কবি মায়া বিদ -এর একটি কবিতা
একটাই রাস্তা
ধর্ম নিয়ে এত মাতামাতি
কর জাতির বিচারে।
আমরা হলাম মানব জাতি
জন্ম মায়ের উদরে।
ভূমি, জল, বাতাস নিয়ে
একই আকাশ তলে।
শ্বাস প্রশ্বাস প্রাণে নিয়ে
বাস করি সকলে।
সাকার - নিরাকার ঈশ্বর একই
ভজন - সাধন করি।
মৃত্যুকালে শমন আসে সবার
একই পথ ধরি।
Comments