Sunday, August 1, 2021

চিত্তরঞ্জন সাহার দুটি ছড়া

 শিশুদের কষ্ট

    

কচি কচি শিশুরা

স্কুলে যায়,

পিঠে বোঝা বই টেনে

কষ্ট যে পায়।


ব্যাগে থাকে পেন্সিল

তিন হালি খাতা,

কি করে ঠিক থাকে

শিশুদের মাথা।


ওজনটা খুব বেশী

খাতা অার বই,

দুঃখটা বুঝবে

সে মানুষ কই ?


মা বাবা ব্যস্ত

ভোর বেলা ওঠে,

নাস্তাটা সেরে তাই

স্কুলে ছোটে।


খেলাধুলা ভুলে গেছে

সময়টা কই ?

দিনরাত সাথে থাকে

বই অার বই।


ডোরেমন ভালো লাগে

তবু মানা করে,

এত কিছু ছোটদের

মগজে কি ধরে।


শিশু অার শিশু নেই

যেন বই মেলা,

কচি কচি মুখগুলো

বড় অবহেলা।

_________________________________


হেমন্ত এলো ফিরে

         

পাগলা বাতাসে ভেসে ভেসে বুঝি

হেমন্ত এলো ফিরে,

খুশীর দোলায় মেতেছে সবাই

সুখের পরশ ঘিরে।


মাঠে মাঠে দেখি পাঁকা পাঁকা ধান

চাষীরা গায় প্রান খুলে গান।


ফড়িং নাচে অাপন মনে

প্রজাপতি করে খেলা,

সারা বাংলায় কিশোরের দল

মন খুলে করে খেলা।


ঘরে ঘরে অাজ ধানের গন্ধ

কবিরা লেখে কত ছন্দ।


সাদা ঝলমল মুক্ত অালো

হেমন্তের এই দিনে,

খেজুরের রস বড় মিষ্টি

বাঙালিরা খায় কিনে।


হেমন্তের এই হিমেল সকালে

সূর্যমামার অাশায়,

মুঠো মুঠো সুখ যেন ফিরে অাসে

অঢেল ভালবাসায়। 

তন্ময় চট্টোপাধ্যায়ের একটি ছড়া

 মোবাইল 


দুনিয়া এসেছে হাতের মুঠোতে প্রানপাখি খাঁচা ছাড়া 

দেখে সবে বলে কি দারুণ চিজ দেখিনি এমন পারা। 

হাতে যদি নাহি থাকে মোবাইল বুঝি প্রাণ নাই ধড়ে 

জানিনা ঠাকুর এ চিজ বিহনে বাঁচবো কেমন করে। 

দিবসে কি রাতে যত কথা হয় কমই তার দরকারি 

“হ্যালো হাই” আর “কোথা আছো তুমি” এ কথাই চলে ভারি। 

“টিফিনের প্যাকে দিয়েছি পরোটা খেতে ভুলে গেছো নাকি 

খেয়ে নিও ফল যা দিয়েছি কেটে কিছুই রেখো না বাকি”। 

আমি ভাবি কত ভালোবাসে মোরে খোঁজ নেয় ঘড়ি ঘড়ি 

আসলে মৃত না বেঁচে আছি আমি জানাটা যে দরকারি। 

ল্যান্ড ফোন এত ব্যাস্ত ছিল না থাকতো ঘরের কোনে 

নেহাৎ বিপদ ছাড়া কখনোই পড়তো না কারও মনে। 

আজকে মানুষ কোন কাজ ছাড়া ব্যাস্ত ভীষণ রকম 

হাতে যদি কোন কাজ নাও থাকে করে সদা বকবকম্। 

ঘরে কি আপিসে যেখানেই থাকি থাকে না তো কথা বন্ধ 

প্রতিদিনই প্রাণ যায় অকাতরে রাস্তা তে যেন অন্ধ। 

পাশের সীটেতে বসে আছে কেউ ভ্রূক্ষেপ করি নাকো 

অসুবিধা হলে ভাড়া করো গাড়ি নইলে চুপই থাকো। 

স্ট্যাটাস বেড়েছে স্ট্যান্ডার্ড হাই ফোন ধরা থাকে হাতে 

জ্ঞান কতদূর এলেম কতটা সব ঢাকা পড়ে তাতে। 

কেন যে জানিনা থাকলে পকেটে হাইফাই প্রোফাইল 

স্ট্যাটিক জীবনে দুরন্ত গতি সাধ্যের মোবাইল।।



মধুপর্ণা বসুর একটি কবিতা

 ইচ্ছা মুক্তি


সত্যি কথাগুলো কণ্ঠনালীতে কান্নার মতো ঠেলে ওঠে,

রোজ জলের সাথে ইচ্ছেগুলো গিলে রাখি পেটের ক্ষুদ্রান্তে,         

নকশা করা যবনিকা উঠে যায়, মুহূর্তের ব্যবধানে,

আমি প্রজাপতির রঙিন ডানায় বাতাসের গান শুনি,

বসন্তে, বর্ষায়, মেঘের ডাকে, হৃদয়ের তাল গুনি।

নবযৌবনা কামিনী ছদ্মবেশে ঝর্ণার ছন্দে নূপুরের রুমঝুম বাজে বুকের শূন্য প্রান্তরে......

একটা সদ্য যুবক যদি অবাক ভ্রান্তিতে তাকায়,

ঢেউ খেলে যায় নির্ঘুম রাতে, ভাবি আজ স্বপ্ন দেখবো,

বয়সের চোখ রাঙানি এক চুটকি বুকের সুগন্ধি শ্বাসে লোকাবো।

আর দুহাত তুলে কামগন্ধা আমি, আরশি দেখে সেই মেঘবরণ কন্যা হব,

অন্ধকার রাতে সাদা শয্যায় চাঁদ মেখে ইচ্ছের তরীতে পাড়ি দেবো..

আর ফেরা হবে না, হয়েতো কোনদিন         

যতক্ষণ না কেউ ঘুমের প্রায়ান্ধকার থেকে সুপ্তির ডাক দেয়,

আর তখন কান্না গেলা ইচ্ছেরা মুক্তির স্পৃহায় জড়াবে আমায়।


বদ্রীনাথ পালের দুটি ছড়া

    রহস্য


খোকন শুধায় মা'কে তাহার ''বলতে পারো তুমি-

আকাশ কেন নীল হল আর সবুজ বনভূমি ?

সাগর হল নোনা কেন, ফুল কেন মা ফুটে-

নদী কেন সব ছেড়ে মা সাগর পানে ছুটে" ?


মা হেসে কন "বলব কি আর,শোন ওরে তুই খোকা-

প্রকৃতির-ই খেলা এসব,এই জেনে রাখ বোকা !

ভুমিকম্প হোক না কেন, হয় যদি বা খরা-

জানবি সব-ই এই প্রকৃতির খেয়াল বশে করা।

লেখাপড়া শিখে যখন আরও বড় হবি-

জানতে তখন পারবি খোকা,এ রহস্য সব-ই" !

___________________________


       গবেষণা


ব্যাকরণ ফাঁদে পড়ে 'ঘাম' যদি 'ঘর্ম'-

কেন নয় 'আম' তবে হয় যদি 'অর্ম' !

'হাসি'-টার দোষ নাই হয় যদি 'হাস্য'-

কোন্ দোষে দোষী তবে 'বাঁশি' হলে 'বাস্য' !

'চাঁদ' যদি হতে পারে ভালোবেসে 'চন্দ্র'-

কিবা দোষ 'ফাঁদ' যদি হয়ে যায় 'ফন্দ্র' !

আকছার্ দেখা যায় 'ধান' হয় 'ধান্য'-

গোলমাল কেন তবে 'গান' হলে 'গান্য' !

এইসব গবেষণা করে কবি সদ্য-

ভুতনাথ লিখে ফ্যালে একখানি পদ্য।

তৈমুর খানের একটি কবিতা

    সংশয়


সংশয় একজন বালক বলে 

ওকেও মাঝে মাঝে ভিরু মনে হয় 

ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়িটি ছুটছে 

ব্রিজও ছুটছে নাতো ?

আমরা ঝুলে আছি অনন্ত গভীরে 

এখানে ভাঙা আকাশের টুকরো আর নিসর্গের নাভি

 স্বয়ংক্রিয় মায়াবীনিশীথ পড়ে আছে 

যেতে যেতে ভাবনারা নড়ে উঠছে ক্রমশ 

যেতে যেতে কেঁপে উঠছে আলো 

সংশয় কিছুই বোঝে না —

 ঝুলন্ত মহুল বনেও নিশ্চুপ কোকিল

 টুপটাপ ঝরছে তার শৈল্পিক হৃদয়.....

সম্পাদকীয় (তৃতীয় সংখ্যা)

 




সাহিত্য নিয়ে এখনো যারা চর্চা করে চলেছেন তাদের প্রতি সাধারণ মানুষের তথা পাঠকদের এক কর্তব্যবোধ থাকা প্রয়োজন। প্রয়োজন শ্রদ্ধা নিবেদন করা।


      কবির চিন্তাভাবনা কবির কাছেই সীমাবদ্ধ। যিনি পাঠক তিনি পাঠকের মতো করেই বুঝবেন এটা সাধারণ ঘটনা। কিন্তু কবিকে সমালোচনার মাধ্যমে বানবিদ্ধ করা পাঠকের অধিকার নেই। কারণ একজন কবি নিজস্ব ভাবনায় যেভাবে বাস্তবকে দেখেছেন সেভাবে একজন পাঠক নাও অনুভব করতে পারেন। তাই প্রয়োজন এক লেখক ও পাঠকের মধ্যে সামঞ্জস্য পূর্ণ বোঝাপড়া। এতে সাহিত্য জগতের সমৃদ্ধি সর্বদা আকাশচুম্বী থাকবে। তাই লিখুন। পড়ুন। সমৃদ্ধ করুন World Sahitya Adda পত্রিকাকে।


                                   ধন্যবাদান্তে
                 ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌World Sahitya Adda Team








Saturday, July 31, 2021

তৃতীয় সংখ্যার সূচিপত্র

মোট ৪৪ জন লেখক লেখিকার বাংলা ও ইংরেজি কবিতা গল্প প্রবন্ধ গান উপন্যাস ও ফটোগ্রাফির মিলিত সংখ্যা


 সম্পূর্ণ সূচিপত্র


বাংলা কবিতা ও ছড়া---


তৈমুর খান, বদ্রীনাথ পাল, মধুপর্ণা বসু, তন্ময় চ্যাটার্জী, চিত্তরঞ্জন সাহা, তীর্থঙ্কর সুমিত, সত্যেন্দ্রনাথ পাইন, চিরঞ্জিত ভান্ডারী, নৃপেন্দ্র নাথ মহন্ত, মায়া বিদ, জয়তী দেওঘরিয়া, শ্যামল রায়, গোবিন্দ মোদক, সুস্মেলী দত্ত, জয়িতা চট্টোপাধ্যায়, মীনা সাহা, আবদুস সালাম, পান্থ দাস, মুহা  আকমাল হোসেন, সুব্রত মিত্র, ইলা চক্রবর্তী, শ্রাবণী মুখার্জী, মানসী ঘোষ, সর্বাণী ঘড়াই, ইমরান শাহ্, কৌশিক বড়াল, ইউসুফ মোল্লা, স্বাগতা দাশগুপ্ত, অমিত পাল।


বাংলা গল্প--

 অঞ্জলি দে নন্দী, স্বপ্না বনিক, গোবিন্দ ব্যানার্জী, শ্রাবণী মুখার্জী,



বাংলা গদ্য--

সুমন সাহা, সুজিত রেজ।



বাংলা প্রবন্ধ---

রামপ্রসাদ সরকার, 


বাংলা উপন্যাস---


অভিজৎ চৌধুরী, সুদীপ ঘোষাল।


গীতি কবিতা---


বদরুদ্দোজা শেখু।



ইংরেজি গল্প----

Debasish sinha


Photography----


Shibom Banerjee, Debolina Adhikary, Partha Chatterjee, Shilpa dey, pantha das.




Sunday, July 25, 2021

Debasish Sinha's one English short story

 Delivery 




           The ball bounced over the boundary into the glass window of a dilapidated  hospital quarter under a robust, sprawling banyan tree beside a busy lane that leads up to the NH 34,as I hit a sixer. A small group of crowd, consisting mostly of urchins, that sat contiguous to the boundary line zapped gleefully in the direction of the ball.To fetch the ball. My eyes followed them. As I cast a quick glance over there, I saw something queer : in stead of running after the ball, those small children swerved away and stood pressed to a swelling crowd of people under the banyan tree. People in the crowd looked anxiously at each other's face, talking amongst themselves in a low voice. Inquisitive passers-by, passing by the way, all made for the crowd. What's up there ____ I pondered as I put away the bat. I hurried my way there like a shot, my eyes fixed on the burgeoning crush.

                I pushed my way through the crowd  ____ and to my utter consternation, saw a woman aged somewhere between 25 and 30, lying on her back on the sordid lane,wailing and writhing in agony, her stomach swollen inordinately as if it were about to burst open. A middle aged woman sat beside her, frantically trying to comfort and console her, frequently mopping the beads of sweat from her forehead, while looking around, completely dazzled. Perhaps, she would be her mother ___ I surmised.

            On enquiring into the present fiasco, I got to know that the wailing woman was being walked to the hospital for delivery as there was no vehicle in sight. But, the woman's labour pain set in before they made it to the hospital.Finding no other option, her mother gave up midway!

           While all the curious faces in the crowd were gazing at one another's face, I waved desperately at one of friends on the play ground to fetch a stretcher from the emergency room of the hospital, which was a few yards away from the site. My friend and I got the stretcher and set it down on the dusty lane ; placing the woman quickly on it, we scrambled across the play ground into the delivery unit.

           We waited with bated breath as the doctor went inside the delivery room. Hardly a couple of minutes fled by when a nurse came enthusiastically and broke the news ____ " she gave birth to a lusty, baby boy!"

          At this,I felt embarrassed, not because I have anything to do with the woman, but because I was too young to poke my nose into the growns'-up world.

           I got back on the playground and resumed playing. Within minutes, a man aged 30 ____ perhaps the husband of the woman ____ came over to me, as I was on the crease, waiting for my ball and said with eyes full of gratitude ___ " Brother, my wife has wanted to see you in the hospital. "
At this, I felt again embarrassed.Ashamed!! Displaced!! I can't go and meet a woman who has delivered a baby a few minutes back ____ I was literally scared.

         The man left after a while as I pretended to play. While my, friend, Deepak chuckled at the situation I was in, I averted his gaze and began to wait for the next delivery.

 




           

Rana Zaman's one English poem

 Float the boat in the sea

 

 

If anything is going to be completely destroyed

the effort to establish is futile

You float the boat in the sea without sinking in despair

Gold particles are found by ashes flying non-stop

Let the memory become a mummy in the

invisible corner of the mind

The sun's rays play endlessly in the veins of the leaves

When the stone gets tired of retaliating

a pinch of silt is available

The Terminator is born at the right time

Let the sadness fly away by riding on the seeds of silk cotton

The monkey's climb up oiled bamboo to the giraffe's head

Getting the rope if we pull the dictator fell to the ground.