ছোট গল্প - এমনও হয় || লেখক - সিঞ্চিতা বসু || Written by Sinchita Basu || Short story - Emono Hoi
এমনও হয় সিঞ্চিতা বসু যন্ত্রমানবের শতবর্ষে এসে আজ আপনাদের এক যন্ত্র দুনিয়ার গল্প শোনাই l প্রথিতযশা বিজ্ঞানী ডঃ রজত গোস্বামীর কাছ থেকে জানা ঘটনাটি বলছি,যদিও এর শেষ আমার জানা নেই l কারণটা হলো টেলিপ্যাথির মাধ্যমে ওনার সাথে যতটুকু যোগাযোগ ছিল,ততটুকুর কাহিনী আমরা জানতে পেরেছি l ক্রমে যোগাযোগ ছিন্ন হয়েছে,সিগন্যাল ক্ষীণ হতে হতে হারিয়ে গেছে l ডঃ রজত গোস্বামীর কাজ ছিল এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ নিয়ে l পাঠকরা নিশ্চই মুক্তিবেগ কি তা জানেন,মানে গতিবেগে ছেড়ে দিলে কোনো কিছু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে তুচ্ছ করে মহাকাশে বেরিয়ে যাবে,আর পৃথিবী নিজের কেন্দ্রের দিকে তাকে টানবে না l এতদিন বিজ্ঞানীরা মুক্তিবেগ কাজে লাগিয়ে রকেট,কৃত্তিম উপগ্রহ ইত্যাদি পাঠিয়েছেন,কিন্তু রজতবাবুর মাথায় কি যে ভূত চাপলো,উনি এটমিক এনার্জি দিয়ে একটা ছোটো অ্যালুমিনিয়াম নির্মিত এরোপ্লেন মুক্তিবেগে উড়িয়ে দিলেন l প্লেনটি পৃথিবীর মায়া কাটিয়ে মহাকাশে এসে পড়লো,তারপর দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সূর্যের মতো আর একটি নক্ষত্রের একটি প্ল্যানেটে গোঁত্তা খেয়ে পড়লো l একটা ...