কবি ও কুয়াশা
দেবাশিস তেওয়ারী
নগরে নগরে লাগে ঘোর
মাথা থেকে চাপ নেমে যায়
জীবনে আসেনি কোনও ভোর
যার দরজা খোলাও অন্যায়
অচলায়তন মনে চলে
ব্রেকফাস্ট নতুন খবর
হৃদয়ে পাথরভার গলে
জীবন দেখেনি আজও ভোর
কুয়াশার পথ ধুলোমাখা
সবুজ ঘাসের ডাঁই মেখে
এসে দেখি তুষে জ্বলছে আখা
একজটা দেবের কথা লেখে
আর লেখে ভোরের আমানি
কবির দু'চোখ জুড়ে ঘোর
বৃষ্টি ও মেঘের কানাকানি
বদলে দিল সদাহাস্য ভোর
কীভাবে জমাট বাঁধবে মনে
পাথুরে পথের বাঁকেবাঁকে
একটা ঘোর আসুক অঙ্কনে
একটা ঘোর লিখবে কুয়াশাকে
No comments:
Post a Comment