Monday, August 16, 2021

কবি প্রণব দাসের একটি কবিতা

 শেষপাতা

                  

এখনো ভাঙেনি লেখকের ঘুম

শেষের বাকি ক'টি লাইন

আগুনে পোড়ার মতো

ছটফট করে হৃদয়

কি হবে কে জানে?

প্রশ্ন তোমার আমার

গল্পটি শেষ হয়নি,

আরো আছে জীবনের

ম্যানহোল, ধুলো-ময়লা

 নয়তোবা চাঁদের সাথে

আলাপন।

ঘুমের ঘোরে বুক কেঁপে ওঠে

মনে করিয়ে দেয় তুমি অপেক্ষিত।

No comments: