রাজ্যে ৯ হাজার নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ || WB Nurse Recruitment 2024 || WB Staff nurse recruitment 2024 || WB Job news 2024 || WB Nursing || Gnm nursing || Nurse Recruitment || Bsc nursing
রাজ্যে ৯ হাজার নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ || WB Nurse Recruitment 2024 || WB Staff nurse recruitment 2024 || WB Job news 2024 || WB Nursing || Gnm nursing || Nurse Recruitment || Bsc nursing রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যে আবার বিপুল সংখ্যক নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ হতে চলেছে। রাজ্যে নতুন হাসপাতাল গুলিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে তা নীচে আলোচনা করা হল। মোট শূন্যপদ - রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরে নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মী-সহ একাধিক পদে প্রায় ৯ হাজার শূন্যপদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। মোট শূন্যপদের মধ্যে নার্স পদে ৬ হাজার,...