Monday, August 23, 2021

কবি সুমিতা ঘোষ -এর একটি কবিতা

   স্বামী



জীবন পথের সাথী তুমি

অগ্নি সাক্ষী রেখে করেছ স্বীকার

স্ত্রীর গৌরব, সন্মান তুমি

করেছ সাথে থাকার অঙ্গীকার। 

তুমি শক্তি,, তুমি মুক্তি

গভীর অন্ধকারে আলোর কিরণ। 

তুমি অলংকার, তুমি অহংকার, 

সঙ্গীত মুখর রঙিন জীবন। 

তুমি আশা, ভালবাসা

জন্মান্তরের সাথ। 

হৃদয় সাম্রাজ্যের সম্রাট তুমি

আমরণ ধরে রেখো হাত। 

স্বামী হলো স্ত্রীর অর্ধাঙ্গ

সপরিবারেই নারী সম্পূর্ণ

যেমন রাধিকা বিহীন কৃষ্ণ

কৃষ্ণ বিহীন রাধা অসম্পূর্ণ। 


No comments: