Monday, August 16, 2021

কবি সুব্রত মিত্র -এর একটি কবিতা

 দিনলিপি



কর্মের ফাঁকে ফাঁকে নিই কিছু বিরতি; করি পালন নীরবতা

মনে মনে বলি কিছু কথা; ভাবি হয়তো এরই নাম কবিতা,

সকাল হতে রাত শুধু কাজ আর কাজ

এক-একদিন ঘুম থেকে উঠে কর্মের তালিকা দেখে মাথায় পড়ে বাজ। 


কাজ শুধু করে যাই

কাজের আর শেষ নাই,

চাকর হয়ে জন্মেছি এই ভবে

আছি অপেক্ষায় আমার মৃত্যুটা হবে কবে। 


কর্মের মর্ম ভুলিয়েছে মোর ধর্ম

উদাস পাহাড় দেখে গেলাম আজীবন

পেলাম না এমন কিছু যাহা লয়ে করিলাম আমি গর্ব,

ভুলে ভরা পৃথিবীর কৌশলী জাতাকল

নিয়েছে আমার সব রস নিংড়ে বিনিময়য়ে পাইনি কোনো ফল,

বড়লোক নামের শকুন ওরা

ওদের পদপৃষ্ট হয়ে মরবো আমি;

মরবে আমার মত আরো আছে যারা। 


আমার জীবন বড় সংক্ষিপ্ত, তাই।

এই জীবনের তেমন কোনো ইতিহাস নাই।

আমার জীবনে কোন গল্প নেই

আমার জীবনের গল্প হল ইতিহাস আর বেঁচে থাকার লড়াই,

আমার জীবন একটা জেলখানা; তবে নয় যদিও সশ্রম কারাগার

ইহার নাম আমি রাখিলাম সশ্রম জীবনাগার। 


আর কোন গল্প নেই;

প্রেম নেই;

ভালোবাসা নেই, ভালোবাসার প্রত্যাশাও নেই

এ জীবন একটি অসমাপ্ত হতাশা

এ জীবন হলো বাজারের অচল পয়সার মত একটি পদার্থের নিরাশার বাসা।

No comments: