তীর্থঙ্কর সুমিতের দুটি কবিতা

 নদী কথা


মুহুর্তের সঙ্গে মুহূর্ত মিশে গেছে 

 রূপকের চারুলতা ...

যেমনভাবে নদী মেশে সাগরে

তর্জনীর চিৎকার আজ

ভেসে গেছে নদিস্রোতে

কথার পাহাড় ___

ভোরের সূর্য কঠিন বাস্তব

সূত্রের সূত্র


আজ অঙ্কে মশগুল।

___________________________


জাগরণ


সবুজে সবুজ চারিপাশ

মিশে গেছে রাস্তা ---

আশালতার সাজানো বাগান

আজ বিনোদিনী ফুলে ....

সময়ে সময়ের জালে


কৃষ্ণচূড়া গেছে আজ বসন্ত জেগেছে।


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ