Sunday, August 29, 2021

কবি সুনন্দ মন্ডল -এর একটি কবিতা

 অনুরাগের আঁচল

          


একান্ত অনুরাগ

ভালোবেসে জীবন কাটানো

প্রেমিক সত্তা

প্রেমিকার আঁচল ধরে ঘোরে।


অন্যদিকে প্রেমিকা

সুখের আশায়

নিজের পরিবার ছেড়ে

প্রেমিকের পরিবারকে আঁচলে জড়িয়ে রাখে।


No comments: