সুরে সুরে আজ গানের বরণডালা ।

তুমি এলে তাই নদীটার বুকে আনন্দ-ঢেউ ওঠে,

তুমি এলে তাই শাখে শাখে এত ফুলের কুঁড়িরা ফোটে ।


তুমি শাশ্বত প্রেমের পুজারী, প্রতীক ভালোবাসার,

তোমাকেই ছুঁয়ে প্রকৃতি ও প্রেম হয়ে গেছে একাকার ।


প্রজাপতি আঁকে প্রেমেরই রঙেতে মিলনের কত ছবি,

নির্জনে বসে স্বপ্ন সাজায় উদাস বাউল-কবি ।

প্রেমের সুরেই একতারাটাও খুশি মনে বেজে ওঠে,

তুমি এলে তাই শাখে শাখে এত ফুলের কুঁড়িরা ফোটে ।



Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ