Monday, September 27, 2021

গীতিকার বদরুদ্দোজা শেখু -এর একটি গান

 পাখি গেছে উড়ে



পাখি গেছে উড়ে--

তার জন্য হৃদয়ারণ্য মিছে যায় কেন পুড়ে ?।

পাখি গেছে উড়ে।।

ওরে ও পাখি কেমনে থাকি আজ এতো দূরে দূরে ??


আমার আকাশ জুড়ে ছিল যে নীলিমা

মনে হতো সে আমার মানস-প্রতিমা,

মহিমা অপার তার 

দিয়েছে এ দায়ভার 

ওই লাবণ্য হলো অনন্য আমার বিরহ-পুরে।।


আমি কাঁদি আনমনে একলা আঁধারে

মন বাঁধি বিয়াকুল বিজন বাদাড়ে ,

যতো স্মৃতিসুখভার

রয়েছে বুকে আমার, 


হয়েছি ধন্য তার প্রসন্ন গত ভালবাসা জুড়ে ।।

No comments: