জয়িতা চট্টোপাধ্যায়ের দুটি কবিতা
ঠোঁটে জিহ্বাতে তোমার নাম
আমার ঘামের ছন্দ পড়েছে
তোমার ভাসা পৃথিবীর বুকে
ধুলো আর দূষণ থেকে মুক্ত করি নিজেকে
শরীর নিয়ে তোমার সামনে দাঁড়াবো বলে
তোমায় স্নান দিই ভরা রোদ্দুরে
তৃতীয় বিশ্বের সমস্ত যানজট পেরিয়ে
তোমার কাছে ধরা দিই শিশুর মতন
ঠোঁটে জিহ্বাতে তোমার নাম
শ্বাসনালী, গলায় মুচড়ে ওঠে মরুভূমি
শরীরে ভেজা ঘাম।।
____________________________
তোমার আমার প্রথম সকাল
এই হতচ্ছাড়া ঘরে লন্ডভন্ড তুমির সাথে
আমার এক সংসার,
জানলার, টেবিল, বইয়ের তাকে
তুমি নামের ধুলো
উদাসী মনে খিদের অনুভূতি নেই
সকাল থেকে প্রচন্ড রোদ
বোতাম ছেঁড়া জামার ফাঁকে
উঁকি দিয়ে যাচ্ছো তুমি
তোমার আমার প্রথম সকাল
মুখ লুকোচ্ছে হারানো দিনে
বর্ষা ছাড়া ডাকবো কাকে
আমার ফুটো টিনে।।
Comments