কবি মধুপর্ণা বসু -এর একটি কবিতা

 নদীর কথা


নদীর পাড়ে একা

প্রশ্ন করি, তরঙ্গহীন

সংশয় বিভঙ্গী শাখাপ্রশাখা,

প্রতিকূল সময়ে আমাদের দেখা।


স্মৃতিতে জড়িয়ে আছে

উপকূলের প্রান্তিক প্রেম

পাড় ভেঙে মৃত্যু আনাচে-কানাচে

ছাড়েনি দান পরাজিত ভাগ্যের কাছে।


সেও তেমন বজ্রকঠিন

কোমলতা নির্ভর সলিল

আমরাও আজ নিরাশ্রয় উত্তরহীন

একফোঁটা সুখে জন্য পথিক অর্বাচীন।


এ কাহিনী শেষ অঙ্কে

অন্তঃস্থিত শব্দেরা জেনেশুনে মূক

আমাদের বোঝাপড়ার সমাবেশ

আগামীর জন্যে রাখা মহার্ঘ্য আদেশ। 

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ