Sunday, January 30, 2022

কবিতা || দুঃখ শব্দ || জয়িতা চট্টোপাধ্যায়

 দুঃখ শব্দ




জানি তুমি ভালোবাসছ না

আমি দূরে থেকেও সবটা বুঝতে পারি

পুঁতে যাচ্ছে মাটিতে পা

বোবা ছেঁকে ধরছে প্রবল সারি সারি

ছুটে যাচ্ছি হুরমুরিয়ে

ছুটে যাচ্ছি উপায়হীন ভাবে

শূন্যতার ভাষা শরীর চায় আদীম স্বভাবে

যখন তুমি ফাঁকা পথে পিপাসার মরে যাবে কি আঁকড়ে ধরবে? শব্দের অনুমান মুছে দেবে একবারে

বারান্দা দাঁড়িয়ে থাকবে সামনে ঘন ঘন নিঃশ্বাস ফেলে, নিঃস্ব কে আরও নিঃস্ব করবে পাগল করবে কাছে এলে, হয়তো তুমিও একদিন হাঁটু গেড়ে বসবে দুঃখ শব্দের কাছে, আমি তো জানি প্রতিটি প্রেমের অসামান্য অপরাধবোধ আছে।

No comments: