কবি মিঠুন রায় -এর একটি কবিতা

 যাপন কথা 




অর্ধেক আকাশ আজও পথ চেয়ে আছে,

জীবনসঙ্গীনীর অপেক্ষায়।

চোরাবালি-স্রোত গোপনে কেড়ে নিয়ে যায় বহমান প্রেমের ধারা,

এই আকাশও একদিন পরিপূর্ণতা পেয়েছিল উভয়ের মৃদু স্পর্শে।

আমার হাত ধরে কেঁদেছিল সেও ,

ভেবেছি সকল দুঃখে তার পাশে থাকব আমিও,

এক অন্তর্মুখী বারান্দায় 

গভীর রাত পযর্ন্ত হেঁটেছিলাম

ভেবেছি অনাগত ভবিষ্যতের কথকতা, 


কিছুই হল না ছোঁয়া 

ঘুম ভেঙে দেখি-


কালো মেঘের অন্ধকারে ছেয়ে গেছে  

আমার আকাশ,

বসন্তের ঝরা পাতার মতো পড়ে আছে একটি কল্পিত সময়ের যাপন কথা।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024