Monday, September 11, 2023

August Current affairs 2023 || 16 to 31Days || Current affairs 2023 || Current Event 2023 || August Current Event || সাম্প্রতিক ঘটনাবলী 2023

 




1. ৩টি স্করপিন সাবমেরিন তৈরির জন্য, ফ্রান্স দেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল ভারত।


2. প্রথম রূপান্তরকামী মহিলা হিসাবে, 'মিস ইউনিভার্স নেদারল্যান্ডস'এর শিরোপা জিতে ইতিহাস গড়লেন রিকি ভ্যালেরি কোল।


3. 'বিশ্ব সাপ দিবস' পালিত হয় ১৬ জুলাই।


4. ভারতের ৩৬ তম ফ্লাইং ট্রেনিং স্কুল কোন রাজ্যে চালু হচ্ছে - তামিলনাডু। 


5. বিশ্বের প্রথম দেশ হিসাবে, তরল মিথেন চালিত রকেটের সফল উৎক্ষেপণ করল চিন। 


6. এবছর ‘হেনলে পাসপোর্ট ইনডেক্স'এ ভারতের স্থান ৮০। 


7. ‘ভারতীয় উপকূলরক্ষী বাহিনী'র ২৫ তম ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন রাকেশ পাল।


 8. মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মুখে খাওয়ার গর্ভনিরোধক বড়ি অনুমোদন দেওয়া হল ।


 9. চিন দেশ এক মিশনে ৪১টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে নতুন রেকর্ড করল।


10. 'ন্যাশনাল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল'এর দিল্লি চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন হর্ষবর্ধন বনসাল।


11. ফ্রান্সের সর্বোচ্চ সম্মান 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লেজিয়ঁ অফ অনর’এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


12. টিউনিকেটের একটি নতুন জীবাশ্ম প্রজাতির বর্ণনা দিয়েছেন গবেষকরা। এটির নাম মেগাসিফোন থাইলাকোস ।


13. প্রথম আরব দেশ হিসাবে, অর্থপাচার বিষয়ে এশিয়া/প্যাসিফিক গ্রুপে ‘পর্যবেক্ষক’এর মর্যাদা পেল

সংযুক্ত আরব আমিরশাহী।


 14. এবছর ‘গ্লোবাল ফায়ার পাওয়ার'এর তরফ থেকে প্রকাশিত ‘সামরিক শক্তি তালিকা’ অনুসারে, বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী দেশের তকমা পেল মার্কিন যুক্তরাষ্ট্র।


 15. লিথুয়ানিয়া প্রজাতন্ত্রে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন দেবেশ উত্তম। 


16. ঘানায়, ভারতের পরবর্তী হাই- কমিশনার হিসাবে নিযুক্ত হলেন মনীশ গুপ্ত।


17. আইআইটি গুয়াহাটি শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষকরা হাঁটুর অস্টিওআর্থারাইটিসের তীব্রতা শনাক্ত করতে এআই মডেল তৈরি করলেন। এটির নাম নাম 'অস্টিওএইচআরনেট'।


18. ভারতের তামিলনাডু রাজ্যের আথুর পান পাতা জিআই ট্যাগ পেল। 


19. ভারতের অসম রাজ্য সরকার ‘গজ কথা' প্রচারাভিযান শুরু করল।


20. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবছর 'ভূমি সম্মান' প্রদান করলেন।


21. কেন্দ্রীয় সরকার ভারত ডাল ব্র্যান্ডের অধীনে ভরতুকিযুক্ত চানা ডাল বিক্রির কথা ঘোষণা করেছে। 


 22. ‘আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস’ পালিত হয় ১৮ জুলাই।


23. কার্গো হ্যান্ডলিংয়ে জাতীয় রেকর্ড গড়ল 'গোপালপুর বন্দর'। এই বন্দরটি ভারতের ওড়িশা রাজ্যে আছে। 


24. ইজরায়েল দেশের পার্লামেন্টে 'সুপ্রিম কোর্ট'এর ক্ষমতা সীমিত করে বিল পাস হল।


25. ‘উত্তর প্রদেশ ইলেক্টি সিটি রেগুলেটরি কমিশন'এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন অরবিন্দ কুমার।


26. এখন বিশ্বের বৃহত্তম অফিস ভবন রয়েছে গুজরাতের সুরাতে। অফিস ভবনটির নাম সুরাত ডায়মন্ড বুর্স।


27. কার্গিল বিজয় দিব পালিত হয় ২৬ শে জুলাই।


28. রাশিয়া দেশ মানুষের লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচার নিষিদ্ধ ঘোষণা করল।


29. ১৪ তম 'ইন্ডিয়ান ফিল্ম ফেষ্টিভ্যাল অফ মেলবোর্ন'এ 'রাইজিং গ্লোবাল সুপারস্টার অফ ইন্ডিয়ান সিনেমা' পুরস্কার পেতে চলেছেন কার্তিক আরিয়ান।


30. ভারতের প্রথম পাঁজা ওষুধ প্রকল্পের নেতৃত্ব দিতে চলেছে জন্মু।


31. এবছর গুজরাতের গান্ধীনগরে 'সেমিকন ইন্ডিয়া'র

উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী।


32. ট্যুইটার কোম্পানি তাদের লোগো বদল করল – (এখন ট্যুইটার'এর নতুন লোগো কালো রঙের ওপরে সাদা রঙে লেখা 'এক্স' অক্ষর)।


34. 'ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো'র তথ্য অনুযায়ী, দলিতদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষ স্থান পেল মধ্য প্রদেশ রাজ্য।


 35. ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’এ ভারতীয় সেনাবাহিনীর বলিদানকে স্মরণ করে ভি সি যশবন্ত ঘাড়গে সানডায়াল মেমোরিয়াল' তৈরি করল ইতালি।



36. দেশে চালের দাম ঠিক রাখতে, বাসমতি চাল ছাড়া সব ধরনের চাল (অ- বাসমতি সাদা চাল) রফতানি নিষিদ্ধ ঘোষণা করল ভারত। 


37. ভারতের রাজস্থান রাজ্যের বিধানসভা 'ন্যূনতম গ্যারান্টিড ইনকাম বিল' পাস করল ।


38. 'ভারত ডায়নামিক্স লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন এ.মাধব রাও।



39. ভারতের উত্তর প্রদেশ রাজ্য সরকার 'মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনা' বাস্তবায়ন করছে । 



40. ভারতের ওড়িশা রাজ্য সরকার ‘মিশন শক্তি স্কুটার যোজনা' চালু করল ।


41. হেলিকপ্টার কেনার জন্য 'হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড'এর সঙ্গে চুক্তি করল আর্জেন্তিনা । 


42. ‘ইন্টারন্যাশনাল মাইলোমা ফাউন্ডেশন’এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন এস.ভিনসেন্ট রাজকুমার। 


43. প্রথম মহিলা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ আধিকারিক পদে বসলেন অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেত্তি।


44. ভারতের হিমাচল প্রদেশ রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য, ‘সশক্ত মহিলা ঋণ যোজনা' প্রকল্প চালু করল।


45. সোমালিয়ায়, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন নামগ্যা সি.খাম্পা।


46. ২ অক্টোবর থেকে, ১ লিটার পর্যন্ত মাপের প্যাকেটজাত পানীয় জলের বোতল নিষিদ্ধ করছে অসম রাজ্য। 


47.ভারতের ইতিহাসে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দ্বিতীয় দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রীর শিরোপা পেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।


48. এবছরের ডিসেম্বর পর্যন্ত, সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে বিনামূল্যে চিনি সরবরাহ করবে ভারতের দিল্লি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল।


 49. ত্রিপুরার আগরতলা জিএসটি ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


 50. ভারতের ছত্তিশগড় রাজ্য সরকার ‘গ্রামীণ আবাস ন্যায় যোজনা' নামে একটি গ্রামীণ আবাসন প্রকল্প চালু করল।


51. বিশ্বের কনিষ্ঠতম (১৮ বছর) ব্যক্তি হিসাবে, ‘নর্থচ্যানেল' অতিক্রম করলেন ভারতের অংশুমান ঝিংরান।


52. এবছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়া দিল্লিতে ‘গ্রন্থাগার উৎসব এর উদ্বোধন করেছেন।


53. ‘রেলওয়ে প্রোটেকশন ফোর্স' এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন মনোজ যাদব। 


54. ২০২৪ সালে ৬৯ তম 'ফিল্মফেয়ার পুরস্কার' আয়োজন করবে গুজরাত। 


55. বিশ্বের বৃহত্তম জাতীয় পুরুষ প্রতিযোগিতা 'দ্য রুবারু' মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে গোয়া।


56. এবছর 'অস্ট্রিয়ান খাঁ প্রি' জিতলেন ম্যাক্স ভারস্তাপেন। 



57. ভারতীয় পুরুষ ক্রিকেট দলের চিফ সিলেক্টর হিসাবে নিযুক্ত হলেন অজিত আগরকর।


58. ইউকি ভামৱি ভারতীয় টেনিস খেলোয়াড় যিনি স্পেনে 'ম্যালোর্কা ওপন’এ পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন (দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসের সঙ্গে জুটি বেঁধে এই খেতাব অর্জন করেছেন তিনি)।


59. ওয়েস্ট ইন্ডিজ দল চলতি বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নিল । 


60. এবছর ‘সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ' জিতল ভারত (কুয়েতকে পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ ব্যবধানে হারিয়ে)।



61. ষষ্ঠ যুব মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতল হরিয়ানা।


62. চিনে, এশিয়ান মিক্সড ডাবলস স্কোয়াশ টুনামেন্ট জিতলেন দীপিকা পাল্লিকাল ও হারিন্দর পাল সিংসাঁধু এনারা হলেন ভারতীয় (মালয়েশিয়ান ১১-১০ ও ১১-৮ ব্যবধানে হারিয়ে)। 


63. ২০২২-২৩ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এর বিচারে, 'বর্ষসেরা পুরুষ ফুটবলার'এর শিরোপা পেলেন লালিয়ানজুয়ালা ছাঙতে।


64. ২০২২-২৩ সালে 'পূর্বভারতীয় ফুটবল ফেডারেশন'এর বিচারে, 'বর্ষসেরা মহিলা ফুটবলার'এর শিরোপা পেলেন কে - মনীয়া কল্যাণ। 


65. 'বাস্কেটবল ফেডারেশন অফ 'ইন্ডিয়া'র প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে --- আদম্ভ অর্জুন।


66. ভারত দেশের মহিলা তিরন্দাজরা 'বিশ্ব তিরন্দাজ যুব চ্যাম্পিয়নশিপ'এ অনুর্ধ্ব-১৮ ও অনুর্ধ্ব-২১ বিভাগে সোনার পদক জিতেছে ।


67. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবাল বাংলাদেশের হয়ে খেলতেন।


 68. প্রথম ভারতীয় হিসাবে, এবছর অ্যাসোসিয়েশন'এর তরফ থেকে 'বর্ষসেরা এশিয়ান অনুর্ধ্ব-২০ পুরুষ ক্রীড়াবিদ’এর শিরোপা পেলেন ভারতীয় ট্রিপল জাম্পার সেলভা প্রভু 'এশিয়ান অ্যাথলেটিক্স পিরুমারান।


69. ২০২২-২৩ সালে এফআইএইচ 'হকি প্রো লিগ' খেতাব জিতল নেদারল্যান্ডস দেশের পুরুষ দল (বেলজিয়ামকে হারিয়ে)।


70. কোল ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান ও এম ডি হিসেবে নিযুক্ত হলেন পিএম প্রসাদ।


71. এনসিসি ডিরেক্টর (অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা) ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব নিলেন এয়ার কমান্ডার ভি এম রেড্ডি।


72. কেন্দ্রের সামরিক বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল অতুল আনন্দ।


73. অস্ট্রেলিয়ান গ্রাঁ পি জিতলেন ম্যাক্স ভারস্তাপেন।


74. ষষ্ঠ যুব মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতল হরিয়ানা। 


75. নতুন ন্যাশনাল সাইবার সিকিউরিটি কো অর্ডিনেটর হিসাবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল এম ইউ নায়ার।


76. ভারতীয় স্টেট ব্যাংক এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কামেশ্বর রাও কোদাভান্তি।


77. বিশ্বের প্রথম দেশ হিসেবে মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় ম্যাজিক মাশরুম কে ( এর পেশাকি নাম সাইলোসাইবিন মাশরুম) ঔষধ হিসেবে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া।


78. কুয়েতকে পেনাল্টি শুট আউটে 5-4 ব্যবধানে হারিয়ে এ বছর সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ জিতল ভারত।


79. বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনাইটেড নেশন ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর প্রধান হিসেবে পুনঃনির্বাচিত হলেন চীনের কু ডং ইউ (৫ জুলাই)।


80. ভারতীয় পুরুষ ক্রিকেট দলের চিফ সিলেক্টর হিসেবে নিযুক্ত হলেন অজিত আগারকার।


90. কুইক হিল টেকনোলজিস এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন বিশাল সালভি।


91. স্পোর্টস গিয়ার কোম্পানি অ্যাসিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রচার দুত হিসেবে নিযুক্ত হলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।



92. ৬৩ দিন পর শেষ পর্যন্ত ইনজেনুয়িটি মার্স হেলিকপ্টারের খোঁজ মিলল। মঙ্গল গ্রহের পরিবেশ পর্যবেক্ষণ করতে এই ইনজেনুটি মার্স হেলিকপ্টার পাঠানো হয়েছিল 2021 সালে। এর সঙ্গে ছিল প্রিজারভেন্স রোভার।


93. ২০২২-২৩ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে বর্ষসেরা পুরুষ ফুটবলার এর শিরোপা পেলেন লালিয়ান জোয়ালা ছাঙতে অন্যদিকে বর্ষসেরা মহিলা ফুটবলার এর শিরোপা পেলেন মনীষা কল্যাণ।


94. ৬ ই জুলাই ভারতে লয়েডস টেকনোলজি সেন্টার এর চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সিরিশা ভোরুগান্টি।


96. রাজ্যের শহর অঞ্চলের সব জলাশয়কে পুনর্জীবিত ও সংস্কার করার লক্ষ্যে আমা পোখারী প্রকল্প চালু করলেন উড়িষ্যা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।


97. বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন আদভ আর্জুন।


98. ফেসবুক ইনস্টাগ্রাম এর পর সামাজিক মাধ্যম হিসেবে মেটা বাজারে আনল নতুন অ্যাপ থ্রেডস।


99. মানসিক যন্ত্রণায় থাকা মানুষদের জন্য ভারতের প্রথম টেলি মানস চ্যাট বট চালু করল জম্মু ও কাশ্মীর।


100. ২০ শে জুলাই আমেরিকায় চলতি বছরের ইন্ডিয়ান অ্যাচিভার অ্যাওয়ার্ড পেলেন ইন্দো আমেরিকান সতপ্রীত সিং।


101. একুশে জুলাই ভারত সফরে আসা শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহের উপস্থিতিতে শ্রীলঙ্কাতে ইউপিআই চালু করার ব্যাপারে চুক্তি হলো। অর্থাৎ সিঙ্গাপুর সংযুক্ত আরব আমির সাহি, ফ্রান্সের পর এবার শ্রীলঙ্কাতেও ব্যবহৃত হবে ইউপিআই।


102. ২৩ শে জুলাই দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ আইএনএস কৃপাণ উপহার হিসেবে ভিয়েতনামের হাতে তুলে দিল ভারত।


103. কানাডার ক্যালগেরি হেরিটেজ কেন্দ্র থেকে এমপি পদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত সুভালয় মজুমদার।


104. আরো এক বছরের জন্য ন্যাটোর সেক্রেটারি জেনারেল পদে বহাল থাকছেন জেনস স্টোলেনবার্গ।


105. ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন পি বাসুদেবন।



106. গ্লোবাল ক্রাইসিস রেস্পন্স গ্রুপ এর চ্যাম্পিয়ন্স গ্রুপে যোগ দিল ভারত।


107. ৮ই জুলাই ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল এর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি শেও কুমার সিং।



108. ১ লা আগস্ট ভারতীয় ফিনান্সিয়াল প্ল্যানিং স্টান্ডার্ডস বোর্ড এর জিপ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব নিলেন কৃষাণ মিশ্র।


109. প্রথম ভারতীয় হিসাবে রাশিয়ান এনার্জি জায়ান্ট রোসনেফট এর বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত হলেন গোবিন্দ ফোটিস সতীশ।


110. মহিলা গ্রাহকদের চাহিদা মেটাতে ও মহিলাদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে, কোচির কাছে থ্রিপ্পুনিথুরায় মৈত্রীয় নামে প্রথম সর্ব মহিলা শাখা খুললো পিরামল ফিনান্স।


111. ব্রিটিশ জাতীয় পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার পেলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শেখর কাপুর। তার পরিচালিত হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট চলচ্চিত্রের জন্য এই পুরস্কার পেলেন তিনি।


112. প্রথম ভারতীয় হিসেবে এ বছর এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন এর তরফ থেকে বর্ষসেরা এশিয়ান অনূর্ধ্ব -২০ পুরুষ ক্রীড়াবিদ এর শিরোপা পেলেন ভারতীয় ট্রিপল জাম্পার সেলভা প্রভু থিরুমারান।



113. প্রথম ও সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা হিসাবে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে তিনবার ভাষণ দেওয়ার নজির বললেন ল' অফিসার দীপিকা দেশওয়াল।


114. ৯ জুলাই আন্ধ্রা প্রদেশের পেদাভোগীতে অবস্থিত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম রিসার্চ এর গবেষণা উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন বি নীরজা প্রভাকর।


115. শ্রীনিবাস রেড্ডিকে ভারতের নতুন নীতিপ্রধান হিসেবে নিযুক্ত করল google।



116. এ বছর কলকাতায় অ্যাসোচেম বিজনেস এক্সিলেন্স পুরস্কারে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হলো ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন।


117. নয়ডার সেক্টর ৭৮ এ ভারতের প্রথম বৈদিক থিম পার্কের উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই পার্কটির নাম ভেদভান পার্ক।


118. চীনের ব্যাডমিন্টন তারকা লি শিফেংকে ২১- ১৮ ও ২২-২০ ব্যবধানে হারিয়ে কানাডা ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন জাপানের ব্যাডমিন্টন তারকা আকানে ইয়ামাগুচি।


119. ১০ই জুলাই ফিনটেক ফার্ম 'ভারতপে'র চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিযুক্ত হলেন পঙ্কজ গোয়েল।


120. প্রথম ভারতীয় পুরুষ হিসাবে আয়ারল্যান্ডে বিশ্ব যুব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপ এ বিকার্ভ বিভাগে সোনার পদক পেলেন পার্থ সালুনখে।


121. প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট ২০২৩ চালু করলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


122. ১১ ই জুলাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টারস অথরিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে রাজা রামন



123. ইউরোপিয়ান ইউনিয়নের প্রথম প্রকাশ্য সমকামী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এডগাস রিং কে ভিক্স।



124. তেলেঙ্গানার প্রথম বিমাকৃত গ্রামে পরিণত হলো আদিলাবাদ জেলার একটি মডেল গ্রাম মুখরা। যেখানে ১০০% বীমা করা সম্ভব হয়েছে।



125. কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ কে হারালেন ভারতীয় দাবারু ১৭ বছর বয়সী গুকেশ ডি।



126. কানাডা মন্ত্রিসভার ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান রাজনীতিবিদ অনিতা।


127. ৩ রা আগস্ট মুক ও বধিরদের ভাষা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিল দক্ষিণ আফ্রিকা।



128. সাও টোমে ও প্রিন্সিপে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন দীপক মিগ্লানি।


129. ব্রিটিশ প্রধানমন্ত্রীর 'পয়েন্টস অফ লাইট' পুরস্কারে ভূষিত হল ভারতীয় বংশোদ্ভূত ৭ বছর বয়সি মোক্ষা

রায়।


130. সম্প্রতি খবরে আসা 'জ্ঞানবাপী মসজিদ'টি ভারতের উত্তর প্রদেশ রাজ্যে আছে।


131. অশ্বমেধ দেবীকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করল বিহার সরকার।


132. 'জেনেভা স্কুল অফ ডিপ্লোম্যাসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স'এর তরফ থেকে, শশী থারুর সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন।


133. যুক্তরাজ্য 'অবৈধ অভিবাসন বিল' পাস করল ।


135. সম্প্রতি খবরে আসা 'টাঙ্কাই পদ্ধতি' জাহাজ নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।


136. কানপুর কারাগার কারাবন্দিদের জন্য রেডিও স্টেশন চালু করা হল।


137. ভারতের রাজস্থান রাজ্য সরকার রূপান্তরকামী ব্যক্তির পরিচয় স্বীকার করে প্রথম জন্ম শংসাপত্র জারি করেছে।


138. বিবাহ অনুষ্ঠান ও অন্যান্য শুভ অনুষ্ঠান আয়োজনের জন্য, প্রতিটি জেলায় 'কল্যাণ মণ্ডপ' বা, 'মাঙ্গলিক মণ্ডপ' (শুভ মণ্ডপ) তৈরি করার সিদ্ধান্ত নিল উত্তর প্রদেশ রাজ্য ।


139. খেলাধুলার প্রসারের জন্য, বিহারের রাজগীরে ক্রীড়া বিশ্ববিদ্যালয় ও আকাদেমি তৈরি করা হচ্ছে।


140. সম্প্রতি খড়গ নদী অববাহিকা প্রকল্প অনুমোদিত হয়েছে। খড়গ নদী অববাহিকা প্রকল্প ভারতের ওড়িশা রাজ্যে আছে ।


141. ভারতের প্রথম 'স্যাটেলাইট নেটওয়ার্ক পোর্টাল সাইট' পেতে চলেছে গুজরাত রাজ্য ।



142. ম্যালেরিয়া ও ডেঙ্গু-সহ আরও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের জন্য, জলাশয়ে লাখ লাখ গাম্বুসিয়া মাছ ছাড়ল আন্ধ্রা প্রদেশ রাজ্য সরকার। 


143. ব্রিটেন দেশে বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যাটারি কারখানা তৈরি করতে চলেছে 'টাটা গোষ্ঠী'।


144. নয়ডা অথরিটি'র চিফ এক্সিকিউটিভ অফিসার এখন লোকেশ এম.।


146. অ্যামাজন ইন্ডিয়া সংস্থা শ্রীনগরের বিখ্যাত ডাল লেকে নিজেদের প্রথম ভাসমান বাজার খুলল। 


147. ৭টি জঙ্গল সাফারি থাকা বিশ্বের প্রথম শহর হতে চলেছে রাজস্থানের জয়পুর।


148. ইউক্রেন দেশকে নতুন করে ৪০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।


149. কেনিয়ার নাইরোবিতে, 'ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ'এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন যুক্তরাজ্যের জেমস ফার্গুসন 'জিম' স্কেয়া।



150. প্রথম ভারতীয় শহর হিসাবে, মর্যাদাপূর্ণ 'বিশ্ব শহর সংস্কৃতি ফোরাম'এ যোগ দিল বেঙ্গালরু।


151. আনুষ্ঠানিকভাবে, লাম্পি স্কিন ডিজিজ পজিটিভ রাজ্য হিসাবে ঘোষিত হল নাগাল্যান্ড রাজ্য।


152. টাটা স্টিল'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন টি.ভি. নরেন্দ্রন।


153. লাদাখের প্রথম মহিলা পরিচালিত পুলিশ স্টেশন কার্গিলে চালু হল।


154. চিনের নতুন বিদেশমন্ত্রী হিসাবে মনোনীত হলেন ওয়াং ই।


 155. মুম্বইয়ের বাইকুল্লা রেলওয়ে স্টেশন 'ইউনেস্কো'র মর্যাদাপূর্ণ এশিয়া প্যাসিফিক কালচারাল হেরিটেজ পুরস্কার পেল।


156. সম্প্রতি প্রয়াত সুরিন্দর সিন্দা (৭০ বছর) মূলত সঙ্গীত ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন ।


157. দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রে, ভারতের পরবর্তী হাইকমিশনার হিসাবে নিযুক্ত হলেন প্রভাত কুমার।


 158. সাংবাদিকতায় অবদানের জন্য, প্রবীণ সাংবাদিক প্রেম প্রকাশকে দিল্লিতে 'জীবনকৃতি সম্মান'এ ভূষিত করা হয়েছে। তিনি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এজেন্সি কোম্পানির প্রতিষ্ঠাতা।


159. সিরিয়ায়, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ইরশাদ আহমদ।


160. রাজস্থানের সিকার এ ১.২৫ লাখ 'প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র' জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । 



161. রাজ্যসভার প্রথম নাগা মহিলা সাংসদ হলেন এস. ফাংগনন কোনিয়াক।




162. ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে 'ম্যানগ্রোভ সেল' স্থাপিত হতে চলেছে।


163. 'বিশ্ব হেপাটাইটিস দিবস' কবে পালিত হয় ২৮ জুলাই।


164. এবছর মর্যাদাপূর্ণ 'মাইলস ফ্র্যাঙ্কলিন সাহিত্য পুরস্কার'এ ভূষিত হলেন শঙ্করী চন্দ্রন ('Chai Time at Cinnamon Gardens' উপন্যাসের জন্য এই পুরস্কার পেলেন তিনি)।



165. 'বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস' পালিত হয় ২৮ জুলাই।



166. ভুটান দেশ সফলভাবে 'রুবেলা' ভাইরাস নির্মূলের ঘোষণা করল ।


167. চিনের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর - হিসাবে নিযুক্ত হলেন প্যান গংশেং।



168. 'বম্বে হাই কোর্ট'এর প্রধান • বিচারপতি এখন দেবেন্দ্র কুমার - উপাধ্যায়।


169. ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল 'ডক্টর আপকে গাঁও মে' নামে একটি অগ্রণী উদ্যোগ চালু করেছে ।


170. ২০২৪ সালে 'শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা শহর'এর তালিকায় 1 শীর্ষস্থানে রয়েছে লন্ডন শহর।



171. সম্প্রতি 'রমন-২' নামে একটি রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করল 'ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা'। । ইঞ্জিনটি হায়দরাবাদের স্টার্টআপ কোম্পানি 'স্কাইরুট'। সংস্থার তৈরি ।


172. প্রথম ভারতীয় পুরুষ হিসাবে, আয়ারল্যান্ডে 'বিশ্ব যুব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপ'এ রিকার্ভ বিভাগে সোনার পদক পেলেন পার্থ সালুনখে।



 173. 'কানাডা ওপন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট'এ পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন (চিনের ব্যাডমিন্টন তারকা লি শিফেং'কে ২১-১৮ ও ২২-২০ ব্যবধানে হারিয়ে)।



 174. এবছর 'ব্রিটিশ গ্র্যাঁ প্রি' জিতলেন ম্যাক্স ভারস্তাপেন।


175. ভারতীয় দাবাড়ু ১৭ বছর বয়সি গুকেশ ডি গ্র্যান্ডমাস্টার কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দকে হারালেন।


176. 'আন্তর্জাতিক টেনিস ফেডারেশন'এর তরফ থেকে দেওয়া সর্বোচ্চ সম্মান 'ফিলিপ চ্যাট্রিয়ার পুরস্কার' পেলেন বেলজিয়ান টেনিস তারকা জাস্টিন হেনিন। 


177. 'অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া'র প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কুয়েতের শেখ তালাল ফাহদ আল আহমাদ আল সাবাহ।



178. 'অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া'র প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কুয়েতের শেখ তালাল ফাহদ আল আহমাদ আল সাবাহ।


179. 'আন্তর্জাতিক দাবা দিবস' কবে পালিত হয় - ২০ জুলাই।


180. 'এশিয়ান গেমস'এ ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। 


181. এবছর প্যারিসে, 'প্যারা- অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ'এ পুরুষদের হাই জাম্প টি৪৭ বিভাগে ভারতীয় ক্রীড়াবিদ নিষাদ কুমার রুপো পদক পেলেন।



182. ঘন্টায় ৫৬৫ কিলোমিটার গতিতে 'স্ম্যাশ' মেরে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড 'এ নাম তুললেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিকসাইরাজ রানকিরে ডিড।



183. এবছর 'এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ'এ ভারত মোট ক'টি পদক পেয়েছে- ৬টি (যার মধ্যে ৩টি সোনা ও ৩টি ব্রঞ্জ পদক)।


184.প্রথম ভারতীয় বোলার হিসাবে

 টেস্ট ক্রিকেটে বাবা ও ছেলেকে আউট করার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন (শিবনারাইন ও তেজনারাইন চন্দ্রপলের উইকেট নিয়েছেন তিনি)।


 185. প্যারিসে, 'প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ'এ পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৪৬ বিভাগে সোনার পদক

পেলেন ভারতীয় ক্রীড়াবিদ অজিত সিং।


186. অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য ২০২৬ সালের 'কমনওয়েলথ গেমস'এর আয়োজক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল।


_________________________________________



চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন





Telegram group-

Click here 🔴




Whatsapp group-

Click here 🔴



Sunday, September 10, 2023

রাজ্যে ৫০৯ফুড সাব-ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ || WB Food SI Recruitment 2023 || WB govt job news


 


রাজ্যে ৫০৯ফুড সাব-ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ || WB Food SI Recruitment 2023 || WB govt job news 




রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্য সরকার ফুড সাব-ইনস্পেক্টর পদে ৫০৯ জন নতুন কর্মী নিয়োগ করতে চলেছেন। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিসে, গ্রেড-থ্রি ক্যাটেগরিতে নিয়োগটি করা হবে।প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যমে।

তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে‌ তা নীচে আলোচনা করা হল।

 


নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: 04/2023



নিয়োগ প্রক্রিয়া - প্রথমে হবে লিখিত পরীক্ষা তারপর পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। দার্জিলিং জেলার তফসিলি উপজাতি প্রার্থী এবং দার্জিলিং সদর, মিরিক ও কার্শিয়াং সাব-ডিভিশনের প্রার্থীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা শুধুমাত্র দার্জিলিং পরীক্ষাকেন্দ্রেই হবে। কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে কালিম্পং কেন্দ্রে। পার্সোন্যালিটি টেস্ট নেওয়া হবে কমিশনের কলকাতা অফিসে। প্রথম দিকে এই নিয়োগ টি হবে অস্থায়ী ভিত্তিতে। 

১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে জেনারেল স্টাডিজ ও এরিথমেটিক বিষয়ে। নেগেটিভ মার্কিং আছে। সময়সীমা দেড় ঘণ্টা। পার্সোন্যালিটি টেস্ট ২০ নম্বরের।



শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ। সবথেকে বড় ব্যাপার প্রার্থীকে অবশ্যই বাংলায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে ক্যাটেগরি অনুসারে শূন্যপদের (নেপালিভাষীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।


মোট শূন্য পদ : ৫০৯ জন কর্মী নিয়োগ করা হবে। সাধারণ ২২০, তফসিলি জাতি ৯৭, তফসিলি উপজাতি ২৯, ও বি সি- এ ৪৮, ও বি সি-বি ৩৪, দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী ১৫, শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী ১৪, বৌদ্ধিক প্রতিবন্ধী ১৫, সাধারণ- দক্ষ খেলোয়াড় ৯, সাধারণ-প্রাক্তন সমরকর্মী (পুরুষ) ১৯, তফসিলি জাতি- চলাফেরায় অসুবিধা আছে এমন প্রতিবন্ধী ৪, তফসিলি জাতি-প্রাক্তন সমরকর্মী (পুরুষ) ৫।


বয়স: প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।

দক্ষ খেলোয়াড়দের জন্য থাকছে আরও অনেকে সুযোগ।


বেতননক্রম: ২২,৭০০-৫৮,৫০০ টাকা।




বি.দ্র. :-

রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে নিয়মিত যাওয়া-আসা করার মতো শারীরিক সক্ষমতা ও মানসিকতা থাকতে হবে।

এই সব ক্রীড়াক্ষেত্র থেকে: অ্যাথলেটিক্স (ট্র্যাক ও ফিল্ড ইভেন্টস-সহ), ব্যাডমিন্টন, সাঁতার, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, টেবল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েটলিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, জুডো, রাইফেল শুটিং, কবাডি, খো খো এবং তিরন্দাজি।


দক্ষ খেলোয়াড় প্রার্থীকে জাতীয় স্কুল গেমস বা আন্তঃবিশ্ববিদ্যালয় বা জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকতে হবে এবং এ সংক্রান্ত সার্টিফিকেট থাকতে হবে।



আবেদন পদ্ধতি- শুধু মাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন করার সুযোগ পাবেন। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: 

Click here 🔴

https:// wbpsc.gov.in


প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর আগে উপরোক্ত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকলেও পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে।



আবেদন ফি - ফি বাবদ দিতে হবে ১১০ টাকা। এছাড়া সার্ভিস চার্জ ও জি এস টি অতিরিক্ত। তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি লাগবে না।


আবেদন এর শেষ তারিখ - ২০ সেপ্টেম্বর ২০২৩। 




খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট। টেকনিক্যাল সাপোর্টের জন্য যে-কোনও কাজের দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: (০৩৩) ৪০৫৮-৫৬৪০।



_________________________________________



চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন





Telegram group-

Click here 🔴




Whatsapp group-

Click here 🔴

Saturday, September 9, 2023

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস পদে চাকরি, মাসিক বেতন 25 হাজার টাকা || Bharat Petroleum Corporation Recruitment 2023


 


ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস পদে চাকরি, মাসিক বেতন 25 হাজার টাকা || Bharat Petroleum Corporation Recruitment 2023


রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে (BPCL) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগ করা হবে এক বছরের চুক্তিতে ।
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে‌ তা নীচে আলোচনা করা হল।
 




নোটিশ প্রকাশের তারিখ- 10/07/2023

যে পদে নিয়োগ হবে -

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস / Graduate Apprentices:

শূন্যপদ -

এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে, যা নিম্নরূপ:
Mechanical- 30 টি, Electrical- 11 টি, Chemical- 42 টি, Civil- 9 টি, Computer Science – 10 টি, Instrumentation- 9 টি, Fire & Safety- 11 টি, Metallurgy- 3 টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে 125 টি।

যোগ্যতা-
 60% নম্বর নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে।


বেতনক্রম -
মাসিক 25,000 টাকা ।

বয়সসীমা -
18 থেকে 27 বছরের মধ্যে  হওয়া আবশ্যক। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি -

ইন্টারভিউতে পাওয়া নাম্বারের  ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।

নিয়োগের সময়সীমা - এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।


নিয়োগ স্থান -

BPCL., Kochi Refinery, Ambalamugal, Kochi


আবেদন পদ্ধতি- শুধু মাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

অ্যাপ্রেন্টিস পদের জন্য, এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://nats.education.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এ্রর পরে প্রার্থীরা “Bharat Petroleum Corporation Ltd, Kochi Refinery” অপশনে গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে।


আবেদনের সময়সীমা

আবেদন শুরু -30/08/2023 
আবেদনের শেষ-15/09/2023 


Official Notice -




Apply now -


Official website -



_________________________________________


চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন




Telegram group-



Whatsapp group-

Thursday, September 7, 2023

রাজ্যে নতুন করে প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! বাড়ানো হচ্ছে বয়সসীমা | New Civic Volunteer Recruitment in West Bengal || Civic Volunteer Recruitment 2023


 



রাজ্যে নতুন করে প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! বাড়ানো হচ্ছে বয়সসীমা | New Civic Volunteer Recruitment in West Bengal || Civic Volunteer Recruitment 2023




রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যে আবার বিপুল সংখ্যক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunreer) নিয়োগ হতে চলেছে।

তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে‌ তা নীচে আলোচনা করা হল।





রাজ্য সরকার ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা ভেবেছেন । রাজ্যে ফের নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে এর কারণ কি এবং নতুন করে ঠিক কত বছর বয়সসীম বাড়ানো হয়েছে সেই বিষয়ে আলোচনা করা হোক।




সুত্র থেকে জানা গিয়েছে, খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের থেকে ছাড়পত্র পাওয়া গেছে। মনে করা হচ্ছে ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার।



 সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কারন -


(1) স্বাভাবিক প্রয়োজনেই, বিশেষত থানাগুলোর কর্মীসংখ্যা বৃদ্ধি করতেই প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের দরকার হয়ে পড়েছে।


(2) বর্তমানে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিয়ে রাজ্যে প্রায় ১ লক্ষ ২৫ হাজার সিভিক ভলেন্টিয়ার আছে। কলকাতা পুলিশের অধীনে ৮ টি থানা বেড়ে যাওয়ায় এবং রাজ্য পুলিশের অধীনস্থ বিভিন্ন জেলায় থানার সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় সম্ভাবনা রয়েছে তাই এই নিয়োগ। 





(3) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলকাতা পুলিশের অধীনে এসেছে। এর ফলে কলকাতা পুলিশের থানার সংখ্যা ৮০ থেকে বেড়ে ৮৮ হয়েছে। এর ফলে নতুন এসআই (SI), কনস্টেবল, সার্জেন্ট তেমন দরকার হয়ে পড়েছে ঠিক তেমনই থানাগুলিতে দরকার হয়েছে সিভিক ভলেন্টিয়ারের। আদালতের নির্দেশে সরাসরি আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করতে না পারলেও এলাকার যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে ভিড় সামলানো ইত্যাদি বহু দরকারি কাজে সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেনষ থাকেন।


(4) এছাড়াও সূত্র থেকে জানা গেছে লোকসভা ভোটের আগেই বাংলায় আরও কয়েকটি পুলিশ জেলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রাজ্য পুলিশের অধীনে থানার সংখ্যাও বেড়ে যেতে পারে বেশ কিছুটা। সেখানেও নতুন সিভিক ভলেন্টিয়ার লাগবে। 



 বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত -




রাজ্যে নতুন করে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তাতে চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। তাই এক্ষেত্রে আরো বেশি চাকরিপ্রার্থীরা আবেদন করার সুযোগ পাবে বলে আশা করা যাচ্ছে।



সিভিকদের জন্য সংরক্ষণ-


পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অধীনে সিভিক ভলেন্টিয়ারদের কাজে সামাজিক সুরক্ষা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পুলিশে যা কনস্টেবল নিয়োগ হয় তার ১০ শতাংশ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত।


এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের জন্য আই কার্ড, নির্দিষ্ট ইউনিফর্ম, কর্মরত অবস্থায় যদি কেউ দুর্ঘটনায় মারা যায় বা কর্মহীন হয়ে পড়ে তাহলে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে এই রকম একাধিক নিয়ম চালু করেছে রাজ্য সরকার। ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাছে সিভিক ভলেন্টিয়ারের পেশা গ্রহণ যোগ্য ও আকর্ষণীয় হয়ে উঠছে।


_________________________________________



চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন





Telegram group-

Click here 🔴




Whatsapp group-

click here 🔴

Tuesday, September 5, 2023

রাজ্যে আবার ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩, মাসিক বেতন ১৬,০০০ টাকা || WB Data entry Recruitment 2023 || WB govt job news


 


 রাজ্যে আবার ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩, মাসিক বেতন ১৬,০০০ টাকা || WB Data entry Recruitment 2023 || WB govt job news




রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যে ভূমি দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।



আবেদনকারী কারা- পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন। 


পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর।

শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি প্রার্থীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক এবং ডাটা এন্ট্রি অপারেটর অভিজ্ঞতা থাকতে হবে।


বয়সসীমা:  প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছর।

বেতন: ১৬,০০০/- টাকা প্রতি মাসে।

নিয়োগ প্রক্রিয়া: প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শর্ট লিস্ট করা হবে এবং সব শেষে ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



আবেদন পদ্ধতি: শুধু মাত্র অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথিগুলি নির্দিষ্ট ইমেল আইডিতে পিডিএফ হিসাবে পাঠাতে হবে।


আবেদনের শেষ তারিখ: ০৫/০৯/২০২৩


আবেদন করার E-mail ID-

_________________________________________


চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন




Telegram group-



Whatsapp group-

Friday, September 1, 2023

প্রবন্ধ || বাউল-প্রসঙ্গে লালন-কথা || শংকর ব্রহ্ম || Baul prosonge lalon kotha - Sankar Brhama || Article

বাউল-প্রসঙ্গে লালন-কথা


শংকর ব্রহ্ম



(এক).



          বাউল একটি বিশেষ ধর্মমত ও লোকাচার।  


এই বাংলার মাটিতেই এই মতের সৃষ্টি হয়েছে। লালন সাঁই(বাউলকূল শিরোমণি)-এর গানের মধ্য দিয়ে বাউল মত পরিচিতি লাভ করে। 


বাউল গান যেমন জীবন দর্শন সম্পর্কিত তেমনই সুরসমৃদ্ধ গান। বাউলরা সাদামাটা কৃচ্ছ্রসাধনার জীবন-যাপন করে আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, গান শুনিয়ে একদিনের চলার মতো গ্রাসাচ্ছাদন সংগ্রহ হলেই তাদের চলে যায়। সাধারণ গৃহস্থের মতো আগামী কালের খাবার সংগ্রহে রাখা তাদের স্বভাব বিরুদ্ধ। 


২০০৫ খ্রিষ্টাব্দে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে।



     বাউল শব্দটির উৎপত্তি নিয়ে নানামত প্রচলিত রয়েছে। বাউল শব্দের অর্থ অনেকে, অনেকে রকম করেছেন। 


          ক্ষিতিমোহন সেনের মতে , বাউল এসেছে ব্যাকুল শব্দ থেকে, কেননা বাউলরা আত্মানুসন্ধানে ব্যাকুল। তারা মুক্তপুরুষ, তাই সমাজের কোনো বাঁধনে তারা ধরা দেন না।



      এই কথার ধারণা মেনে নিয়ে একজন আবার লিখেছেন বায়ু+ল= বাউল। আরেকজন বলেছেন, হিন্দি শব্দ বাউর থেকে বাংলায় বাউল শব্দটি এসেছে।


           হরেন্দ্রচন্দ্র পাল ( আরবি-পারশি ভাষার পণ্ডিত) মনে করছেন ‘আউল’ ‘ওয়ালী’ শব্দ থেকে আউল বাউল শব্দের জন্ম।



ফকির দুদ্দু শাহ্ বলছেন- ‘যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল।’ 


আবার কেউ বলছেন, বাউ+উল= বাউল; হচ্ছে বাতাস অনুসন্ধানকারী, সু বাতাসে যে চলে সেই বাউল।


    অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, চৈতন্যচরিতামৃত গ্রন্থে ‘ঈশ্বরপ্রেমে মাতাল, বস্তুজ্ঞানবর্জিত, উদাসীন ভক্ত’-এই অর্থে বাউল শব্দ একাধিক বার ব্যবহৃত হয়েছে।


            অতিপ্রাচীনকাল থেকে বাউল শব্দটির প্রচলন লক্ষ করা যায়। আনুমানিক সপ্তদশ শতক থেকে বাউল নামের ব্যবহার ছিল বলে জানা যায়, চৈতন্যচরিতামৃত গ্রন্থের আদিলীলা অংশে এর ব্যবহার লক্ষ করা করা যায়, চৈতন্যচরিতামৃত গ্রন্থে মহাপ্রভু, রামানন্দ রায় ও সনাতন গোস্বামীর নিকট কৃষ্ণ বিরহ বিধুর নিজেকে মহাবাউল হিসেবে আখ্যায়িত করেছেন। সেই থেকে অনুমান করা হয়, বাউল শব্দের উৎপত্তির কথা। বাউলের মধ্যে রয়েছে নানাবিধ শাখাপ্রশাখা, একেক সম্প্রদায়ের বাউলেরা একেক মত অনুযায়ী চলে , সেগুলো তাদের সম্প্রদায় ভেদে ধর্মীয় উপাসনার একটি অংশ হিসাবে বিচার্য হয়।


      বাউলেরা উদার মানসিকতার ও অসাম্প্রদায়িক চেতনার ধর্মসাধক। তারা সর্বদা মানবতার বাণী প্রচার করে থাকেন। 


বাউল মতবাদের সঙ্গে বৈষ্ণবধর্ম এবং সূফীবাদের সাদৃশ্য লক্ষ্য করা যায়। 


বাউলরা সবচেয়ে গুরুত্ব দেয় আত্মাকে। 


তাদের মতে আত্মাকে জানলেই পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায়। আত্মা দেহে বাস করে, তাই তারা দেহকে পবিত্র জ্ঞান করে। 


সাধারণত প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়েও, বাউলরা জীবনদর্শন সম্পর্কে অনেক গভীর কথা ভাবেন, এবং তা প্রকাশ করেন গানের মধ্য দিয়ে।


   বাউল সাধকদের শিরোমণি ফকির লালন সাঁই। লালন তার বিপুল সংখ্যক গানের মাধ্যমে বাউল মতের দর্শন এবং অসাম্প্রদায়িকতার প্রচার করেছিলেন। বাউল সমাজে তিনি "সাইজিঁ" ও তার গান "সাইজিঁর কালাম" হিসেবে পরিচিত। এছাড়াও বাউল কবিদের মধ্যে জালাল খাঁ, 


রশিদ উদ্দিন, হাছন রাজা, রাধারমণ, সিরাজ সাঁই, পাঞ্জু সাঁই, পাগলা কানাই, শীতলং শাহ, দ্বিজদাস, হরিচরণ আচার্য, মহর্ষি মনোমোহন দত্ত, লাল মাসুদ, সুলা গাইন, বিজয় নারায়ণ আচার্য, দীন শরৎ (শরৎচন্দ্র নাথ), রামু মালি, রামগতি শীল, মুকুন্দ দাস, আরকুম শাহ্‌, সৈয়দ শাহ নূর, শাহ আব্দুল করিম, উকিল মুন্সী, চান খাঁ পাঠান, তৈয়ব আলী, মিরাজ আলী, দুলু খাঁ, আবেদ আলী, উমেদ আলী, আবদুল মজিদ তালুকদার, আবদুস সাত্তার, খেলু মিয়া, ইদ্রিস মিয়া, আলী হোসেন সরকার, চান মিয়া, জামসেদ উদ্দিন, গুল মাহমুদ, প্রভাত সূত্রধর, আবদুল হেকিম সরকার, আবুল কাসেম তালুকদার, বাউল সুনীল কর্মকার, ক্বারী আমীর উদ্দিন আহমেদ, ফকির দুর্বিন শাহ, শেখ মদন, দুদ্দু সাঁই, কবি জয়দেব, কবিয়াল বিজয় সরকার, ভবা পাগলা, নীলকণ্ঠ, দ্বিজ মহিন, পূর্ণদাস বাউল, খোরশেদ মিয়া, মিরাজ উদ্দিন পাঠান, আব্দুল হাকিম, আলেয়া বেগম, দলিল উদ্দিন বয়াতি, মাতাল রাজ্জাক, হালিম বয়াতি, মালেক দেওয়ান, খালেক দেওয়ান ও আক্কাস দেওয়ান, মনির দেওয়ান প্রমুখের নাম উল্লেখযোগ্য।



(দুই).



            সময়ের এই জটিল সন্ধিক্ষণে, যখন সারা পৃথিবী জুড়ে জাতিগত বিদ্বেষ সম্প্রসারণের পথে দ্রুত ধাবিত , তখন যার কথা খুব প্রাসঙ্গিক হয়ে পড়েছে, তার নাম মহাত্মা 'লালন ফকির'। তাঁর জীবন দর্শন নিয়ে আলোচনা ও ভাবনার সময় এসেছে আবার নতুন করে।



            লালনের জন্মবৃত্তান্ত কুহেলিকাময়। তাঁর 


জীবন সম্পর্কে বিষদ কিছু জানা যায় না।


তিনি নিজেও জীবদ্দশায় এ'বিষয়ে আলোচনায় খুব একটা আগ্রহী ছিলেন না। শিষ্যরা এ'বিষয়ে তার কাছে বেশী কিছু জানতে পারেননি। তবে তাঁর সম্পর্কে যায় শোনা যায়, তিনি অবিভক্ত বাংলার ঝিনাইদহ জেলার, হরিণাকুন্ড উপজেলার হবিশপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।


          কোন কোন লালন গবেষক মতে, কুষ্টিয়ার কুমীরখালি থানার চাপড়া গ্রামে তাঁর জন্ম। লালনের জন্ম কেউ বলেন - ১৭৭২ সালে, আবার কেউ বলেন ১৭৭৪ সালে। তার মৃত্যু হয় ১৮৯০ সালের ১৭ই অক্টোবর। আবার কেউ বলেন, ১৮৯১ সালের ১৭ই অক্টোবর।


      লালন নিজে একজন স্বনাম ধন্য মানুষ ছিলেন। কবিগুরু তার গান ও নাম প্রচারের আলোয় আনেন। তিনি তার গানের মানবিক ভাব দ্বারা আকৃষ্ট হয়ে প্রায় দেড় শতাধিক গান রচনা করেন। তিনি লালনের কথা বারবারই নানা আলোচনায় প্রকাশ করেছেন।


মহর্ষি দেবেন্দ্রনাথ,সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে লালনের পরিচয় ছিল। জ্যোতিরিন্দ্রনাথ লালনের একটি প্রতিকৃতি আঁকেন। সেটা আজও রক্ষিত আছে। নন্দলাল পরবর্তীকালে লালনের একটি স্কেচ আঁকেন। সেটি বহুল প্রচারিত।


     


         কেউ বলেন,নতার পদবী দাস, কেউ বলেন সেন, কেউ বলেন কর, আবার কেউ বলেন তার পদবী শাহ ছিল। কেউ বলেন তিনি হিন্দু, কেউ আবার বলেন তিনি মুসলমান ছিলেন। লালন নিজে অবশ্য তাকে ফকির বলে পরিচয় দিতেন।


" সব লোকে কয় লালন কি জাত সংসারে?


লালন বলে,জাতের কি রূপ দেখলাম না এই নজরে,


ছুন্নত দিলে হয় মুসলমান,নারী লোকের হয় কি বিধান?


বামুন চিনি পৈতায় বামনী চিনি কি দেখে?


কেউ মালা কেউ তসবির গলে, তাই দেখে জাত ভিন্ন বলে . . . "



  শোনা যায়, তিনি একবার বাউল দাসের সঙ্গে তীর্থ ভ্রমণে বার হন, পথের মধ্যে তার গুটিবসন্ত রোগ হয়। মারত্মক আকার ধারণ করে, তার শ্বাস ক্ষীণ হয়ে আসে, তখন তার নাড়ি পাওয়া যাচ্ছিল না। ফলে, সহ-তীর্থযাত্রীরা তখন তাঁকে মৃত ভেবে নদীতে ভাসিয়ে দেন। এবং তারা গ্রামে ফিরে এসে বলেন, পথের মধ্যে লালন বসন্ত রোগে মারা গেছেন।


 অলৌকিক ভাবে তিনি প্রাণে বেঁচে যান।


        যখন তিনি নদীতে ভেসে যাচ্ছিলেন, তখন তাকে দেখতে পান এক সাত্ত্বিক প্রকৃতির মহিলা (জাতে মুসলমান তাঁতী) নাম মতিজান। তিনি সন্তানহীনা ছিলেন। আল্লার কাছে প্রতিদিন সন্তানের কামনা করতেন। তিনি তাঁকে আল্লার দান মনে করলেন। তিনি যখন তাকে দেখেন,


তার দেহ পঁচাগলা অবস্থায় ছিল।তিনি তাঁকে তুলতে ভরসা পেলেন না। তিনি তার স্বামী মলম শাহকে ডেকে আনলেন, রমলম শাহ তাঁকে কলাপাতায় করে তুলে ঘরে নিয়ে এলেন। তিনি জড়িবুটির চিকিৎসা জানতেন। তার আর তার স্ত্রী মতিজানের অক্লান্ত পরিশ্রম ও প্রাণপন সেবা যত্নে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্ত তার একটি চোখ নষ্ট হয়ে যায়। তাঁর নাম রাখার জন্য নাকি মলম শাহ কোরাণ হাদিস এনে জড়ো করলে, মতিজান বলেন, এ'সব দিয়ে কি হবে? মলম শাহ বললেন, নতুন অতিথির নাম রাখা হবে।


মতিজান বলল, আমি ওকে লালন পালন করেছি যখন, তখন ওর নাম হবে - লালন।


মতিজানদের পরিবারের গুরু ছিলেন সিরাজ সাঁই। সেখানেই তাঁর সাথে পরিচয় হয় লালনের।


         সুস্থ হয়ে উঠে কিছুদিন সেখানে থাকার পর তিনি নিজের বাড়িতে ফিরে যেতে চাইলে, মতিজান বলল, 


হ্যাঁ বাপ, তুমি তোমার বাপ মায়ের কাছে ফিরে যাও।


দেখো তোমায় ফিরে পেয়ে তারা কত খুশি হবেন।


লালন সেইমত নিজের গ্রামে ফিরে আসেন। কিন্তু তার মা পদ্মাবতী দেবী, (বুক ফেটে গেলেও) সামাজিক প্রতিবন্ধকতার দায়ে, তাকে ঘরে তুলতে পারেননি। তার স্ত্রী তার সহগামী হতে চাইলেও সমাজপতীদের বাঁধায়, তা হতে পারেননি।নফলে, লালন মনে মনে ভীষণ আঘাত পান, পরে সন্যাসী হয়ে নানা স্থানে ঘুরতে ঘুরতে কালীগঙ্গার ধারে ছেঁউড়িয়া গ্রামে একটি বটগাছের নীচে অধিবেশন করেন। এই গ্রামের মলম শাহ একজন স্বাতিক প্রকৃতির মানুষ ছিলেন( সেই মলম শাহ,যিনি তার পঁচাগলা দেহ উদ্ধার করে তাতে প্রাণ সঞ্চার করেছিলেন)। তিনি সেই বটতলা থেকে তাকে নিজের ঘরে নিয়ে আসেন। স্বামী স্ত্রী দু'জনে মিলে ভক্তি ভরে তার সেবাযত্ন করেন। এমন কি নিজের জমিজমা তার নামে লিখে দেন। তারা নিজেরা তাঁর আশ্রমের বাসিন্দা হিসাবে সেখানে বসবাস শুরু করেন। সেখানে কালে কালে তার অনেক শিষ্য জুটে যায়।


         লালনের আশ্রমে আম জাম কাঠালের গাছ ছিল।বালকেরা ইচ্ছে মতো সেই বাগানের ফলমূল খেতো, লালন কখনই তাতে বিরক্ত হতেন না। তার আশ্রমের জমি লাখোরাজ ছিল। ইহা রবীন্দ্রনাথের অবদান। পরবর্তী কালে প্রয়োজনে তার কিছুটা বিক্রি করে চার বিঘার উপর নতুন আশ্রমটি গড়ে তোলা হয়। এক মুসলমান তাঁতীকে বিয়ে করেছিলেন, কিন্তু তাকে লোক চক্ষুর আড়ালে রাখতেন।


       শোনা যায় তিনি খুব পান খেতেন, দিনে শতাধিক। তাঁর জন্য একজন শিষ্য সারারাত ধরে মিহি করে সুপারী কাটতেন। তাঁর জন্য নাকি একটা পানের বরোজ ছিল। সেখানে কখনও তিনি কাজ করতেন, কোন কাজে


তার হীনমন্যতা ছিল না।


      তার আশ্রমে মণিরুদ্দীন নামে একজন পন্ডিতব্যক্তি পাঠশালা চালাতেন। আর লালন একটি জলচৌকিতে বসে গান করতেন। জলচৌকিটি এখনও আশ্রমে সংরক্ষিত আছে। মোট তিনি ২৮৮ টি গান রচনা করেছেন। সবগুলির সুর দিয়ে যেতে পারেননি। তিনি দেখতে সুপুরুষ ছিলেন।


তার একটি ঘোড়া ছিল। তিনি ঘোড়ায় চড়ে দূরের শিষ্যদের বাড়িতে যেতেন। পন্ডিত মণিরুদ্দীন এই ঘোড়ার সহিস ছিলেন।


লালনের গান রচনা শেষ হলে, তিনি পরের দিন সকালে তার শিষ্যদের তা ডেকে শেখাতেন। আবার সন্ধ্যাবেলা বসতেন সেই গান নিয়ে। শিষ্যদের কাছে তা শুনতে চাইতেন। কেউ কোন ভুলচুক করলে তাকে শংকর মাছের চাবুক দিয়ে নিষ্ঠুর ভাবে প্রহার করতেন, তাতে কারও কারও গা কেটে যেতো।


        লালন নিজে বেশী দূর লেখাপড়া করার সুযোগ পাননি। কিন্তু তার গানে মেধা ও মননশীলতার কোন ঘাটতি ছিল না।


  " তারে ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়,


খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।"


কিংবা,


" কোথায় পাব তারে, আমার মনের মানুষ


যে রে?


হারায়ে সেই মানুষে খুঁজে বেড়াই দেশ বিদেশ . . . "


 


        এই ধরণের বহু জ্ঞানগর্ভ গান তিনি রচনা করেছেন।


  তাঁর তেরোজন শিষ্য ছিল, তাদের মধ্যে প্রায় সকলেই ধনী ও শিক্ষিতব্যক্তি ছিলেন। তারা সকলেই সংসারী ছিলেন। স্ত্রী সহবাস করতেন, কিন্ত স্ত্রীগর্ভে বীজ বপন করেননি। তাদের মিলন উর্দ্ধগমী পদ্ধতিতে হতো। একসময় তারা সকলে ঘর বাড়ি ত্যাগ করে এসে আশ্রমে কঠোর অনুশাসনের মধ্যে কাটাতেন। তাদের মধ্যে মলম শাহ, ভোলা শাহ, মণিরুদ্দীন শাহ, ভাঙুরানী ফকিরানী উল্লেখযোগ্য।


         লালনের গান ও দর্শনদ্বারা প্রভাবিত হয়েছেন, স্বয়ং রবীন্দ্রনাথ, নজরুল, এলেন গীন্সবার্গ (আমেরিকান কবি), তিনি তাঁকে নিয়ে After Lalon নামে একটি কবিতা লেখেন।


        ১৯৬৩ সালে তার ছেউড়িয়া আখড়া ঘিরে 'লোক সাহিত্য কেন্দ্র ' প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে তার বিলুপ্তি ঘটিয়ে প্রতিষ্ঠিত হয় 'লালন একাডেমী'। তার মৃত্যুদিনে ১৭ই অক্টোবর ' লালন স্মরণ উৎসব' - এ দেশ বিদেশের ভক্তরা এসে উপস্থিত হন। এখন উৎসব চলে পাঁচদিন ব্যাপী।


       লালনকে নিয়ে নাটক লেখা হয়েছে,


'উত্তর লালন চরিত', ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটকটি মঞ্চস্থ হয়ে খুব সুনাম অর্জন করেছিল। তাকে নিয়ে উপন্যাস লেখা হয়েছে। রঞ্জিত কুমারের লেখা উপন্যাস,


'সেন বাউল রাজারাম', সুনীল গাঙ্গুলীর 'মনের মানুষ'। রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস 'গোড়া'-র শুরু লালনের গান দিয়ে-' খাঁচার ভিতর অচিন পাখি


কেমনে আসে যায়।'


সুনির্মল বসু ' লালন ফকিরের ভিটে ' নামে একটি ছোটগল্প লিখেছন। শওকত ওসমান লালনকে নিয়ে ছোটগল্প লিখেছেন, 'দুই মুসাফির'। 


   লালনকে নিয়ে সিনেমাও হয়েছে। ১৯৭২ সালে সৈয়দ হাসান ইমাম পরিচালনা করেন ' লালন ফকির'। 


শক্তি চট্টোপাধ্যায় ১৯৮৬ সালে ওই একই নামে একটি ডকুমেন্টারী ছবি করেন। তানভির মোকাম্মেল ১৯৯৬ সালে তথ্যচিত্র করেন 'লালন' নামে। এটি জাতীয় পুরস্কার পায়। ২০১০ সালে সুনীল গাঙ্গুলীর উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ নির্মান করেন, 'মনের মানুষ', যা ওই বছর ' জাতীয় সেরা পুরস্কার পায়। ২০১১ সালে মুক্তি পায় হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ' অন্ধ নিরাঙ্গম'।


       গান্ধীজীর আগেই তিনি মহত্মা উপাধীতে ভূষিত হয়েছেন। তাকে বাউলদের জনক বলা হয়। উনিশ শতকে তিনি বাউল গানকে জনপ্রিয় করে তোলেন। অধিকাংশ বাউলরাই তাকে ভক্তি শ্রদ্ধার চোখে দেখেন।


তিনি ১১৬ বছর বেঁচে ছিলেন। শেষদিকে তিনি চলাফেরা করতে পারতেন না। পেটের অসুখে আর বাতের ব্যথায় ভুগতেন। তার খাদ্য ছিল শুধু দুধ। তিনি সে সময় খুব মাছ খেতে চাইতেন।


    তিনি ধর্ম ও লিঙ্গ বৈষম্যের বিরোধী ছিলেন। ধর্ম ও ঈশ্বর নিয়ে তাঁর গানে,নানা প্রশ্ন তোলায়, ধার্মিকরা তাঁকে ঘৃণা করতেন, কাফের ভাবতেন। সাম্প্রদাযিক ধর্মবাদীরা তাকে অসাম্প্রদায়িক বলে নিন্দা করতেন।


        তাই আজ লালন প্রাসঙ্গিকতা আরও বেশী

 করে প্রাসঙ্গিক হয়ে পড়েছে এই জটিল সময়ের প্রেক্ষাপটে।











গল্প || রীনা কে বলে দিও উৎপল দা || উৎপল মুখার্জী || Rina ke bole dio utpal da- Utpal Mukherjee || Bengali story || Short story

রীনা কে বলে দিও উৎপল দা

               উৎপল মুখার্জী


"হেরে গেছি আমি, জিতলে তুমি, হলো তো তর্কের বিনাশ" - রাগে গজরাতে গজরাতে বলতে থাকে রীনা, হারধন কে। 

সুন্দর সংসার তাদের, একটি মাত্র ছেলে, অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যেই ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশোনায় ক্লাস দ্বিতীয় শ্রেণীর ছাত্র। 

পাড়ায় সব চাষীভূষা, আধুনিকতা ছাপ বড়োই কম, রীনা যা হোক করে টেনে টুনে মাধ্যমিকের দোরগোড়ায় পৌঁছেছিল বটে কিন্তু শিক্ষার অশিক্ষায় প্রতিশ্রুতির বন্যায় হতাশার কিশোরী, যৌবনের মাধূরী বেলা হঠাৎ এসে উপস্থিত। তারপর ই ঢাক ঢোল পিটিয়ে ,গ্ৰামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হারাধনের বিয়ে, -কোতুলপুরে রায় বংশের তখনকার দিনে বি. এ পাশ করা চাকরি করা সাতাশ বছরের ছেলের সাথে আঠারো বছরের রুইদাস পরিবারে মদন মুচির মেয়ে রীনার সাথে বিয়ে হয়ে গেলো। 

বেশ কিছু মাস সংসার জীবন কাটতে না কাটতে শুচিবাই শাউরীর সাথে মনোমালিন্য ঘটলে, হারাধন অন্য জায়গায় বসবাসের ব্যবস্থা করে। জাতের ধর্ম অনুযায়ী সমাজের আটপৌরে আধুনিকতার চাক চিক্কন রীনার চোখে ধরা পড়ে, স্বামীর বেতনের পয়সা জমিয়ে, সোনার একটা ২ভরির হার, দুটো বাউঠি , দুটো সোনার চুরি , দুজনের দুটো পুরুষ্ঠ আংটি গড়িয়ে, বর্তমানে ছেলের একটা রূপার তক্তি বানিয়ে তবেই হয়েছে ক্ষান্ত। 

পিছনের বৎসরের গাজনে, ইটভাটার মালিকের ঘরে কাজ করতে গিয়ে শুনেছিল, ফর্সা কাকীমা, ইট ভাটা মালিকের বৌ, রত্না দাস, তাঁর ছোট ছেলেটার মুখে ইংরেজি কথার বন্যা বাংলার ভূমে পাখ পাখালি নিঝুম হয়ে শুনছে, অপরদিকে কাকের কর্কশ স্বর ইমারতি বিল্ডিং এ, বিদ্রুপ করে জানান দিচ্ছে , এ কি হলো রে, বাংলা যাদের মাতৃভাষা, তা ইচ্ছাকৃতভাবে ভুলে পরের দেশের ভাষার তর্জনির চাপে, ফর্ সাকাকীমাকে স্তব্দ করে দিয়েছে, যার মানে বোঝায় যা ....তা... ! 

কাকীমা গর্বের সঙ্গে বলে," দেখ, ইংরেজি শিক্ষার দাম কত? 

সেই থেকে শখ করেই বাবা বাংলা মাধ্যমে শিক্ষক হলেও খোকন কে বা রীনার ছেলেকে, কলকাতার দামী ইংরেজি স্কুলে নার্সারিতে আবাসিকে ভর্তি করে এসেছে, তাই আজ তাঁর আনন্দের সীমা নেই, ছোট শিশু স্বপ্নের কলকাতা দেখবে, দেখবে ভারী যানবাহন, দেখবে মাটির তলায় রেল, আকাশে উড়োজাহাজ, বড়ো নদী, গঙ্গায় স্ট্রীমারের যাতায়াত ইত্যাদি...ইত্যাদি! 

হারাধন, আমার ই বন্ধু, এক ই স্কুলের মাস্টার। সে আমাকে সব কিছু বলে, কোন সুখ দুঃখের কথা চেপে রাখে নি, তাঁর বিয়ের কথায় বলেছিল, যে রীনা, হারাধনের ঘরের কাজের লোক , সেই রীনার উত্তেজনা র সুড়সুড়ি তে পা মেলাতে গিয়ে ই হারাধন কুপোকাত, তখনই জীবন যৌবনে জড়িয়ে পড়ে কোন এক ফাঁকা ঘরের আওয়াজ,- পেটে রীনা র আসে অপত্য। রীনা মুচিদের মেয়ে। পাড়া জানাজানি হওয়ার আগেই হারাধনের বাবা, মদনকে বলে বিয়ে দিয়ে দেয় তাঁর ছেলের সাথে, এতে পাড়ার পার্টি দাদারা কমিশন না পেয়ে গোটা গ্ৰাম কেই জানাজানি করে, বিশেষ ভাবে রীনার প্রথম ছেলে, খোকনের জন্মের ইতিহাস প্রচারের আলোকে , কোন এক অবৈধ সময়ের। খোকন কে -" বেধো "- ছেলে বলতে ও দ্বিধা রাখে নি, তাই তাড়াতাড়ি ছেলে পুর্নাঙ্গ রূপে পরিনত হওয়ার আগেই কলকাতায় স্থানান্তর। চিন্তার আধারে ই ছেলে কে গতকালই দিয়ে এসেছে টালিগঞ্জের জর্জ মেরিমাস স্কুলে। 

বাপ- মা কে ছেড়ে থাকতে হবে জেনে খুবই দুঃখে ছিল খোকন। 

দুর্গা পূজার ছুটি তে আবার তারা নিয়ে আসবে জানায়, কিন্তু তাঁর মনের অন্দরের কষ্ট সে ছাড়া কে জানবে? 

প্রায় একমাস হয়ে গেল, প্রতি পনের দিন অন্তর হারাধন কলকাতা যাই, মিশনে দেখে বেশ তাঁর ছেলে সবার সাথে মানিয়ে নিয়েছে, শুধুমাত্র তাঁরাই, রীনা- হারাধন তাদের ঘরে দুশ্চিন্তা ভোগ করে। একদিকে সংসারে উপদেষ্টা র অভাব, হারাধনের বাবা -মা কাছে থাকতেও ভ্রুনাক্ষরে খবর নেয় না, অপর দিকে রীনার বাক্যবাণে কেউ তাদের কাছে আসতে পারে না! গোটা গ্ৰামের মানুষ হারাধন কে স্বার্থন্বেষী ছেলে বলে। 

সেদিন সোমবার, হারাধন স্কুলে, হঠাৎ কলকাতা থেকে ফোন আসে, "আপনার ছেলের রাস্তায় দুর্ঘটনা ঘটেছে", - তাড়াতাড়ি আসবার চেষ্টা করুন, ভালো আছে চিন্তা করবেন না "! 

হারাধন শুনেই চমকে উঠে, বাড়ি যাবার সময় না হলে ওখান থেকে গাড়ি ভাড়া করে টালিগঞ্জের সেই বিশেষ ঠিকানা জর্জ মেরিমাস বিদ্যালয়ের দিকে প্রস্থান করে, পরে সে আমাকে জানায়, "খোকন গাড়ি চাপায় মারা গেছে, পোস্টমর্টেমে চলে গেছে, রীনা কে বলে দিও, উৎপল দা....।

গল্প || রক্ত || প্রদীপ সেনগুপ্ত || Rokto - Prodip sengupta || Bengali story || Short story

 রক্ত

প্রদীপ সেনগুপ্ত 



হারু মন্ডলের আদি বাড়ি কোথায় ছিল কেউ জানে না, তবে হারু মন্ডলের বাপ গোসাবায় অনেকটা জমি কিনে বাড়ি, পুকুর সবই করেছিল। সেই বাড়িতে এখন শুধু হারু মন্ডলই থাকে, সাথে গোলক দাস - হারু মন্ডলের খাস লোক। গোলকের বয়স আশি পার করলে কি হবে, গায়ে এখনো বেশ শক্তি ধরে। কত্তা হারু মন্ডলও একশ' ছুঁই ছুঁই। 

হারু মন্ডলের তিন ছেলের একজনও বেঁচে নেই। সবাই কেমন ষাট পার করার আগেই চলে গেল। অথচ এই বংশে হারু মন্ডল পর্যন্ত সবাই তো একশ ছুঁয়ে গেছে। হারু মন্ডলের বাপ না কি একশ' পাঁচ বছর বেঁচে ছিল। ওর দুই ভাই পঁচা নব্বই পার করে গেছে। শুধু ছোট ভাইটার খবর জানা নেই। ওকে বাপে ত্যজ্য পুত্তুর করেছিল। আসল কথাটাই তো বলাহয় নি, মন্ডলদের ব্যবসা ছিল চুরি করা। হারু মন্ডলের ছোট ভাই বেঁকে বসেছিল চুরি করবে না বলে। তার বাপ তাকে জুতো পেটা করে তাড়িয়েছিল। তারপর সেই ছেলের কোন হদিস পাওয়া যায় নি। শোনা যায়, কলকাতায় গিয়ে নাকি স্বদেশীদের দলে নাম লিখিয়েছিল। 

ছেলেটার নাম ছিল পরী। মেয়েদের মত না কি দেখতে ছিল ছোট বেলায়! 

সেই ছেলেই ' চুরি করতে পারব না ' - বলে বেঁকে বসেছিল বলে বাড়িতে জায়গা হয় নি। 

হারু মন্ডল তার খাস লোক গোলককে নিয়ে ভালোই আছে। তার বংশধরেরা আর কেউ জাত ব্যবসায় থাকে নি। এদিক ওদিক মিলিয়ে সাত নাতি আর একটি নাতনি, সবার কোলকাতাতেই বাস , তবে তারা কিন্তু গোসাবার বাড়িতে মাঝে মধ্যেই বেড়াতে আসে। গোলক একদিন বলেছিল, 

' কত্তা, আপনার নাতি নাতনি কিন্তু আপনার খোঁজ খবর নেয়। '

হারু মন্ডল হাসে, বলে -

' আমার খোঁজ নিতে থোড়াই আসে, ওরা জানে আমার কাছে এমন একখান বস্তু আছে - যা' সাত রাজার ধনের মত।'

গোলক হাসে, 

' সেটা ওদের দিয়ে দিলেই হয়, সবাই সমান ভাগ করে নি তো। '

হারু মন্ডল শুকনো হাসে, 

' সেই অধম্ম আমি করতে পারব না রে। আমি খবর পেয়েছি, আমার ভাই পরীর ছেলে আছে - নাতি আছে। ওদেরও তো দাবি আছে জিনিষটায়। এরা হাতে পেলে - তাদের ভাগ্যে কিচ্ছুটি জুটবে না। তবে, এ' বাড়ি,জমি জমা আমি রাখব না। বেঁচে দিলে অনেক টাকা পাব। তারপর সেই টাকায় কোলকাতায় একটা ছোট বাড়ি কিনে বাকি টাকার সুদে চলে যাবে আমার। তারপর মরলে পরে সেই টাকা ওরা ভাগ করে নেবে। শুধু দুই ভাগ তোর কাছে থাকবে। পরীর ছেলে বা নাতি - কেউ এলে দিয়ে দিবি। 

সে'দিন রাতে বেশ বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ সদর দরজায় কড়া নাড়ার শব্দ। গোলক দৌঁড়ে দরজা খুলতেই দেখে, একজন অল্প বয়সী ছেলে - ভদ্রলোকের ছেলে বলেই মনে হল। ছেলেটা কাচুমাচু হয়ে বলল, 

' ওষুধ ফেরি করি। বাজারের কাছে ডাক্তারবাবু কাছে এসেছিলাম, দেখি ডাক্তারখানা বন্ধ - আর বৃষ্টিটাও নেমে এল... '

গোলক বলল, 

' ঠিক আছে, ভিতরে বস। বৃষ্টি ধরলে যেও খন। '

হারু মন্ডল গোলককে জিজ্ঞাসা করল, 

' কে এল এই বৃষ্টি বাদলায়? '

গোলক বলল, 

' কোন ভদ্রলোকের ছেলে মনে হল কত্তা, চাঁদপনা মুখ - ওষুধের কারবারি। বাদলায় আটকে গেছে। '

হারু মন্ডল বলল, 

' এই রাতে কোথায় যাবে আর, খাবারের ব্যবস্থা কর। '

একই সাথে খেতে বসল হারু মন্ডল ছেলেটার সাথে। খাওয়া দাওয়ার ব্যাপারে কত্তা একটু উন্নাসিক। রুচিমত খাবার না হলে তার চলে না। গরম খিঁচুরি আর নানাবিধ ভাজা সহযোগে রাতের খাওয়া শেষ হল। হারু মন্ডল ছেলেটিকে জিজ্ঞাসা করল, 

' বাছার নামটি তো জানা হল না! '

ছেলেটি বলল, 

' আজ্ঞে, আমার নাম পরীক্ষিত নস্কর। '

হারু মন্ডল তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল ছেলেটিকে। এবার বলল, 

' এবার শুতে যাও, সকালে জল খাবার খেয়ে যেও। '

রাত গভীর হতেই পরীক্ষিত বুড়ো বট গাছটার তলে একটু খুঁড়তেই বেরিয়ে এল সেই ছোট্ট বাক্স। সাবধানে ধরে উঠে দাঁড়াতেই বুঝতে পারল পিছনে কেউ দাঁড়িয়ে। হারু মন্ডলের কন্ঠস্বর শুনতে পেল, 

' যাক, এতদিনের অপেক্ষা সার্থক হল। '

পরীক্ষিত ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল। 

' কি করে বুঝলে বাক্সটা ওখানেই আছে? '

পরীক্ষিত মাথা নিচু করেই উত্তর দিল। 

' ঠাকুর্দা বলেছিলেন, আপনি আপনার গোপন যা কিছু বটগাছের তলাতেই লুকিয়ে রাখতেন, তাই.... '

হা হা করে হেসে উঠল হারু মন্ডল, ' 'তোকে আমি কাল রাতেই চিনেছি, একদম আমাদের পরীর মুখ বসানো। শোন, কাল সকাল হলেই কাকপক্ষী ওঠার আগেই চলে যাবি। আর যেটা পেলি - সেটা তোর। পরীর খবর কি রে?' 

' ঠাকুর্দাদা তো দু' বছর আগেই মারা গেছেন আর বাবাও গত বছর চলে গেলেন। '

হারু মন্ডল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, 

' বে' থা করেছিস? '

পরীক্ষিত মাথা নিচু করে বলল,

'আজ্ঞে না। '

পরদিন সকালে হারু মন্ডল যখন ঘুমিয়ে তখন পরীক্ষিত বড় ঠাকুর্দার পা ছুঁয়ে প্রণাম করতেই হারু মন্ডল বলল, 

' জেগেই 

কবিতা || ময়লার সাথে যাদের আবাস || পাভেল রহমান || Moilar sathe jader abas - Pavel Rahaman || Bengali Poem || বাংলা কবিতা

 ময়লার সাথে যাদের আবাস

                  পাভেল রহমান




ময়লার সাথে যাদের আবাস, তাহাদের কেন করো ঘৃণা!

বিবেকের কাছে করো প্রশ্ন ইহা উচিত কিনা।

ময়লার সাথে যাদের আবাস

তাহারাও ছড়াবে সুবাস

পেলে একটি সুযোগ – ইহা আমার দৃঢ় বিশ্বাস।

যারা সংগ্রহ করে বিষ্ঠা,

তাহারাও যদি রাখে নিষ্ঠা

বড় সুকর্ম করিবারে, তবে তাহারাও হবে বড়

-বন্ধু, আমার এই উক্তিটি খন্ডাতে কি পারো?