কবি মায়া বিদ -এর একটি কবিতা

 শুভ রাখী পূর্ণিমা



সবারে করি আহ্বান,

এসো,

           আজ শ্রাবণী পূর্ণিমাতে এসো

              সবার হাতে, পরাই রাখী ।

            বোন বাঁধবে ভাইয়ের হাতে

              যতন করে মঙ্গল রাখী ।


জাতি - ধর্ম - বর্ণ নির্বিশেষে

  রাখী বাঁধেন কবিগুরু ।

রাখী বাঁধে আজ ও মিলেমিশে

রাম, শ্যাম, যদু, রহিম, নুরু ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ