Sunday, January 15, 2023
উপন্যাস - পদ্মাবধূ || বিশ্বনাথ দাস || Padmabadhu by Biswanath Das || Fiction - Padmabadhu Part -34
Thursday, January 5, 2023
উপন্যাস - পদ্মাবধূ || বিশ্বনাথ দাস || Padmabadhu by Biswanath Das || Fiction - Padmabadhu Part -33
ঐ ঘরের মধ্যে দিয়ে ল্যাবরেটার রুমের রাস্তা। সদর দরজায় না গিয়ে চৌবের নির্দেশ মতো অন্ধকারে গা ঢাকা দিয়ে জানালার কাচ ফাটিয়ে ভেতরে প্রবেশ করল। ভেতরে আলো জ্বলছে তবে জোরালো নয় অবশ্য ঐ আলোতে কাজ করতে কোনরূপ বাধা আসবে না। কলেজের নাড়ীনক্ষত্র দেবীর নখদর্পণে। সুতরাং E.C.G. মেসিন কোথায় কি অবস্থায় থাকে সব তার জানার মধ্যে।
Saturday, December 31, 2022
মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণে বনদপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ || Forest Department Group-C and Group-D Recruitment 2022 || বনদপ্তরে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতীয় ফরেস্ট ডিপার্টমেন্টে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ হতে চলেছে। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-
• Multi Tasking Staff
• Lower Division Clerk
• Forest Guard
• Steno Grade II
• Store Keeper
• Driver Ordinary Grade
• Technician (Field/ Lab Research)
• Technician ( Maintenance)
• Technical Assistant (Para Medical)
শিক্ষাগত যোগ্যতা ও নির্ধারিত বয়সসীমা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার সেগুলি হল-
Multi Tasking Staff-
মাধ্যমিক পাস। এছাড়াও ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Lower Division Clerk-
এই পদের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার বা টাইপ রাইটারে মিনিটে ৩৫ টি ইংরেজি শব্দ ও ৩০ টি বাংলা শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স হতে হবে ১৮-২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Forest Guard -
এই পদের জন্য সায়েন্স বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে ৪ ঘন্টায় ২৫ কিমি পথ হাঁটার ক্ষমতা থাকতে হবে। এবং পুরুষ আবেদনকারীদের উচ্চতা হতে হবে অন্তত পক্ষে ১৬৫ সেমি। এবং ছাতির মাপ হতে হবে না ফুলিয়ে ৭৯ সেমি এবং ফুলিয়ে ৮৪ সেমি। এবং মহিলাদের ক্ষেত্রে ৪ ঘন্টায় ১৪ কিমি পথ হাঁটার ক্ষমতা থাকতে হবে। উচ্চতা হতে হবে অন্তত পক্ষে ১৫০ সেমি। এবং ছাতির মাপ হতে হবে না ফুলিয়ে ৭৪ সেমি এবং ফুলিয়ে ৭৯ সেমি।
বয়স হতে হবে ১৮-২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Steno Grade II-
এই পদের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে মিনিটে ৮০ টি ইংরেজি ও হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Store Keeper-
এই পদের জন্য আপনাকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।
বয়স হতে হবে ১৮-২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Driver Ordinary Grade-
মাধ্যমিক পাস করলেই এই পদে আবেদন করার সুযোগ পাবেন। এছাড়াও একটি valid ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সঙ্গে থাকতে হবে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা।
বয়স হতে হবে ১৮-২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন
এছাড়াও আরও যে সব শূন্যপদ গুলি রয়েছে সেগুলির সন্বন্ধে বিস্তারিত ভাবে জানতে হলে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লেখাটিতে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে সেখান থেকে পড়ে জেনে নিন।
আবেদন পদ্ধতি:-
শুধু মাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। পদ্ধতিগুলো নীচে আলোচনা করা হল-
১) প্রথমে আমাদের প্রতিবেদনের শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে সরাসরি ক্লিক করে অথবা google search box এ সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট fri.icfre.gov.in লিখে search করতে হবে।
২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে Apply now Option এ ক্লিক করে সবার আগে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৪) এরপর এই দপ্তরে নিয়োগের আবেদন পত্রটি আসবে সেখানে আপনার নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, জন্ম তারিখ, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি টাইপ করে এবং যে পদের জন্য আবেদন করছেন সেটিকে Select করে Ok করতে হবে।
৫) সেই সঙ্গে সিগনেচারের স্থানে আগে থেকে করে রাখা একটি সিগনেচার এবং এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটোর ছবি তুলে স্ক্যান করে দিতে হবে।
৬) এরপর একে একে যে যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে দিতে হবে।
৭) এরপর আবেদন মূল্য হিসেবে জেনারেল ও OBC ক্যাটাগরির প্রার্থীরা ১,৫০০ টাকা করে এবং SC, ST, PWD এবং মহিলা প্রার্থীরা ৭০০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান Done।
৮) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন। ইন্টারভিউ এর দিন এটি কাজে লাগতে পারে।
গুরুত্বপূর্ণ ডকুমেন্টস:-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) আধার কার্ড ।
৩) প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) নির্দিষ্ট পদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
৬) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৭) Driver পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৮) এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
নির্বাচন প্রক্রিয়া:-
সবার প্রথমে হবে একটি ১০০ নম্বরের কম্পিউটার বেসড পরীক্ষা। এতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ একটি ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টাইপ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এখানে ও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে একটি স্কিল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সব কিছুতে উত্তীর্ণ প্রার্থীদের বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
আবেদন শুরু - ২০/১২/২০২২
আবেদন শেষ - ২৯/০১/২০২৩
OFFICIAL NOTICE:
APPLY NOW:
___________________________________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Thursday, December 29, 2022
বিশ্ব ও ভারতের প্রথম ব্যাক্তিত্ব || General Knowledge part -1 || Gk Bengali part -1 || All 1st Person Name List in Bengali
১.প্রথম ও শেষ গভর্নর জেনারেল :- লর্ড উইলিয়াম বেন্টিং ও রাজা গোপালাচারী।
২.প্রথম ভাইসরয় :- লর্ড ক্যানিং।
৩.স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল :- লর্ড মাউন্টব্যাটেন।
৪.স্বাধীন ভারতের শেষ এবং ভারতীয় গভর্নর জেনারেল :- চক্রবর্তী রাজা গোপালাচারী।
৫.প্রথম রাষ্ট্রপতি :- ডঃ রাজেন্দ্র প্রসাদ।
৬.প্রথম উপরাষ্ট্রপতি :- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।
৭. প্রথম প্রধানমন্ত্রী :- পণ্ডিত জওহরলাল নেহেরু।
৮. প্রথম উপপ্রধানমন্ত্রী :- সর্দার বল্লভভাই প্যাটেল।
৯. প্রথম নির্বাচন কমিশনার:- সুকুমার কুমার সেন।
১০. লোকসভার প্রথম অধ্যক্ষ:- জি.ভি. মাভালঙ্কার ।
১১.সুপ্রীম কোর্টের প্রথম প্রধান বিচারপতি :- জাস্টিস হীরালাল জে কানাইয়া।
১২. রাজ্যসভার প্রথম অধ্যক্ষ :- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।
১৩.স্বাধীন ভারতের প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ :- জেনারেল কে.এম.কারিয়াপ্পা।
১৪.প্রথম ফিল্ড মার্শাল :- এস.এইচ.এফ.জে. মানেকশ।
১৫.প্রথম আই সি এস অফিসার :- সত্যেন্দ্রনাথ ঠাকুর।
১৬. প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী :-তেনজিং নোরগে।
১৭.এভারেস্ট,উত্তরমেরু ও দক্ষিণ মেরু জয় করেছেন :- সত্যব্রত দাম।
১৮.প্রথম ভারতীয় ইংলিশ চানেল অতিক্রম করেন :- মিহির সেন।
১৯. প্রথম ভারতীয় মহাকাশচারী :- রাকেশ শর্মা।
২০. প্রথম হাইকোর্টের বিচারপতি :- শম্ভুনাথ পন্ডিত।
২১. প্রথম ব্যারিস্টার :- জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।
২২. প্রথম গ্রাজুয়েট :- বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ সরকার।
২৩.প্রথম ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলেন সদস্য :- এস.পি. সিনহা।
২৪.প্রথম ব্রিটিশ পর্ণমেণ্টের সদস্য :- দাদাভাই নুরুজি।
২৫. প্রথম অস্কফোর্ডের ভারতীয় অধ্যাপক :-ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ।
২৬.প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট :-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২৭.প্রথম ভাইসব চ্যান্সেলর :- স্যার গুরুদাস বন্দোপাধ্যায়।
২৮.প্রথম লন্ডনে রয়েল আর্টিস্ট সভার সদস্য :- অবনীন্দ্রনাথ ঠাকুর।
২৯.প্রথম ব্যঙ্গচিত্র ভারতীয় শিল্পী :-গগেন্দ্রনাথ ঠাকুর ।
৩০.ভারতের মাটিতে প্রথম শহীদ :- মঙ্গল পান্ডে।
৩১.বিদেশের মাটিতে প্রথম শহীদ :- মদনলাল ধিংড়া।
৩২.প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক :- রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৩.প্রথম ভারতীয় অস্কার পুরস্কার প্রাপক :-সত্যজিৎ রায়
৩৪.প্রথম ভারতীয় পরমবীর চক্র পুরস্কার প্রাপক :- মেজর সোমনাথ শর্মা।
৩৫.প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক :- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
৩৬.প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক :- জি.শঙ্কর কুরুপ।
৩৭.প্রথম দাদাসাহেব পুরস্কার প্রাপক :-শ্রী বি.এন.সরকার ।
৩৮. প্রথম ভারতের বাইরে অভিনয় করে:-শিশির কুমার ভাঙ্গুড়ী।
৩৯. প্রথম ভারতের বাইরে নৃত্যকলা প্রদর্শন করেন:-উদয় শংকর।
৪০. প্রথম ইংরেজি ভাষায় কবিতা লেখেন :-মাইকেল মধুসুদন দত্ত।
৪১. প্রথম বিলেতযাত্রী:-রাজা রামমোহন রায়।
৪২. প্রথম আন্তর্জাতি বিচারালয়ের বিচারপতি:-ডঃ নগেন্দ্র সিং।
৪৩. প্রথম ম্যাগসাসাই পুরস্কার প্রাপক:-আচার্য বিনোভাভাবে।
৪৪. প্রথম রাষ্ট্রপতি :- শ্রীমতি প্রতিভা দেবী সিং পাটেল ।
৪৫. প্রথম রাজ্যপাল :- শ্রীমতি সরোজিনী নাইডু।
৪৬. প্রথম প্রধানমন্ত্রী :- শ্রীমতী ইন্দিরা গান্ধী।
৪৭. প্রথম কেন্দ্রীয় মন্ত্রী :-শ্রীমতী রাজকুমারী অমৃতা কাউর
৪৮. প্রথম মুখ্যমন্ত্রী :- শ্রীমতি সুচেতা কৃপালিনী।
৪৯. প্রথম রাষ্ট্রমন্ত্রী :- শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত।
৫০. সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি :-জাস্টিন মীর সাহেব ফতেমাৰিবি
৫১. প্রথম হাইকোর্টের বিচারপতি :-আন্নাচন্ডী।
৫২. প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি :-জাস্টিস লীলা শেঠ।
৫৩. প্রথম রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি :-শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত।
৫৪. প্রথম আই .এ .এস. অফিসার :-আন্না রাজম জর্জ।
৫৫. প্রথম আই. পি. এস. অফিসার :-কিরণ বেদী।
৫৬. প্রথম এভারেস্ট জয়ী :-বাছন্দ্ৰী পাল ।
৫৭. প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন :-আরতি সাহা।
৫৮. প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক :-মাদার টেরেসা।
৫৯. প্রথম ভারতীয় অস্কার পুরস্কার প্রাপক :-ভানু আথাইয়া।
৬০.প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক :-শ্রীমতী ইন্দিরা গান্ধী।
৬১. প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক :-শ্রীমতী আশাপূর্ণা দেবী।
৬২. প্রথম দাদাসাহেব পুরস্কার প্রাপক :-শ্রীমতী দেবিকা রানি।
৬৩. প্রথম নির্বাচন কমিশনার :-শ্রীমতী ভি. এস. রমাদেবী।
৬৪. প্রথম মিস ওয়ার্ল্ড :-রিতা ফারিয়া।
৬৫.প্রথম মিস ইউনিভার্স :-সুস্মিতা সেন।
৬৬.প্রথম মহাকাশচারী :-ডঃ কল্পনা চাও।
৬৭. প্রথম কংগ্রেস সভাপতি :-অ্যানি বেসান্ত।
৬৮.প্রথম সংগীত শিল্পী যিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন ভর করেছেন :- শুভলক্ষ্মী।
৬৯.প্রথম চিত্রকর :-সুননী দেবী।
৭০.প্রথম অভিনেত্রী যিনি পদ্মশ্রী ও রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন :-নার্গিস দত্ত।
৭১.প্রথম রাষ্ট্রদূত :-শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত।
৭২.প্রথম নোবেল পুরস্কা:-রবীন্দ্রনার ঠাকুর।
৭৩.প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান :-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৭৪.প্রথম ম্যাগসাইসাই পুরস্কার পান :-অমিতাভ চৌধুরী।
৭৫.প্রথম অস্কার পুরস্কার পান :-সত্যজিৎ রায়।
৭৬.প্রথম বিলাজকারী :-রাজা রামমোহন রায়
৭৭.প্রথম তিব্বতে বৌদ্ধপ্রচারক :-অতীশ দীপঙ্কর।
৭৮.প্রথম বি. এ. পাশ :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু।
৭৯. প্রথম আই সি এস হন :-সত্যেন্দ্রনাথ ঠাকুর।
৮০. প্রথম ইঞ্জিনিয়ার :-নীলমনি মিএ ।
৮১.প্রথম ‘লড' উপাধি পান :-স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
৮২. প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি :-উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৮৩. প্রথম প্রাদেশিক গভনর :-লর্ড সত্যেন্দ্রপ্রসাদ সিংহ।
৮৪. প্রথম জাতীয় অধ্যাপক :-সত্যেন্দ্রনাথ ঠাকুর।--
৮৫. প্রথম নৌবাহিনীর প্রধান :- অ্যাডমিরাল এ. কে.ব্যানার্জী।
৮৬. প্রথম স্থল বাহিনীর প্রধান :- জে, জয়ন্ত চৌধুরী।
৮৭. প্রথম বিমান বাহিনীর প্রধান :- এয়ার মার্শাল সুব্রত মুখার্জী।
৮৮. প্রথম হাইকোর্টের বিচারপতি :- রমাপ্রসাদ রায়।
৮৯. প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি :- স্যার রমেশ চন্দ্র মিত্র।
৯০. প্রথম কলকাতার মেয়র :-চিত্তরঞ্জন দাস ।
৯১. প্রথম শেরিফ :-দিগম্বর মিত্র।
৯২. প্রথম এম. আর. সি. পি. পরীক্ষায় প্রথম হন :-ডাঃ বিধানচন্দ্র রায়।
৯৩. প্রথম বিদেশে ধর্ম প্রচার করেন :-স্বামী বিবেকানন্দ।
৯৪. প্রথম স্যার উপাধী পান :-চন্দ্রমাধব শেষে।
৯৫. প্রথম ব্রতচারী সংঘ প্রতিষ্ঠাকরেন :- গুরুসদয় দত্ত।
৯৬. প্রথম আই. সি .এস পদ ত্যাগ করেন :-সুভাষচন্দ্র বসু।
৯৭. প্রথম 'নাইট' উপাধি ত্যাগ করেন :-রবীন্দ্রনাথ ঠাকুর।
৯৮. প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক :-মাইকেল মধুসূদন দত্ত।
৯৯.প্রথম হিমালয়ের উচ্চতা মাপনকারী :- রাধানাথ শিকদার
১০০. প্রথম সাইকেলে ভ্রমণ :- রামনাথ বিশ্বাস।
_______________________________________
Pdf download link -
রাজ্যে প্রচুর ভলেন্টিয়ার কর্মী নিয়োগ || WB Volenteer Recruitment 2022-23 || Para Legal Volunteers Recruitment 2022-23
Wednesday, December 28, 2022
উপন্যাস - পদ্মাবধূ || বিশ্বনাথ দাস || Padmabadhu by Biswanath Das || Fiction - Padmabadhu Part -32
বাড়ীতে উপস্থিত হয়ে দেবীদাস সেদিন ঐ অবস্থায় কোন মতে থাকতে পারল না। বিছানায় শুয়ে সর্বদা ছটপট করতে থাকে। দেহের সমস্ত স্থানে যেন বিছুটির আঘাতে যন্ত্রণা অনুভব করছে। বুঝতে পারল যে, ঐ চক্রান্তকারীদের ষড়যন্ত্র হতে নিস্তার পাবার কোন উপায় নেই। অগাধ ধন দৌলত, টাকা কড়ি থাকা সত্বেও যে অভাবনীয় চিন্তা সারা মনকে ক্লান্ত করবে কোন দিন কল্পনা করেননি।








