সৈয়দ শীষমহাম্মদের দুটি কবিতা
লালকেল্লা
কত শত শহীদের রক্তে বহে রাজ পথেতে বন্যা
লালকেল্লার পাঁজর ফুঁড়ে তাই আসছে ধেয়ে কান্না,
পর্যটকের দেহ মন আজিকে বিষণ্ণতায় ভরা
ঐ কেল্লাফতের দামামা বাজিয়ে নিশান হাতে কারা ?
____________________
কফি হাউস
কলেজ স্ট্রিটে কফি হাউসে মাঝে মধ্যেই যাই
বন্ধুদের সাথে আড্ডা মারি, পাকোড়া কফি খাই,
কি জানি কেনযে ভালো লাগে, তাই হঠাৎ যাই
কোল্ড কফি, সিগারেট খাই, মাঝে মাঝেই যাই l
Comments