Sunday, September 12, 2021

কবি তৈমুর খান -এর একটি কবিতা

 প্রসব 



রোজ মৃত্যু এসে শরীরে ঘুমায় 

আমি ওর পরিচর্যা করি 

কলঙ্ক রটে যায় ঘোর সহবাসে 

অন্ধকারে মৃত্যু ওঠে হেসে 



ওষুধ পথ্য জলের বোতল 

                        সবাই পাহারা দেয় 

উজ্জ্বল শয্যা ঘিরে বসে থাকে 

                           নির্ঘুম সংসার 

আমার নীরব ভাষা আর নীরব ভাষার সংকেতগুলি 

                             বাহু বিছিয়ে রাখে 

আমি তাতেই আমার মাথা রাখি 

                      ওরাই বুঝুক কষ্ট, মৃত্যুর গভীর পরিচয় 



অবসন্ন কালটুকু কেটে গেলে 

আমিও প্রসব হব এই সময় যন্ত্রণার।

No comments: