দীপঙ্কর সাহার একটি কবিতা
ভরা থাক
ভরা থাক
ভরা থাক এ জীবনের দিনগুলি-
ছন্দে ছন্দে দিনের নানান কাজে
ভরা থাক ভরা থাক এ দিনগুলি।।
যে সৃষ্টি হয়েছে আমার হাতে,
লিপিবদ্ধ থাকোক তা স্বরলিপির সুরে।
বরষ পুরানো হলেও বক্ষে লবে তোলি
যখন আমি যাব চলি।।
যে পথে আমি চলছি সে পথে সবাই একা
খনিকের অতিথি সবি
দিনেকের তরে দেয় দেখা।
সম্পূর্ণ জীবন জুড়ে
কাউকে পেলাম না পাশে
হয় তো আগে নয় তো বা পিছে
পেয়েছি সবাইকে একে একে।।
তাই তো প্রভু আমার মানসে
করেছে তোমার আকার সৃষ্টি
আজীবন ভরে তাই তো আমি
তোমার নাম গেয়ে চলি।।
Comments