Monday, February 27, 2023

বিষাদকুয়াশা - ইন্দ্রাণী পাল || কবিতা || Poetry || Poems

 বিষাদকুয়াশা 

 ইন্দ্রাণী পাল 



আকাশে ফুটে ওঠে ধনিষ্ঠা

 টানটান ছিলায় কালপুরুষ ; আমার বাবার মুখ

 এখানে নক্ষত্রে মিশে আছে


 কলঙ্কিনী চাঁদ নেমে যায়

 অতলস্পর্শী কুয়া----হিমশীতল অন্ধকার

 টলটলে মুখ ভাসে----বিষাদ কুয়াশা

No comments: