মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
সাধনা
তবুও একটা গাছ হয়ে দাঁড়াই
চেতনাগুলি পাতা
আত্মবিশ্বাস ফুল ও ফল;
যতই কুড়ুল শান দিক
কেটে ফেলতে পারে না আত্মবোধ—
বাতাসের কাছে পাই বোধিবৃক্ষের বারতা।
Post a Comment
No comments:
Post a Comment