এক কামরার ফ্ল্যাট - সুদীপ্তা চট্টোপাধ্যায় || Eek Kamrar Flat - Sudipta Chattyapadhay || Short Story || ছোটগল্প
এক কামরার ফ্ল্যাট সুদীপ্তা চট্টোপাধ্যায় জানালার পর্দাটা সরিয়ে দিল সুমনা। কাঁচ ভেদ করে আলো ঢুকতেই তীর্থজিৎ এর ঘুমটা ভেঙে গেল। আঃ ঘুমোতে দাও। পায়ের কাছে রাখা চাদর টা মাথা পর্যন্ত টেনে নিল তীর্থ। বাথরুমে ঢুকে পড়ল সুমনা। সকাল সকাল স্নান সেরে পুজো করা অভ্যেস। কি হচ্ছে তীর্থ! এবার ওঠো। আট টা বাজতে চলল। বাশি বিছানা, বাশি কাপড় সুমনার একদম সহ্য হয়না। বাধ্য হয়েই বিছানা ছাড়তে হল তীর্থকে। কাল অনেক রাত পর্যন্ত মোবাইলে চ্যাট করেছে। ঘুমটা ভাল হয়নি। এত সকালে বিছানা ছাড়তে ইচ্ছে হচ্ছিল না কিছুতেই। একটা সিগারেট ধরাল। টয়লেট গেলেই একটা সিগারেট তাকে ধরাতে হয়। এক কামরার ছোট্ট ফ্ল্যাট। তারই মধ্যে সামান্য জায়গা নিয়ে ঠাকুরের সিংহাসন। দক্ষিণ দিকে ছোট্ট ব্যালকনি। বিছানার পাশেই বড় জানালা। ছোট্ট ফ্ল্যাট টা মনের মত সাজিয়েছে সুমনা। কতবার বলেছি তোমায়, বাথরুমে সিগারেট খাবে না। সারা ঘর এক বিচ্ছিরি গন্ধে ভরে যায়। সুমনা চিৎকার দেয়। টয়লেটে সিগারেট না খেলে আমার টয়লেট হয়না। জানোই তো সেটা। তবু চিৎকার করাটা তোমার স্বভাব। উঃ র...