Thursday, March 30, 2023

লেটার বক্সে - সৌম্যদীপ সাহা || কবিতা || Poem || Kobita

 লেটার বক্সে

সৌম্যদীপ সাহা 


রাস্তার পাশে লেটার বক্সে

কত চিঠি জমে আছে,

নিষ্ক্রিয় হয়ে কতকাল

সে নীরবে পড়ে কাঁদে।

চিঠিগুলো বুঝি হলুদ 

হল বাক্সের ভিতর থেকে

কষ্টের লেখা স্পষ্ট আজও

জীর্ণ চিঠির ছিন্ন বুকে।


বহু অতীতের সাক্ষী সে

কেউ কি সেসব জানে আর?

বাক্সের গায়ে জং ধরেছে

ভগ্ন হয়েছে শরীর তার।

মেল, মেসেজে বার্তা যায়

চিঠির আজ নেই প্রয়োজন,

মূল্যহারা লেটার বক্সটা 

ভাবছে কবে আসবে পিয়ন।


বসন্তের দিনে - বাপী নাগ || কবিতা || Poem || Kobita

 বসন্তের দিনে 

  বাপী নাগ



নতুন পাতা দোলে বাতাসে

বসন্ত যে এসে গেছে।

গাছে ধরেছে আমের বোল

পাখিরা গান গাইছে।


মিষ্টি রোদ আকাশের গায়

কুসুম কলি ফোটে।

উড়ছে পাখি দূর আকাশে

নেই যে তারা কষ্টে।


সুন্দর এই দিনগুলো আজ

তোমার হয়ে থাক।

তোমার এ ভালোবাসা কুহু

কোকিলের ডাক।


নানা রঙে বসন্ত এসে গেছে

হলুদ কিংবা নীল।

রঙের-ই ছোঁয়ায় মন ভরবে 

কতই আছে মিল।


আবিরের রং যে চারিপাশে 

গাছে পাখি ডাকে।

সবাই আনন্দে মাতে আজ

রং দেব যে তাকে।


এলো মনেতে আজ বসন্ত

মনেতে রঙ ছড়ায়

ফাগুনের এই দিনে দুচোখ

কত কি যে দেখায়।


রঙ খেলার এই দোলযাত্রা

ফাগুনের দিনেতে

হালকা হালকা মৃদু বাতাস

রঙে সবাই মাতে।

রাক্ষসী - মিঠু বিশ্বাস || কবিতা || Poem || Kobita

 রাক্ষসী


মিঠু বিশ্বাস 


প্রতিরাতে ফিরে আসে এক নারী আমার মোবাইলে

আমার আঙ্গুল ছুঁয়ে গড়িয়ে পড়ে শরীরে

চুষে নেয় আগুন-

চুলের আড়ালে চুমু খেতে খেতে টেনে নিয়ে যায় তার দেশে

রাত জেগে বসে থাকি তার কোলে মাথা রেখে

সকাল হলে উড়তে থাকে আমার রক্তাক্ত দেহ সীমান্তের কাঁটাতারে।

অন্ধকারেরা - মহা রফিক শেখ || কবিতা || Poem || Kobita

 অন্ধকারেরা

মহা রফিক শেখ


ক্লান্ত রাতের অন্ধকারেরা হা- পিত্যেশ করে বসে আছে।

সবে অমাবস্যা লেগেছে।

তবুও ভোরের আলোকে একবার ছুঁতে চাই।

গভীর গুহায় কিলবিল করছে বন্দী অন্ধকারেরা....

মুক্তি পেতে চাই।

বারবার আঘাত করে বদ্ধ পাথরে ।

যদি ফিনকি দিয়ে আগুনের রশ্মি বেরোয়।


গুমটি মেরে বসে থাকে - জমাট অন্ধকারে রা ।

শ্যাওলা হয়ে জমতে থাকে বুকের খাঁচায়।

সবুজ হতে চাই প্রাণের ভিতর প্রাণ পেয়ে।

দেশটার নাম ভারতবর্ষ - রবি রাম হালদার || কবিতা || Poem || Kobita

 দেশটার নাম ভারতবর্ষ 

 রবি রাম হালদার 



দেশটার নাম ভারত বর্ষ , স্পষ্ট দুটি ভাগে ,

 কেউ থাকে অট্টালিকায় , কেউ ভিক্ষা মাগে।

 একটি ছেলের দল আজও কাগজ কুড়ায় ,

একটি দল সেজেগুজে বেশ ঘুরে বেড়ায় ।

 কত শত মহিলারা রোজ সকালে বাসন মাজে ,

 বাবুদের বাড়িতে সবাই যায় ঝি-এর কাজে ।

 এক শ্রেনির বাড়ি - ঘর নেই, ফুটপাতে যাপন ,

 ফুটপাতকে করেছে তারা যেন কত আপন।

 এক দল ইটের ভাটায় কাজ করে সারাদিন ,

আবালবৃদ্ধবনিতা নদীতে ডুবে ডুবে ধরে মীন।

একশ্রেনি টাকার জোরে ঘুরে বেড়ায় বিদেশ,

একশ্রেনি থাকে অনাহারে,ছিন্ন বস্ত্র মলিন বেশ।

একটি দল কাঁকড়া ধরে সুন্দরবনের গাঙে,

বাঘে ধরার ভয় আছে জেনেও তারা মধু ভাঙে।

কেউ দেখি ঠাণ্ডা ঘরে বসে আপন মনে লেখে ,

দেশের সম্পদ চুরি করার ফন্দি ফিকির শেখে।

দেশটার নাম ভারতবর্ষ, দুটি ভাগ স্পষ্ট দৃশ্যমান ,

স্বাধীনতা- সমানাধিকার - কেতাবে বিদ্যমান।

খন্ডিত সময় - অঞ্জন মুখার্জী || কবিতা || Poem || Kobita

 খন্ডিত সময় 

 অঞ্জন মুখার্জী


যেদিন বড় হবো 

রক্ত নেশায় আগুন পাবে 

                   - - কথা ছিলো । 

সেই কবে বড় হয়ে গেলাম আর একবার 

চেয়ে দেখি গোলাম হয়ে আছি । 

কিছু থাকলে দিয়ে দিই সময়কে 

কিছুই থাকে না বাকি 

                 - - দারিদ্র কর্মে ।  

তবু , যখন খিদে পায় খাই 

বহু জন্ম ধরে বারে বারে । 

নাইবা কথা রইলো আজ 

এখনও তো বেঁচে

             - -বাঁচার নিয়মে । 

শুয়ে জাগা স্বপ্ন দেখি , সেই কবেকার - 

আগুন জ্বালিয়েছি পাথরে পাথরে ,  

খুঁজে পেয়েছি প্রান , প্রাগ - ঐতিহাসিক 

                    - - জ্বালামুখ । 

সুখ করে আগুন পুইয়েছি মধ্যযুগে । 

গোলাম তো মোটে , 

        - - এই অর্ধ শতাব্দীর ॥  

পদ্ম মধু - সবুজ জানা || কবিতা || Poem || Kobita

 পদ্ম মধু

সবুজ জানা



আগুনে ফেনার ভেতর আবহমান শুয়ে আছে রৌদ্রপায়ী সৈকত

সাংসারিক বিষে নীল হয়ে আসা নাবিকের চোখ  

তাকিয়ে আছে জলে

ক্রমাগত বৈষ্ণব বিনয়ী ঘরানার ঢেউ উঠে 

আর ধুয়িয়ে দেয় নরনারায়নের পা...

অখণ্ড ভারতবর্ষ পবিত্র হয়ে ওঠে

জগন্নাথ ঘাটে ডুবে যায় আমাদের চৈতন্যদেব

এমন করে ডুবলে যুগে যুগে ভেসে ওঠা যায়।


আমরাও এক একজন লোটাস ইটারেরই অবতার

স্ত্রীর দেওেয়া কমলালেবু আছে অফিস ব‍্যাগের ভেতর  

জিভের স্বাদ নিম্ন মধ‍্যপন্থার পদ্ম মধু।




বিচ্ছিন্ন ঘটনা - ইমতিয়াজ কবির || কবিতা || Poem || Kobita

 বিচ্ছিন্ন ঘটনা 

      -ইমতিয়াজ কবির


যে কঙ্কাল-হাত সযত্নে
চা পাতা তুলতে ব্যাস্ত;
নদী খাতের পাথর, ইট-ভাটায়, ক্ষেত মজুরিতে নিযুক্ত
প্রসূতির অপুষ্টি দেহ শুন্য রক্ত !
অজুহাত সার, শিক্ষা-সচেতন
বিলম্ব"রেফার'প্রশ্ন -ই বীমা-পরিবহণ
মৃত্যু রটনা শুধু-ই "বিচ্ছিন্ন ঘটনা '?
যে দেশ তোমার
সে দেশ-ও আমার !
রাজার রাজা নির্বাচিত
সবাই প্রজা জন্মগত
সংখ্যাগুরু-সংখ্যালঘু
তত্ত্ব বড়ো-ই ভুল
ভিন্ন মেঘের বর্ষণে তাই
ভরে নদীর কূল !
দেহের মিলন রং দেখে না
মনের মিলন জাত !
শুন্য জঠর দুর্বল পানি কষ্ঠে জুটায় ভাত ।
বন্দী পাখির মুক্ত আকাশ
পশুর সীমানা.......!
মন-মণ্ডপে মানুষ পূজো
বিধি মেলাক ডানা...?

আমার চাঁদ - তপন মাইতি || কবিতা || Poem || Kobita

 আমার চাঁদ 

তপন মাইতি


যতবার চাঁদ ওঠে ততবার মনে হয় 

জোছনা ভালো করে মাখা হল না আজ 

শেষ পর্যন্ত আধবয়সে হাত ধরে ঘুরতে শহরে?

লাজ লজ্জার কি আছে?

আমরা তো পশ্চিমের দিকে ঝুঁকে আছি অনেকটা 

আর অন্ধ কপি করছি 

চাকরির পেছন ছুটতে ছুটতে 

মাথার চুলগুলো হারিয়ে গেল 

বুকের রোমগুলো স্কিনার ফুটে বেরিয়ে আসছে 


চাকরি পাবার পর যতবার চাঁদ উঠবে 

সপিং মলের মতো চিন্তা মাথায় ঘুরঘুর করবে 

যারা ভেবেছিল কোন দাম নেই 

তারা গায়ে পড়ে জোছনা ছড়াবে

এখনো যেভাবে আমার 

কম বয়সী চাঁদ জোছনা ছড়ায় 

ভরসা আছে তার 

চাঁদ ছাড়া কারোর দিকে 

ভালো করে তাকাই না। 

অবচেতনার শব্দহীন ছায়া - আবদুস সালাম || কবিতা || Poem || Kobita

 অবচেতনার শব্দহীন ছায়া

আবদুস সালাম


আমাদের এতো অহংকার !

অবিস্তৃত দুর্গন্ধময় জলাশয়

  জন্ম বৃত্তান্ত খুঁড়ে খুঁড়ে দেখি নরকের টানা পড়েন 


পড়ে আছে অবাঞ্ছিত নিঃশ্বাসের মর্মভেদী আকুতি

অস্তিত্ব রক্ষার নির্মম বেদনা মাখা দলিল দোদুল্যমান মহাপৃথিবীর অন্তরে প্রত্যহীন আগুন


পুড়ে মরে মেঘময় শ্রাবণের নিষিদ্ধ সংলাপ ও মহাকালের মর্মভেদী পলাতকা প্রেমের নির্যাস

বেদনার টানাপড়েন

  সামনে বিষময় পৃথিবীর ঢেউ


রাস্তা জুড়ে পড়ে আছে অনন্ত প্রলাপ, আলোর বিকল্প

   আলোর বিকেল জুড়ে হাসপাতালের নির্জন কক্ষে অজ্ঞাতবাস

তৃষ্ণার্ত প্রেম বদ্ধ জলে শুচিতা সারে নির্বাসিত পৃথিবীর হাত ধরে বেড়ে ওঠে হ্যালা- ফুলের গ্রীষ্মকাল

  নিঃশব্দে জল গতি হারিয়ে গন্ধময় বিছানা 

পড়ে রইল অবচেতনার শব্দহীন ছায়া


মহাকালের ঠিকানা জুড়ে শুধু বেদনার মহাসাগর ,ব্যর্থ অহংকারের মর্মভেদী নীরব আকুতি ----

পৃথিবী - সুশান্ত সেন || কবিতা || Poem || Kobita

 পৃথিবী

সুশান্ত সেন



এই পৃথিবী টা কি টুকরো টুকরো হয়ে যায়,

টুকরো টুকরো হয়ে কি নানা দেশ নানা ভাষা

গড়ে তোলে !

এক দেশ থেকে অন্য দেশে গড়ে তোলা বিধি নিষেধ , 

পাসপোর্ট ও পরিচয়পত্র নিয়ে হিমশিম ,

হিমেল স্রোত বয়ে চলে - সভ্যতার।

আর সামলানো গেল না , ঘুম থেকে উঠে দেখলাম

মনটা টুকরো টুকরো হয়ে চাঁদের আলোর মত 

ভেঙ্গে ভেঙ্গে মিশে যাচ্ছে সমুদ্রের জলে,

সভ্যতার বলি হয়ে টাইটানিক ডুবে যাচ্ছে,

শেষে মাস্তুলটাও আর দেখা গেল না।


রগড়ে রগড়ে তোমাকে শেষ করে দিলাম পৃথিবী।

দরজা - তৈমুর খান || কবিতা || Poem || Kobita

 দরজা

তৈমুর খান 



 বিষণ্ন প্রহরগুলি দরজার কাছে দাঁড়িয়ে আছে

 বিপ্লব আসেনি ফিরে, শুধু গান এসে

 বসন্তের ঘোষণা করেছে


 ঝরেপড়া চুম্বন আর বিগত প্রতিশ্রুতিগুলি

 সব ধুলো হয়ে গেছে

 আজ ধুলোর কাছেই আমরা হৃদয় খুঁজতে থাকি


 মানবসভ্যতায় শুধু দরজা বানায় মানুষ

 যদিও প্রকৃত ঘর নেই

 যদিও বসন্তে তার বাজে নাকো বাঁশি

 যদিও হাসি-খুশি নামে বহু সন্তান-সন্ততি জন্মায়!


মার্চ সংখ্যা ২০২৩ || March Sonkha 2023


 



রাম নবমীর উচ্ছ্বাসে উদ্ভাসিত সমগ্র দেশ। সংস্কৃতি আর সাহিত্যের মেলবন্ধন একমাত্র লেখক ও প্রকৃত পাঠকরা বুঝতে পারেন। কিন্তু কবির কলম শুধুমাত্র এই দুই অংশের কাছে পরিচিত হলে হবে না। হতে হবে জন সাধারণের কাছে গ্রহণযোগ্য ও সহজে বোধগম্য। তাই এমন রচনার সৃষ্টি করুন যা প্রতিটি ভারতবাসীর তথা বিশ্বের প্রতিটি সাধারণ মানুষের হৃদয় ভগবান রামচন্দ্রের প্রতি ভক্তির আবেগ সঞ্চালিত হয়।


আমাদের সকলের প্রিয় ওয়েবসাইট ম্যাগাজিন তথা ব্লগজিন ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সেই সুযোগ আপনাকে দিচ্ছে। আপনি সেই সুযোগ কে কাজে লাগান। এগিয়ে চলুন হাতে হাত রেখে। পড়ুন, লিখুন, জনসাধারণের কাছে কিছু শিক্ষা রেখে যান।

                    ‌‌                 ধন্যবাদান্তে
                    World Sahitya Adda সম্পাদকীয় 

_______________________________________________




এছাড়া পাওয়া যাবে ফ্লিপকার্ট ও অ্যামাজনে অনলাইন এ....

______________________________________________



______________________________________________

বি.দ্র:- সকল কবি ও লেখক তাদের লেখা এই সংখ্যাতে থাকছে তারা প্রত্যেকে এই হোম পেজে নিজের দিকে যান তারপর 'view web virsion' এ ক্লিক করুন । তারপর ঐ মেন পেজে ডানদিকে সূচিপত্রের লিস্ট পাবেন। সেই লিস্ট নিজের নামে ক্লিক করলেই লেখা গুলো দেখতে পাবেন। সেটাই আপনার লেখার লিংক। এই নিয়ম শুধু মাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। যারা কম্পিউটার এ খুলবেন তারা সরাসরি মেন পেজ পাবেন সেখানে সূচিপত্র পাবেন।