কবি মায়া বিদ -এর একটি কবিতা
শুভ রাখী পূর্ণিমা
সবারে করি আহ্বান,
এসো,
আজ শ্রাবণী পূর্ণিমাতে এসো
সবার হাতে, পরাই রাখী ।
বোন বাঁধবে ভাইয়ের হাতে
যতন করে মঙ্গল রাখী ।
জাতি - ধর্ম - বর্ণ নির্বিশেষে
রাখী বাঁধেন কবিগুরু ।
রাখী বাঁধে আজ ও মিলেমিশে
রাম, শ্যাম, যদু, রহিম, নুরু ।
Comments