সংশয়
সংশয় একজন বালক বলে
ওকেও মাঝে মাঝে ভিরু মনে হয়
ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়িটি ছুটছে
ব্রিজও ছুটছে নাতো ?
আমরা ঝুলে আছি অনন্ত গভীরে
এখানে ভাঙা আকাশের টুকরো আর নিসর্গের নাভি
স্বয়ংক্রিয় মায়াবীনিশীথ পড়ে আছে
যেতে যেতে ভাবনারা নড়ে উঠছে ক্রমশ
যেতে যেতে কেঁপে উঠছে আলো
সংশয় কিছুই বোঝে না —
ঝুলন্ত মহুল বনেও নিশ্চুপ কোকিল
টুপটাপ ঝরছে তার শৈল্পিক হৃদয়.....
No comments:
Post a Comment